হোয়াইটওয়াশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে, কোন সমস্যা?
১ নং লাইন:
'''হোয়াইটওয়াশ''' ({{lang-en|Whitewash}}) হচ্ছে কোন [[ক্রীড়া]] অথবা সিরিজের ফলাফলবিশেষ যাতে পরাজয়বরণকারী ব্যক্তি বা দল কোন স্কোর করতে ব্যর্থ হয়। [[পরিভাষা]] হিসেবে হোয়াইটওয়াশ অনানুষ্ঠানিক [[খেলাধূলা পরিভাষা|ক্রীড়া পরিভাষা]]। এছাড়াও, কোন একক ক্রীড়ায় পরাজিত দল কোন পয়েন্ট কিংবা গোল করতে ব্যর্থ হলেও এটি ব্যবহৃত হতে পারে। অথবা, কয়েকটি খেলা নিয়া গঠিত সিরিজে পরাজিত দল কোন খেলায় জয়লাভ করতে সক্ষম না হলেও এর ব্যবহার হয়।
 
খেলাধূলার এ পরিভাষাটি মূলতঃ [[ক্রিকেট]] খেলায় ব্যবহার করা হয়। '''ব্ল্যাকওয়াশ''' [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজে]] এবং '''বাংলাওয়াশ''' পরিভাষা [[বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল|বাংলাদেশে]] প্রচলিত রয়েছে। এছাড়াও [[রাগবি]], [[টেনিস|টেনিসসহ]] বিভিন্ন খেলায় এটি ব্যবহৃত হয়ে থাকে। পূর্বে [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রে]] [[শাটআউট]] শব্দের প্রয়োগ ঘটেছিল যা পরবর্তীকালে ''সুইপ'' অথবা ''ক্লিন সুইপ'' নামে আখ্যায়িত করা হয়। [[ফুটবল]] অথবা [[বেসবল|বেসবলে]] হোয়াইটওয়াশের প্রয়োগ ঘটে না। কেননা, কোন দলের গোল না করার বিষয়টি প্রায়শঃই ঘটে থাকে।