ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি ও প্রদেশসমূহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
১ নং লাইন:
[[চিত্র:Fort William, Calcutta, 1735.jpg|right|thumb|250px| কলকাতায় ১৭৩৫ সালে স্থাপিত ফোর্ট উইলিয়াম দুর্গ।]]
'''ভারতীয় প্রদেশ''' , যা পূর্বে ছিল '''ব্রিটিশ ইন্ডিয়া প্রেসিডেন্সি''' , কিছুকাল আগেও, '''প্রেসিডেন্সি শহর''' , যা একত্রে '''ব্রিটিশ ইন্ডিয়া''' হিসেবে অভিহিত, ১৬১২ থেকে ১৯৪৭ এগুলোই ইষ্ট ইন্ডিয়া কোম্পানী অথবা ব্রিটিশ রাজত্বের [[সার্বভৌমত্ব|সার্বভৌম]] প্রশাসনিক ইউনিট ছিল।
 
ব্রিটিশ ইন্ডিয়া- কে তিন সময়কালে ভাগ করা যেতে পারে। সপ্তদশ শতক-এর শুরু থেকে অষ্টাদশ শতকের মধ্যভাগ, এই সময় [[ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি|ইষ্ট ইন্ডিয়া কোম্পানি]] স্থানীয় রাজন্যবর্গের সহায়তায় ব্যবসা পরিচালনা করে। এই সময় হল্যান্ড এবং ফ্রান্সের ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিদ্বন্দ্বী ছিল। পরবর্তী একশত বৎসর যা ভারতে কোম্পানী শাসন হিসেবে অভিহিত, ইষ্ট ইন্ডিয়া কোম্পানী একক ব্যবসায়িক কোম্পানী হিসেবে আভির্ভুত হয়। তবে ধীরে ধীরে ব্রিটিশ রাজ তাদের কার্যকলাপ-এ হস্তক্ষেপ করে, এক পর্যায়ে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী তাদের একক ব্যবসায়িক অধিকার হারায়। সিপাহী বিপ্লবের পর কোম্পানীর ক্ষমতা [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ রাজের]] নিকট হস্তান্তরিত হয়। যা ভারতে ব্রিটিশ রাজত্বের (১৮৫৮-১৯৪৭) সূচনা করে। "ব্রিটিশ ইন্ডিয়া" মূলতঃ "ভারতে ব্রিটিশ জাতি বা the British [[জাতি|nation]] in India"- এর সংক্ষিপ্ত রূপ।<ref>{{Harvnb|Imperial Gazetteer of India vol. IV|1908|p=5}} Quote: "The history of British India falls ... into three periods. From the beginning of the seventeenth to the middle of the eighteenth century the East India Company is a trading corporation, existing on the sufferance of the native powers, and in rivalry with the merchant companies of Holland and France. During the next century the Company acquires and consolidates its dominion, shares its sovereignty in increasing proportions with the Crown, and gradually loses its mercantile privileges and functions. After the Mutiny of 1857, the remaining powers of the Company are transferred to the Crown ..." (p. 5)</ref>
 
== ব্রিটিশ ইন্ডিয়া ==
[[চিত্র:Map_of_British_IndiaMap of British India.png|thumb| ব্রিটিশ ভারত]]
{{Colonial India}}
[[ইস্ট ইন্ডিয়া কোম্পানি|ইউরোপীয় বাণিজ্যিক কোম্পানীর]] পরে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী ১৬১২ সালে প্রথম স্থায়ী কারখানা স্থাপন করে।<ref>{{Harvnb|Imperial Gazetteer of India vol. II|1908|pp=452–472}}</ref> যাইহোক, ১৭০৭ হতে মুঘল সাম্রাজ্য ক্ষয়িষ্ণু হওয়ায়, ১৭৫৭ সালে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী [[পলাশীর যুদ্ধ]] ও ১৭৬৪- এ [[বক্সারের যুদ্ধ|বক্সারের যুদ্ধে]] জয়লাভের ফলে, তারা ক্রমান্বয়ে ক্ষমতার প্রসারণ ঘটায়।<ref>{{Harvnb|Imperial Gazetteer of India vol. II|1908|pp=473–487}}</ref> উনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী মুলতঃ এই উপমহাদেশের প্রধান রাজনৈতিক ও সামরিক শক্তি ছিল। একই সঙ্গে ব্রিটিশ রাজের আস্থাভাজন হিসেবে ছিল।<ref name="igi-ii-pp488-514">{{Harvnb|Imperial Gazetteer of India vol. II|1908|pp=488–514}}</ref>