গণেশ হালুই: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
১৫ নং লাইন:
}}
 
'''গণেশ হালুই''' (জন্ম: [[১৯৩৬]])<ref>[http://www.prothom-alo.com/art_and_literature/article/44933/নিসর্গে নির্জন গণেশ হালুই নিসর্গে নির্জন গণেশ হালুই]</ref> [[ভারতবর্ষের]] সমকালীন শিল্প-আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্ব।
 
== জন্ম ও শৈশব ==
তিনি বার্তমান বাংলাদেশে[[জামালপুর]] জেলায় জন্মগ্রহণ করেন। শৈশব ও কৈশোর কেটেছে [[জামালপুর|জামালপুরে]]। সেজন্য [[জামালপুর|জামালপুরের]] নদী, নিসর্গ, ও মানুষ তাঁর স্মৃতিতে উজ্জ্বল। জন্মভূমি ছেড়েছিলেন চল্লিশের দশকের অন্তিম পর্যায়ে। দেশ ভাগের সময় পাড়ি জমান কলকাতায়।
 
== শিক্ষা জীবন ==
কলকাতার গভ. কলেজ অব্ আর্টস এন্ড ক্রাফটস এর অ্যাপ্লাইড আর্ট বিভাগ থেকে ১৯৫৬ সালে স্নাতক ডিগ্রী লাভ করেন।
 
== শিল্পরীতি ==
এ পর্যন্ত তাঁর ১৯ টি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং বহু দলগত প্রদর্শনীতে অংশ গ্রহন করেছেন।
 
== কর্মজীবন ==
৩০ নং লাইন:
 
== সন্মাননা ==
তিনি ১৯৫৫ থেকে ১৯৭০ পর্যন্ত কলকাতার অ্যাকাডেমি অব্ ফাইন আর্টস কর্তৃক চারুকলায় ছয় বার স্বর্ণ পদক লাভ করেন। গণেশ হালুই ২০১০ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ‘হীরাচাঁদ দুর্গা স্মারক’ সম্মান লাভ করেন। তিনি ২০১১ সালে পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য নাট্য-সঙ্গীত ও দৃশ্যকলা অ্যাকাডেমি প্রদত্ত ‘পশ্চিমবঙ্গ রাজ্য অ্যাকাডেমি’ সম্মান লাভ করেন। ২০১২ সালে ক্যালকাটা পেইন্টার্স কর্তৃক সম্মাননা জ্ঞাপন।
 
== তথ্যসূত্র ==