হারমায়নি গ্রেঞ্জার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
২৪ নং লাইন:
== উপস্থিতি ==
=== প্রথম ও দ্বিতীয় উপন্যাস ===
হারমাইনি প্রথম উপন্যাস ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন|হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোনে]]'' হগওয়ার্টস এক্সপ্রেসে সর্বপ্রথম উপস্থিত হয়। প্রথমদিকে হ্যারি ও রন তাকে উদ্ধত ও অহংকারী হিসেবে দেখলেও পরবর্তীতে তাদের ধারণা পরিবর্তন হয়। বিশেষ করে যখন হ্যারি ও রন তাকে ট্রল এর হাত থেকে উদ্ধার করে তখন থেকেই তাদের বন্ধুত্বের সূচনা হয়। হারমাইনির কৌশল ও বুদ্ধিমত্তার জোরে তারা পরশপাথরটি উদ্ধার করতে যাওয়ার সময় একটি ধাঁধা সমাধান করতে সক্ষম হয় এবং হারমাইনি ''ব্লু বেল'' স্পেলের মাধ্যমে আলো তৈরি করে শয়তানের ফাঁদটিকে (ডেভিল'স স্নেয়ার) পরাজিত করে।<ref name="{{HP1}}ch16">{{HP1}}, chapter 16 page 278. </ref> তবে চলচ্চিত্রে দেখানো হয়েছে যে এক্ষেত্রে হারমাইনি লুমোস সালেম স্পেল ব্যবহার করে।
 
দ্বিতীয় উপন্যাস ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস|হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটসে]]'' হারমাইনি কালো জাদুর বিরুদ্ধে প্রতিরোধ বিষয়ের নতুন শিক্ষক [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ল|গিল্ডরয় লকহার্ট]] এর উপর আকৃষ্ট হতে থাকে।<ref name="{{HP2}}ch6">{{HP2}}, chapter 6.</ref> একদিন গ্রিফিন্ডর ও স্লিদারিন কুইডিচ টিমের প্রস্তুতি ম্যাচের সময় [[ড্রেকো ম্যালফয়]] প্রথমবারের মত হারমাইনিকে মাডব্লাড বলে সম্বোধন করে। মাডব্লাড মাগল বংশজাত জাদুকরদের জন্য চরম অপমানজনক একটি গালি। চেম্বার অফ সিক্রেটস সম্বন্ধে ম্যালফয়কে জিজ্ঞাসাবাদ করার জন্য হারমাইনি পলিজুস পোশান তৈরি করে। কিন্তু ভুলক্রমে হারমাইনি নিজের পোশনে [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ব|মিলিসেন্ট বুলস্ট্রোডের]] চুলের পরিবর্তে তার বিড়ালের চুল ব্যবহার করে। ফলে সে কিছু সময়ের জন্য বিড়ালে পরিণত হয়। পরবর্তীতে লাইব্রেরিতে চেম্বার অফ সিক্রেটসের রহস্য সম্বন্ধে খোঁজাখুজি করার সময়, বাসিলিস্ক দানবটি হারমাইনিকে পাথরে পরিণত করে। যদিও তার রেখে যাওয়া তথ্য হ্যারি ও রনকে চেম্বারের রহস্য সম্পর্কে জানতে সাহায্য করে। হ্যারি বাসিলিস্কটিকে হত্যা করার পর হারমাইনি সুস্থ হয়ে ওঠে।<ref name="{{HP2}}ch18">{{HP2}}, chapter 18.</ref>
৩৪ নং লাইন:
 
=== পঞ্চম ও ষষ্ঠ উপন্যাস ===
[[চিত্র:Hermione_poster_detailHermione poster detail.jpg‎‎‎|thumb|right|এমা ওয়াটসন রূপায়িত হারমাইনি গ্রেঞ্জার]]
পঞ্চম উপন্যাস ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স|হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্সে]]'' হারমাইনি রনের সাথে গ্রিফিন্ডর হাউজের প্রিফেক্ট নির্বাচিত হয় এবং [[ডাম্বলডোর'স আর্মি#লুনা লাভগুড|লুনা লাভগুডের]] সাথে বন্ধুত্ব গড়ে তোলে। তবে তাদের বন্ধুত্ব অপ্রত্যাশিত বিরোধের মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে হারমাইনি লুনার সাহায্য নিয়ে রিটা স্কিটারকে [[লর্ড ভলডেমর্ট|ভলডেমর্টের]] ফিরে আসা বিষয়ে হ্যারির সাক্ষাৎকার নেওয়ার জন্য ব্ল্যাকমেল করে। সিরিজের একটি টার্নিং পয়েন্ট হল, যখন হারমাইনি হ্যারিকে ছাত্রছাত্রীদেরকে প্রতিরোধমূলক জাদু শিক্ষা ও অনুশীলনের জন্য একটি গোপন ছাত্রসংগঠন গঠনের প্রস্তাব দেয়। হারমাইনির প্রস্তাবিত এ ছাত্রসংগঠন ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং [[ডাম্বলডোর'স আর্মি]] নামধারণ করে। বইয়ের শেষ দিকে হারমাইনি হ্যারি, রন, নেভিল, জিনি ও লুনার সাথে ডিপার্টমেন্ট অফ মিস্টেরিসের যুদ্ধে অংশগ্রহণ করে এবং ডেথ ইটার অ্যান্টোনিন ডলোহভের হাতে মারাত্মকভাবে আহত হয়।। কিন্তু পরবর্তীতে সে সুস্থ হয়ে ওঠে।<ref name="{{HP5}}ch31-38">{{HP5}}, chapters 31-38.</ref>
 
