আরব সাগর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
আফতাব বট (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করেছে
৩২ নং লাইন:
[[চিত্র:Arabian Sea - October 2012.jpg|thumb|left|মহাশ্যুন্য থেকে তোলা আরব সাগরের ছবি]]
[[চিত্র:PeriplusAncientMap.jpg|thumb|right|সতের শতকের আরব সাগরের মানচিত্র]]
আরব সাগরের আয়তন ৩৮,৬২,০০০ বর্গ কিলোমিয়ার<ref>[http://www.britannica.com/EBchecked/topic/31653/Arabian-Sea Arabian Sea], Encyclopædia Britannica</ref>। এর সর্বোচ্চ প্রশস্ততা প্রায় ২,৪০০ কিলোমিটার এবং এর সর্বোচ্চ গভীরতা ৪,৬০০ মিটার.<ref>http://ibis.grdl.noaa.gov/cgi-bin/bathy/bathD.pl</ref>। সিন্ধু নদ হল আরব সাগরে পতিত সর্ববৃহৎ নদী।<br />
 
আরব সাগরের দুটি গুরুত্বপূর্ন শাখা রয়েছে, এগুলো হল [[এডেন উপসাগর]] যা দক্ষিনদক্ষিণ-পশ্চিমে বাব-আল-মান্দিবকে [[লোহিত সাগর|লোহিত সাগরের]] সাথে মিলিয়েছে আর একটি হল [[ওমান উপসাগর]] যা উত্তর-পূর্বে [[পারস্য উপসাগর|পারস্য উপসাগরকে]] আরব সাগরের সাথে মিশিয়েছে।<br />
 
[[সোমালিয়া]], [[জিবুতি]], [[ইয়েমেন]], [[ওমান]], [[ইরান]], [[পাকিস্তান]], [[ভারত]] এবং [[মালদ্বিপ|মালদ্বিপের]] সাথে আরব সাগরের সংযোগ রয়েছে। আর কিছু বড় শহর যেমন [[করাচী]], পানিশী, ওরমারা, এডেন, [[মাসকট]], [[মুম্বাই]], কেটি, [[সালালাহ]] ও দুকুম আরব সাগরের তীরে অবস্থিত।
== বানিজ্য পথ ==
[[চিত্র:Map of the Periplus of the Erythraean Sea.jpg|thumb|left|আরব সাগরের বিভিন্ন বানিজ্য পথ]]
শতাব্দির পর শতাব্দি ধরে আরব বণিকেরা বিভিন্ন মহাদেশে ব্যাবসা বানিজ্য করার জন্য এই আরব সাগরকে বানিজ্য পথ হিসেবে ব্যাবহার করেছে। খৃষ্টপূর্ব দ্বিতীয় শহস্রাব্দকে নৌযাত্রার শহশ্রাব্দ বলা হয় আরব সাগরের ক্রমবর্ধমান নৌযাত্রার সূচনা হওয়ার ফলেই।<br />
 
অতি প্রাচীন সয়তাগুলো এই আরব সাগরের তীর ঘেঁষে অনেক ছোট ছোট বন্দর তৈরী করেছিলো বিভিন্ন পন্যদ্রব্য ও মালামাল পরিবহনের জন্য। এদের মধ্যে [[মিশরীয় সভ্যতা]], [[আলেক্সান্দ্রিয়া সভ্যতা]] অন্যতম। এইসব প্রাচীন সভ্যতা থেকে সূচনা হয়ে আজ পর্যন্ত আরব সাগর সমগ্র পৃথিবীর জন্য একটি গুরুত্বপূর্ন বানিজ্য রুট হিসেবে আজও অতি গুরুত্বপূর্ন।