ওয়েস্টমিনস্টার অ্যাবি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
রাজ্য অভিষেক
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎ইতিহাস: বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
৪৪ নং লাইন:
সনাতনী ধারায় প্রথমবারের মতো জানা যায় যে, অলড্রিচ নামীয় একজন জেলে টেম্‌স নদীর তীরে [[সেন্ট পিটার|সেন্ট পিটারকে]] দেখতে পান। এরফলে পরের বছর থেকে জেলেরা স্যামন মাছ উপহারস্বরূপ পাঠাতে থাকেন। আধুনিককালেও [[ওরশিপফুল কোম্পানি অফ ফিসমঙ্গার্স|ফিসমঙ্গার্স কোম্পানি]] প্রতিবছর এ ধারা অব্যাহত রেখে চলেছেন। প্রমাণিত যে, ৯৬০-এর দশক অথবা ৯৭০-এর দশকে সাধু [[ডানস্টান]] [[ইংল্যান্ডের এডগার|রাজা এডগারকে]] বেনেডিকটাইনের সাধু সম্প্রদায়ের একডজন ব্যক্তিকে এখানে অবস্থানের জন্য সহায়তা করেছেন। বর্তমানে প্রায় আশিজন সাধু অবস্থান করছেন।<ref>Harvey 1993, p. 2</ref>
 
১০৪২ থেকে ১০৫২ সালের মধ্যে ইংরেজদের রাজা [[এডওয়ার্ড দ্য কনফেসর]] পুরনো রোমান চার্চের পার্শ্বে এ অবকাঠামোর নির্মাণকার্য্য শুরু করেন চার্চে নিজের শবদেহ সমাহিত করার জন্যে। ইংল্যান্ডে এটিই প্রথম চার্চ, যা নরম্যান রোমান ধাঁচে তৈরী করা হয়েছে। ১০৯০ সালের মধ্যেও এর নির্মাণ কাজ শেষ হয়নি। কিন্তু ২৮ ডিসেম্বর, ১০৬৫ তারিখে ঈশ্বরের সেবার জন্য উদ্বোধন করা হয়। এর একসপ্তাহ পরই ৫ জানুয়ারি, ১০৬৬ তারিখে কনফেসর মৃত্যুবরণ করেন।<ref>Eric Fernie, in Mortimer ed., ''Edward the Confessor'', pp. 139–143</ref> এরপরদিন তাঁকে চার্চে সমাহিত করা হয়। নয় বছর পর তাঁর স্ত্রী এডিথ মারা গেলে তাঁকেও কনফেসরের সমাধিস্থলের পাশে সমাহিত করা হয়।<ref>Pauline Stafford, 'Edith, Edward's Wife and Queen', in Mortimer ed., ''Edward the Confessor'', p. 137</ref> ১০৬৬ সালে উত্তরাধিকারী হিসেবে [[হ্যারল্ড গডউইনসন|দ্বিতীয় হ্যারল্ডের]] সম্ভবতঃ অ্যাবেতেই রাজ্যাভিষেক ঘটে। কিন্তু প্রামাণিক দলিলে একই বছরে রাজ্য অভিষেকের প্রথম ঘটনা লিপিবদ্ধ করা হয় [[উইলিয়াম দ্য কনকুয়েরর|উইলিয়াম দ্য কনকুয়েরের]]।<ref>{{cite web|author=Imogen Levy and Duck Soup http://ducksoupdev.co.uk |url=http://www.westminster-abbey.org/our-history/royals/coronations |title=Westminster Abbey, Coronations |publisher=Westminster-abbey.org |date=2 June 1953 |accessdate=2012-07-31}}</ref> এরপর থেকেই [[রাজ্য অভিষেক|রাজ্যাভিষেকসহ]] এডওয়ার্ডের সময় থেকে ১৭৬০ সাল পর্যন্ত [[দ্বিতীয় জর্জ|রাজা দ্বিতীয় জর্জের]] শবদেহ দূর্গের অভ্যন্তরভাগে সমাহিত করা হয়।
 
রাজা ছাড়াও বিখ্যাত ইংরেজদের সমাধি রয়েছে এখানে। তন্মধ্যে, [[উইলিয়াম শেক্সপিয়র]], কবি [[জিওফ্রে চসার]], পদার্থবিদ [[আইজ্যাক নিউটন]], প্রকৃতিবিজ্ঞানী [[চার্লস ডারউইন|চার্লস ডারউইনের]] নাম উল্লেখযোগ্য।
 
১২৪৫ সালে [[ইংল্যান্ডের তৃতীয় হেনরি|রাজা তৃতীয় হেনরি]] এর পুণঃনির্মাণ কাজ শুরু করেন।<ref name="History – Westminster Abbey">[http://www.westminster-abbey.org/our-history History – Westminster Abbey], Retrieved 29 April 2011</ref> বর্তমান নির্মাণশৈলীতে বিশেষ করে ঝুলন্ত দেয়াল ও জানালার পাথরের উপরের কারুকাজে প্রাচীন ফরাসী [[গথ জাতি|গথ জাতিদের]] প্রভাব লক্ষ্য করা যায়। এর উচ্চতা প্রায় ৩১ মিটার বা ১০২ ফুট। ১৫০৩ সালে [[টিউডর]] ধাঁচে নির্মিত [[সপ্তম হেনরি|সপ্তম হেনরি’র]] [[ভজনালয়]] এখানে যুক্ত করা হয় যাতে চমকপ্রদ পাখা রয়েছে।