বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৪০ নং লাইন:
: যেগুলোতে কপিরাইট নিয়ে সন্দেহ সেগুলো বিষয়শ্রেণী:কপিরাইট সমস্যার জন্য নিবন্ধ ট্যাগ পাতায় দিবেন। হলদে চোখ ছাতারে, হলুদ ময়ূরী (প্রজাপতি) এ দুটো নিবন্ধ বাদ দিয়েছেন কেন? দয়া করে, ফিরিয়ে আনুন কারণ আমি বলেছি কপিরাইট নিয়ে সন্দেহ সেগুলো আস্তে আস্তে ঠিক করা হবে এবং এ জন্য সময় দেয়ারও নীতি রয়েছে। কিছু দিন সময় হয়ত লাগবে কিন্তু সেটা খুব বেশি নয়। ধন্যবাদ। ([[User:Mohd. Toukir Hamid|Mohd. Toukir Hamid]] ([[User talk:Mohd. Toukir Hamid|আলাপ]]) ০৮:১৯, ১০ জানুয়ারি ২০১৪ (ইউটিসি))
::সবগুলোই ঐ বিষয়শ্রেণীতেই যাবে সমস্যা নেই। যে দুটো অপসারণ করেছি সেগুলোতে দ্রুত অপসারণ ট্যাগ ৮ তারিখে লাগিয়েছিলাম সুতরাং আমার মনে হয় যথেষ্ঠ নীতিমালা মেনেই অপসারণ করেছি। [[উইকিপিডিয়া:কপিরাইট সমস্যা]] তালিকায় এমনিতেই অসংখ্য নিবন্ধ আরো কতগুলো যুক্ত হবে তা আপনিই ভালো জানেন সুতরাং আমি মনে করিনা এ দুটো এখন ফিরিয়ে আনার কোন প্রয়োজন রয়েছে। আগে তালিকার নিবন্ধগুলো সংশোধন করুন। -- '''<span style="text-shadow:7px 7px 8px Black;">[[User:NahidSultan|<font face="Papyrus">যুদ্ধমন্ত্রী</font>]] <sup>[[User talk:NahidSultan#top|<font face="Papyrus">আলাপ</font>]]</sup></span>''' ০৮:৩৩, ১০ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)
:::কপিরাইট সমস্যা নিয়ে যে সমস্যা সেগুলো ঠিক করতে খুব বড় জোড় ৩-৪ দিন লাগতে পারে। আপনি ৮ তারিখে লাগিয়েছেন আর আজকে হচ্ছে ১০ তারিখ। পুরোপুরি দুদিনও হয়নি। তাই আমি আবারো বলছি ফিরিয়ে আনার জন্য। কারণ ঠিক করতে খুব সময় লাগবেনা। ([[User:Mohd. Toukir Hamid|Mohd. Toukir Hamid]] ([[User talk:Mohd. Toukir Hamid|আলাপ]]) ০৮:৩৭, ১০ জানুয়ারি ২০১৪ (ইউটিসি))