হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
২৫ নং লাইন:
[[চিত্র:Cover-gobletoffire ashwin.jpg‎‎‎|thumb|right|200px|''হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার'']]
=== পূর্ব প্রেক্ষাপট ===
[[হ্যারি পটার]] সিরিজের পূর্ববর্তী চারটি উপন্যাসে, প্রধান চরিত্র হ্যারি পটারকে কেন্দ্র করে কাহিনী গড়ে উঠে। হ্যারির বয়স যখন এক বছর, তখন সেই সময়ের সব্বচেয়ে ভয়ঙ্কর কালো জাদুকর [[লর্ড ভলডেমর্ট]] হ্যারির বাবা মাকে হত্যা করে। ভলডেমর্ট হ্যারিকেও হত্যা করতে চেয়েছিল, কিন্তু কোন এক রহস্যময় কারণে হ্যারি বেঁচে যায় এবং ভলডেমর্টের পতন ঘটে। এরপর থেকে সে তার মাগল খালা ও খালু [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ড|পেতুনিয়া ও ভার্নন ডার্সলির]] সঙ্গে বসবাস করতে থাকে।
 
এগার বছর বয়সে সে জাদুবিশ্বের অস্তিত্ব সম্পর্কে জানতে পারে এবং হগওয়ার্টস স্কুলে ভর্তি হয়। সে [[রন উইজলি]] ও [[হারমায়োনি গ্রেঞ্জার]] এর সাথে বন্ধুত্ব গড়ে তোলে এবং ভলডেমর্টের পুনরায় ক্ষমতায় ফিরে আসার পথে বাঁধা দেয়। পরের বছর কেউ একজন স্কুলে অবস্থিত ''চেম্বার অফ সিক্রেটস'' খুলে দেয় এবং একটি বাসিলিস্ক ছাত্রছাত্রীদের আক্রমণ করতে থাকে। হ্যারি বাসিলিস্কটিকে হত্যা করে এবং ভলডেমর্টের ফিরে আসার আরেকটি পথ বন্ধ করে দেয়। এর পরের বছর হ্যারি জানতে পারে, আজকাবান ভেঙ্গে পালানো বন্দী [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ব|সিরিয়াস ব্ল্যাক]] হ্যারিকে হত্যার টার্গেট করেছে। এই পরিস্থিতিতে স্কুলের নিরাপত্তা জোরদার করা হয়। কিন্তু শেষে জানা যায়, সিরিয়াস ব্ল্যাক আসলে প্রকৃত অপরাধী নয়, বরং সে হ্যারির গডফাদার।
৩৪ নং লাইন:
[[অ্যালবাস ডাম্বলডোর]] স্কুলের সূচনালগ্নে ঘোষণা করেন যে, 'দ্য ট্রাইউইজার্ড টুর্নামেন্ট' সে বছর হগওয়ার্টসে অনুষ্ঠিত হবে। ট্রাইউইজার্ড টুর্নামেন্ট হল হগওয়ার্টস ও অন্য দুইটি স্কুলের মধ্যে অনুষ্ঠিত একটি আন্তঃস্কুল জাদু প্রতিযোগিতা। অন্য স্কুল দুইটি হল- বক্সবেটন অ্যাকাডেমি ও ডার্মস্ট্র্যাংগ ইনস্টিটিউট। প্রত্যেকটি স্কুল থেকে একজন ছাত্র বা ছাত্রী টুর্নামেন্টে প্রতিযোগিতার জন্য একটি গবলেটের মাধ্যমে নির্বাচিত হয়। তাদেরকে চ্যাম্পিয়ন বলা হয়। সে বছরের চ্যাম্পিয়নরা হল- বক্সবেটনের [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ড|ফ্লেউর ডেলাকৌর]], ডার্মস্ট্র্যাংগের [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ক|ভিক্টর ক্রাম]] এবং হগওয়ার্টসের [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ড|সেড্রিক ডিগরি]]। এছাড়া রহস্যময় কারণে গবলেট হ্যারিকেও একজন চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত করে। এ কারণে রনের সাথে হ্যারির বন্ধুত্বে টানাপোড়েনের সৃষ্টি হয়।
 
[[হগওয়ার্টস|কালো জাদুর বিরুদ্ধে প্রতিরোধ]] বিষয়ের নতুন শিক্ষক, অবসরপ্রাপ্ত অরর [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ম|অ্যালাস্টর "ম্যাড-আই" মুডি]]'' তার ক্লাসে শিক্ষার্থীদের আনফরগিভেবল কার্স পড়াতে থাকেন। যা আইনত নিষিদ্ধ। এই আনফরগিভেবল কার্সগুলো হল- ইমপেরিও (ইমপেরিয়াস কার্স), ক্রুসিও (ক্রুসিয়াটাস কার্স) ও আভাদা কেদাভ্রা (কিলিং কার্স)।
 
ট্রাইউইজার্ড টুর্নামেন্টের 'চ্যাম্পিয়নদের' তিনটি টাস্কে অংশ নিতে হয়। এগুলো হল- ড্রাগনের কাছ থেকে ড্রাগনের ডিম উদ্ধার, হ্রদের তলদেশে মারপিপলদের কাছ থেকে হোস্টজ উদ্ধার ও শ্বাপদসংকুল গোলকধাঁধা সমাধান।
৯৭ নং লাইন:
মূল নিবন্ধঃ [[অনুবাদে হ্যারি পটার]]
 
সিরিজের অন্য বইগুলোর মত ''গবলেট অফ ফায়ার'' বইটিও বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। বইটি সর্বপ্রথম ভিয়েতনামি ভাষায় অনূদিত হয়, এরপর একে একে সার্বীয়, ডাচ, জার্মান, রুশ, হিন্দি, বাংলা, আরবি, ফরাসি, ফারসি প্রভৃতি ভাষায় অনূদিত হতে থাকে। ফ্রান্স ও নেদারল্যান্ডে বইটির অনেক বেআইনী অনুবাদও প্রকাশিত হয়।<ref>{{cite web | title=Harry auf Deutsch: Projekt-Übersicht der Harry Potter Übersetzung(en) | url=http://www.harry-auf-deutsch.de/ | accessdate=5 December 2005}}</ref> চেক প্রজাতন্ত্রে, বেশ কয়েকজন তরুণ ছেলেমেয়ে বইটির ইংরেজি সংস্করণ বের হওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যেই এর অর্ধেক অনুবাদ করে ফেলে।<ref name="prague">{{cite web | title=News | url=http://www.radio.cz/en/news/42665 | accessdate=1 June 2009|date=05.07.2003|publisher=Radio Prague}}</ref>
 
=== বাংলা ভাষায় অনুবাদ ===