চেন্নাই: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
৭৮ নং লাইন:
 
== নাম ==
চেন্নাইয়ের পুরনো নাম ''মাদ্রাজ''-এর উৎপত্তি ''মাদ্রাজপত্তনম'' থেকে। ১৬৩৯ সালে [[ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি]] একটি স্থায়ী উপনিবেশ স্থাপনের জন্য মাদ্রাজপত্তনমকে নির্বাচন করে। ''চেন্নাপত্তনম'' নামে একটি গ্রাম এর দক্ষিণে অবস্থিত ছিল। পরবর্তীকালে এই দুই শহর একত্রিত করা হয় এবং ব্রিটিশদের পছন্দের কারণে ''মাদ্রাজ'' নামে পরিচিত হয়। তবে স্থানীয় লোকজন শহরটিকে ''চেন্নাপত্তনম'' বা ''চেন্নাপুরি'' হিসেবে উল্লেখ করতেন।
 
১৯৯৬ সালের আগস্ট মাসে এই শহরের নাম মাদ্রাজ থেকে পরিবর্তন করে ''চেন্নাই'' করা হয়, <ref>{{cite news |first= সাশি |last= থারূর |title= India's name game|url= http://www.shashitharoor.com/articles/iht/name-game.php |publisher= ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন |accessdate= ২০০৫-০৮-০৯}}</ref> কারণ '''মাদ্রাজ''' শব্দটিকে পর্তূগীজ শব্দ মনে করা হত। মনে করা হত এই শব্দটি পর্তুগিজ '''মাদ্র-ডি-সোইস''' নামক সরকারী কর্মচারীর নাম হতে নেয়া, যিনি অত্র এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করা প্রথম দিককার লোক। কিন্তু কিছু লোক মনে করে '''মাদ্রাজ''' শব্দটি তামিল ভাষার মূল শব্দ বরং '''চেন্নাই''' শব্দটি অন্য কোন ভাষা হতে নেয়া।
 
== ইতিহাস ==
৮৭ নং লাইন:
চেন্নাইয়ের পার্শ্ববর্তী অঞ্চল প্রথম শতাব্দী থেকেই একটি প্রশাসনিক, সামরিক, এবং অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই অঞ্চলটি বিভিন্ন ঐতিহাসিক দক্ষিণ ভারতীয় রাজ্য, যেমন [[পল্লব রাজ্য|পল্লব]], [[চোল রাজ্য|চোল]], [[পান্ড্য রাজ্য|পান্ড্য]], এবং [[বিজয়নগর সাম্রাজ্য|বিজয়নগর সাম্রাজ্যের]] অধীনে ছিল। ''মাইলাপোর'' শহর, যা বর্তমান চেন্নাই মহানগরীর একটি অংশ, একসময় [[পল্লব রাজ্য|পল্লব রাজ্যের]] একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল।
 
[[পর্তুগাল|পর্তুগিজরা]] ১৫২২ সালে এখানে উপস্থিত হয়। পর্তুগিজরা সাও তোমে (São Tomé) নামে একটি বন্দর নির্মাণ করেছিল। ১৬১২ সালে অঞ্চলটি [[ওলন্দাজ|ওলন্দাজদের]] হাতে যায়, যারা শহরের উত্তরে [[পুলিকট|পুলিকটের]] কাছে নিজেদের স্থাপন করে।<ref name="COC_ইতিহাস">http://www.chennaicorporation.com/madras_history.htm</ref>
 
১৬৩৯ সালের ২২শে আগস্ট বন্ডবাসীর নায়ক (Nayak of Vandavasi) দামের্লা ভেঙ্কটদিরি (Damerla Venkatadri) একটি স্থায়ী উপনিবেশের জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই জমি প্রদান করেন। [[ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি]]র ফ্রান্সিস ডে কোরামান্ডাল কোস্ট বিজয়নগর রাজা, পেদ বেনকতা রায় বা তৃতীয় বেনকতা (Peda Venkata Raya) থেকে অর্জন করেছিল, চন্দ্রগিরিতে।
৯৪ নং লাইন:
 
