সাঈদ আহমদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
আফতাব বট (আলোচনা | অবদান)
বট ওয়েব লিঙ্ক ঠিক করেছে
১ নং লাইন:
'''সাঈদ আহমদ''' ([[জানুয়ারি ১]], [[১৯৩১]] - [[জানুয়ারি ২১]], [[২০১০]]) [[বাংলাদেশ|বাংলাদেশী]] নাট্যব্যক্তিত্ব, যাকে বাংলা নাটকে আধুনিক নাট্যধারার প্রবর্তক বলে বিবেচনা করা হয়।<ref name="palo36714">http://wwwarchive.prothom-alo.com/detail/date/2010-01-22/news/36714</ref><ref name="gunijan189">http://www.gunijan.org.bd/GjProfDetails_action.php?GjProfId=189</ref> নানামুখী প্রতিভার অধিকারী হলেও সাঈদ আহমদ মূলত নাট্যকার হিসেবেই খ্যাতিমান ছিলেন। ষাটের দশকে ইংরেজি ভাষায় ''দি থিং'' শীর্ষক নাটক রচনার মাধ্যমে তিনি বাংলা নাটকে ইউরোপীয় প্রতীকীবাদী অসম্ভবের ([[ইংরজী ভাষা|ইংরেজি]]:Absurd) নাট্যধারা প্রবর্তন করেন।<ref>[http://www.gunijan.org.bd/GjProfDetails_action.php?GjProfId=189 সাঈদ আহমদ]</ref> প্রকৃতির শক্তির বিরুদ্ধে মানুষ কীভাবে লড়াই করে টিকে থাকে তাঁর লেখায় তা তীব্রভাবে উঠে এসেছে৷ ''কালবেলা'' (১৯৬২), ''মাইলপোস্ট'' (১৯৬৫), ''এক দিন প্রতিদিন'' (১৯৭৪), ''শেষ নবাব'' (১৯৮৮) ইত্যাদি তাঁর প্রসিদ্ধ নাটক। তাঁর কয়েকটি নাটক [[ইংরেজি]], [[ফরাসি]], [[জার্মান]] ও [[ইতালিয়]] ভাষাতেও অনূদিত হয়েছে৷<ref name="নাট্যকার সাঈদ আহমদ আর নেই">[http://www.dw-world.de/popups/popup_printcontent/0,,5156315,00.html নাট্যকার সাঈদ আহমদ আর নেই]</ref> জীবিকাসূত্রে তিনি [[বাংলাদেশ সিভিল সার্ভিস|বাংলাদেশ সিভিল সার্ভিসের]] একজন সদস্য ছিলেন।
 
== প্রাথমিক জীবন ==
২৬ নং লাইন:
* ''ফাইভ পেইন্টার অব বাংলাদেশ''
* ''কনটেম্পরারি আর্ট''
* ''কনটেম্পরারি গ্রাফিক আর্টস অব বাংলাদেশ''
 
=== জীবনী ===
৪০ নং লাইন:
 
== শেষ জীবন ==
১৯৮৭ খ্রিস্টাব্দে সরকারী চাকুরী থেকে অবসর গ্রহণের পর তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন। টেলিভিশনে তিনি নাটক বিষয়ে ধারাবাহিক অনুষ্ঠান উপস্থাপনা করে বিশেষ খ্যাতি লাভ করেন। শেষ জীবন ঢাকার লালমাটিয়ায় নিজস্ব বাসভবনে অতিবাহিত করেছেন। ২০১০ খ্রিস্টাব্দের ২১ জানুয়ারী বৃহস্পতিবার ৮০ বৎসর বয়সে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর জীবনাবসান হয়। বেশ কিছু দিন ধরে তিনি বিবিধ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁকে আজিমপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়৷ তাঁর মৃত্যুতে অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রী [[শেখ হাসিনা]] শোক প্রকাশ করেন।<ref>[http://www.dw-world.de/popups/popup_printcontent/0,,5156315,00.html name="নাট্যকার সাঈদ আহমদ আর নেই]<"/ref>
 
== আরো দেখুন ==
* [http://www.gunijan.org.bd/GjProfDetails_action.php?GjProfId=189 সাঈদ আহমদের বিস্তারিত জীবনী]
 
{{অসম্পূর্ণ}}