৪২ নং লাইন:
সপ্তম ও সর্বশেষ উপন্যাস ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস|হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোসে]]'' হারমাইনি হ্যারির ভলডেমর্টের অবশিষ্ট হরক্রাক্সগুলো খুঁজে বের করার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কাজে যাওয়ার আগে সে তার বাবা মায়ের উপর মেমোরি চার্ম প্রয়োগ করে যায় যাতে তারা মনে করে যে, তারা হলেন ওয়েন্ডেল ও মনিকা উইলকিন্স। এরপর সে তাদেরকে [[অস্ট্রেলিয়া]]য় রেখে আসে, যাতে ডেথ ইটাররা তাদেরকে খুঁজে না পায়। সে ডাম্বলডোরের কাছ থেকে ''দ্য টেলস অফ বিডল দ্য বার্ড'' বইয়ের একটি কপি লাভ করে। যার মাধ্যমে সে ডেথলি হ্যালোসের বেশ কিছু সিক্রেট জানতে পারে। গড্রিক'স হলোতে হারমাইনির জাদুমন্ত্র ভলডেমর্ট এবং তার সাপ নাগিনির হাত থেকে তাকে ও হ্যারিকে রক্ষা করে, তবে এ সময় একই জাদুমন্ত্রের আঘাতে হ্যারির জাদুদন্ডটি ভেঙ্গে যায়। যখন স্ন্যাচাররা হারমাইনি, রন ও হ্যারিকে ধরে ফেলে, তখন সে স্টিংগিং চার্ম ব্যবহার করে হ্যারির চেহারা বদলে দেয়, যাতে তারা হ্যারিকে চিনতে না পারে। ম্যালফয় ম্যানরে [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ল|বেল্লাট্রিক্স লেস্ট্র্যাঞ্জ]] গ্রিফিন্ডরের তলোয়ারটি সম্পর্কে হারমাইনির স্বীকারোক্তি আদায়ের জন্য তার উপর ক্রুসিয়াটাস কার্স প্রয়োগের মাধ্যমে নির্যাতন করে। এ সময় [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ড|ডব্বি]] হারমাইনি ও অন্যান্যদের ম্যালফয় ম্যানর থেকে উদ্ধার করে।
 
হ্যারি, রন ও হারমাইনি যখন গ্রিংগটস ব্যাঙ্ক থেকে হাফলপাফের কাপটি উদ্ধার করতে যায়, তখন হারমাইনি পলিজুস পোশনের মাধ্যমে বেল্লাট্রিক্সের রূপধারণ করে। সে রন ও হ্যারির সাথে হগওয়ার্টসের যুদ্ধে অংশগ্রহণ করে। এ সময় সে হাফলপাফের কাপ হরক্রাক্সটি বাসিলিস্কের বিশাক্ত দাঁত দিয়ে ধ্বংস করে। যুদ্ধ চলাকালীন সময়ে হারমাইনি ও রন প্রথমবারের মত নিজেদের ভালবাসা প্রকাশ করে।<ref name="{{HP7}}ch26-36">{{HP7}}, chapter 26-36.</ref> যুদ্ধের শেষ পর্যায়ে হারমাইনি জিনি ও লুনার সাথে বেল্লাট্রিক্সের বিরুদ্ধে লড়াই করে।<ref name="{{HP7}}ch36">{{HP7}}, chapter36.</ref>
 
==== এপিলগ ====
৫৯ নং লাইন:
* [http://www.hp-lexicon.org/wizards/granger.html#Hermione Hermione's entry] at [[Harry Potter Lexicon]]
* [http://www.hp-lexicon.org/wizards/granger.html#Hermione হারমায়োনির প্রবেশ] at Harry Potter Lexicon
{{টেমপ্লেট:হ্যারি পটার}}
<!-- interwiki -->
 
[[বিষয়শ্রেণী:হ্যারি পটারের চরিত্র]]
[[বিষয়শ্রেণী:কাল্পনিক চরিত্র]]
 
<!-- interwiki -->
[[de:Figuren der Harry-Potter-Romane#Hermine Granger]]