== ভূগোল ==
[[চিত্র:Chennai.satmap.annotated.jpg |thumb|220px|চেন্নাই একটি উপকূলীয় সমভূমির ওপর অবস্থিত, যা এই [[ল্যান্ডস্যাট ৭]] মানচিত্রে দেখা যাচ্ছে।]]
[[চিত্র:Madras surroundings.png|thumb|220px|চেন্নাই ও তার আশেপাশের শহরগুলো]]
চেন্নাই ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলে, তামিল নাড়ু রাজ্যের উত্তর-পূর্ব কোণায় ১৩.০৫ উঃ [[অক্ষাংশ]] এবং ৮০.১৮ পূঃ <ref>http://www.timeanddate.com/worldclock/city.html?n=553</ref> দ্রাঘিমাংশে অবস্থিত। শহরটি [[পূর্বাঞ্চলীয় সমভূমি]] নামক একটি সমতল উপকূলীয় সমভূমির ওপর অবস্থিত। সমুদ্রতল থেকে শহরটির গড়পড়তা উচ্চতা ৬ মিটার (২০ ফুট), এবং এর উচ্চতম বিন্দু সমুদ্রতল থেকে ৬০ মিটার (২০০ ফুট) উচ্চতায় অবস্থিত। চেন্নাইয়ের ভেতর দিয়ে দুটি নদী সর্পিলাকারে প্রবাহিত: মধ্যাঞ্চলীয় [[কুয়ম নদী]] এবং দক্ষিণাঞ্চলীয় [[আদিয়ার নদী]]। দুটি নদীই গার্হস্থ্য ও শিল্পজাত বর্জ্যের কারণে দূষণের শিকার। আদিয়ার নদীটি কুয়ম নদীর তুলনায় কম দূষিত; স্থানীয় সরকার নিয়মিতভাবে এ নদীর তলদেশে সঞ্চিত পলি অপসারণ করে ও নদীটিকে শোধন করে। আদিয়ারের একটি সংরক্ষিত মোহনা প্রচুর পশুপাখির প্রাকৃতিক আবাসস্থল। উপকূলের থেকে ৪ কিমি ভেতরে উপকূলের সমান্তরালে অবস্থিত [[বাকিংহাম খাল]] নদী দুটিকে সংযুক্ত করেছে। [[ওত্তেরি নুল্লা]] নামের পূর্ব-পশ্চিমে বহমান একটি উপনদী উত্তর চেন্নাইয়ের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে [[বেসিন সেতু|বেসিন সেতুর]] কাছে বাকিংহাম খালের সাথে মিলিত হয়েছে।
১৮৯ নং লাইন:
|Dec_Precip_cm = |Dec_Precip_mm = ১৫২.৪
|Year_Precip_cm = |Year_Precip_mm = ১২৮৯.১
|source = <ref name= >{{cite web
| url = http://www.weather.com/outlook/travel/businesstraveler/wxclimatology/monthly/graph/INXX0202?from=36hr_bottomnav_business| title = ওয়েদার.কম চেন্নাই| accessmonthday = ০১/০২ | accessyear = ২০০৭
| publisher = | language = }}</ref>
২০৭ নং লাইন:
== অর্থব্যবস্থা ==
[[চিত্র:Tidel Park Chennai.jpg|thumb|left|200px|[[টাইডেল পার্ক]], ''চেন্নাই'' এর বৃহত্তম সফটওয়্যার পার্ক]]
''চেন্নাই'' এর অর্থব্যবস্থা বিবিধ শিল্পের ওপর নির্ভরশীল, যাদের মধ্যে মোটরগাড়ি, সফটওয়্যার সার্ভিস, হার্ডওয়্যার উৎ‍পাদন এবং আর্থিক সার্ভিস শিল্প প্রধান। অন্যান্য গুরুত্বপূর্ণ শ্রমশিল্প হল পেট্রোকেমিক্যাল, বস্ত্রশিল্প এবং সাজপোশাক তৈরি। [[চেন্নাই বন্দর|চেন্নাই বন্দরের]] অবস্থান এই শহরের গুরুত্ব বৃদ্ধি করেছে। এখানে সম্পূর্ণভাবে কম্পিউটার-নিয়ন্ত্রিত একটি স্টক এক্সচেঞ্জ রয়েছে যা [[মাদ্রাজ স্টক এক্সচেঞ্জ]] নামে পরিচিত।
 
১৯৯০ এর শেষের দিকে সফটওয়্যার উৎ‍পাদন ও ব্যবসা প্রসেস আউটসোর্সিং (BPO) এবং আরও সাম্প্রতিককালে উৎ‍পাদন শিল্প চেন্নাই শহরের অর্থব্যবস্থার মূলস্তম্ভে পরিণত হয়েছে।<ref>{{cite web
| title='Chennai most attractive city for offshoring services' | work=দ্য হিন্দু'র দ্য বিজনেস লাইন| url=http://www.thehindubusinessline.com/2006/04/02/stories/2006040202550100.htm| accessmonthday= | accessyear=২০০৭}}</ref> শহরের দক্ষিণপূর্বে পুরনো [[মহাবলীপুরম]] রোডের [[তথ্য প্রযুক্তি]] করিডরে বহু [[প্রযুক্তি পার্ক]] গড়ে উঠেছে। [[মহিন্দ্র ওয়ার্ল্ড সিটি]] একটি স্পেশাল একনমিক জোন (SEZ) ও বিশ্বের সবছেয়ে বড় তথ্য প্রযুক্তি পার্ক এখন চেন্নাই শহরের বাইরে নির্মাণ হচ্ছে।<ref name=infosys>{{cite web | title= World's Largest IT Campus | work=ইনফোসিস, মহিন্দ্র ওয়ার্ল্ড সিটি | url=http://www.tn.gov.in/pressclippings/hindu26022004/hindu260204.htm| accessdate=আগস্ট ৬ | accessyear=২০০৫}}</ref>
 
চেন্নাইতে, বিশেষ করে শহরটির ''আমবাত্তুর-পড়ি'' শিল্পাঞ্চলে, [[ভারত|ভারতের]] মোটরগাড়ি কোম্পানিগুলির একটি বড় অংশের ভিত্তি রয়েছে। শহরটি মোটরগাড়ির যন্ত্রাংশ শিল্পের একটি প্রধান কেন্দ্র। অবধির ভারী গাড়ি তৈরির কারখানা সামরিক যানবাহন তৈরি করে। ভারতের প্রধান যুদ্ধট্যাংক [[অর্জুন ট্যাংক|অর্জুন]] এখানে নির্মিত হয়। ভারতীয় রেলের রেলগাড়ির কামরা এবং রেলগাড়ির ইঞ্জিন (ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টোরি)<ref name=Integral_Coach_Factory>{{cite web | title=Welcome to Official Website of ICF | url=http://www.icf.gov.in | accessmonthday=নভেম্বর ১৯ | accessyear=২০০৫ }}</ref> নির্মাণ কারখানাও এখানে রয়েছে। চেন্নাই ভারতীয় ব্যাংকিং এবং রাজস্বের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
২২০ নং লাইন:
 
== সংস্কৃতি ==
চেন্নাইয়ের সংস্কৃতিতে শহরটিতে বসবাসকারী বিবিধ জনগোষ্ঠীর প্রতিফলন ঘটেছে। শাস্ত্রীয় নৃত্যের জন্য এ শহর বিখ্যাত। প্রতি বছর ডিসেম্বরে চেন্নাইয়ে একটি পাঁচ সপ্তাহব্যাপী সঙ্গীতসমারোহ চলে; অনুষ্ঠানটি পৃথিবীর অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক ঘটনা হিসেবে বিদিত।<ref name=Music_season>{{cite web | title= Music musings | work=দ্য হিন্দু | url=http://www.hindu.com/2005/02/03/stories/2005020301281000.htm| accessmonthday=আগস্ট ৪ | accessyear=২০০৫}}</ref> এই সময় শহরে এবং এর ধারেকাছে শতশত শিল্পী ঐতিহ্যবাহী কর্ণাটকী সঙ্গীতানুষ্ঠানও প্রদর্শন করে। চেন্নাই শাস্ত্রীয় ভারতীয় নৃত্য [[ভরতনট্যম|ভরতনট্যমের]] জন্যও বিখ্যাত; এটি [[তামিল নাড়ু|তামিল নাড়ুর]] সরকারী নৃত্য। ভরতনট্যমের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হল "কলাক্ষেত্র", যা শহরের দক্ষিণে সমুদ্র-সৈকতে অবস্থিত। এছাড়া চেন্নাইয়ে তামিল থিয়েটারও জনপ্রিয়।
 
চেন্নাইয়ে একাধিক উৎসব উদযাপিত হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে [[পোঙ্গল]], যা জানুয়ারী মাসে পাঁচ দিন ধরে উদযাপিত হয়। এছাড়া [[তামিল বর্ষপঞ্জি|তামিল বর্ষপঞ্জির]] নববর্ষ ব্যাপকভাবে উদযাপন করা হয়। একটি কসমোপলিটান শহর হওয়ায় ভারতের প্রায় সমস্ত প্রধান ধর্মীয় উৎসব, যেমন [[দীপাবলি]], [[ঈদ]] এবং [[ক্রিসমাস|ক্রিসমাসও]] এখানে উদযাপিত হয়।
২৪৯ নং লাইন:
 
=== নৌযোগাযোগ ===
চেন্নাই শহরে দুটি প্রধান নৌ-বন্দর রয়েছে। একটির নাম চেন্নাই বন্দর, যা পৃথিবীর অন্যতম বৃহত্তম কৃত্রিম বন্দর, এবং অন্যটি [[এন্নোর বন্দর]]। [[চেন্নাই বন্দর]] ভারতের দ্বিতীয় ব্যস্ততম কনটেইনার কেন্দ্র এবং এটি মূলত সাধারণ শ্রমশিল্পসংক্রান্ত মালপত্র, মোটরগাড়ি ইত্যাদির আগমন-নির্গমন পরিচালনা করে। [[এন্নোর বন্দর]] মূলত কয়লা, আকরিক এবং অন্যান্য দ্রব্যের আগমন-নির্গমন পরিচালনা করে।
 
=== রেলযোগাযোগ ===