বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১১০ নং লাইন:
:নাহিদ, আমার মনে হয় নিবন্ধটি আপনার পড়া দরকার ছিল, আপনি না পরেই ডিলিট করেছেন। নিবন্ধের আলাপ পাতাতে বার্তা রেখেছিলেন সেটা আমি দেখেছি। আগের লেখাটাই আনতে চাইলেতো (পূর্বাবস্থায় আনো) ক্লিক করে আনতে পারতাম। পরবর্তীতে লেখাটার তথ্যসূত্র দেয়া ছিল। ভিন্ন ভিন্ন তথ্য থেকে নিয়ে যা নতুন করে লিখেছিলাম। সম্ভবত প্রত্যেকটি তথ্যসূত্রের লেখা কাছাকাছি থাকতে পারে। আপনি ভাল করে দেখুন যে এডিট করা হয়েছিল সেগুলোতে কোন সমস্যা নেই। আর বাকি যে নিবন্ধগুলো রয়েছে হলদে চোখ ছাতারে, হলুদ ময়ূরী (প্রজাপতি) সেগুলো প্রথম দিককার এডিট ছিল যা এখন আমি আস্তে আস্তে ঠিক করছি। আমি এখন নিবন্ধ তৈরির বদলে ঠিক করতেই সময় বেশি দিচ্ছি। যে গুলোতে সমস্যা রয়েছে সেগুলো আমার আলাপ পাতায় দিলেই চলবে। পরবর্তীতে আস্তে আস্তে ঠিক করা হবে। ([[User:Mohd. Toukir Hamid|Mohd. Toukir Hamid]] ([[User talk:Mohd. Toukir Hamid|আলাপ]]) ১৪:৩৮, ৮ জানুয়ারি ২০১৪ (ইউটিসি))
::আমি আবারো জোড় দিয়ে বলছি আমি পড়েই তারপর কন্টেন্ট বাতিল করেছি। আপনি চ্যালেঞ্জ করলে আমি সংস্করণটি ফিরিয়ে আনতে পারি। আমি যে দুটুতে ট্যাগ লাগিয়েছি সেগুলো ভেরি রিসেন্ট তৈরি করা প্রথম দিককার না ([[আলাপ:পাওয়ারউল্‌ফ|পাওয়ারউল্‌ফ]] নিয়ে আপনার-আমার আলোচনার পরের)। আপনার পাখি ও কীটপত্ঙ্গ নিয়ে তৈরি করা নিবন্ধ গুলোর প্রায় সবকটিই প্রথম আলোর সাথে প্রায় হুবহু মিলে যায়, তাহলে আমি আর ট্যাগ লাগালাম না। আশা করি খুব শীঘ্রই সংশোধন করবেন। ভালো থাকবেন। -- '''<span style="text-shadow:7px 7px 8px Black;">[[User:NahidSultan|<font face="Papyrus">যুদ্ধমন্ত্রী</font>]] <sup>[[User talk:NahidSultan#top|<font face="Papyrus">আলাপ</font>]]</sup></span>''' ১৪:৪৭, ৮ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)
:::দেখুন ট্যাগ লাগানোতে কোন সমস্যা নেই। পাখি ও কীটপত্ঙ্গ নিয়ে তৈরি করা নিবন্ধ গুলোর প্রথম আলোর সাথে প্রায় কাছাকাছি মিলে যেতে পারে হুবহু নয়। হুবহু দিলেতো আমি তথ্যসুত্রই দিতাম না ধরা পরার ভয়ে। পাখি বা কীটপতঙ্গ নিয়ে বাংলায় তেমন কোন নিবন্ধ নেই যা থেকে একটি পাখি বা পতঙ্গ সম্পর্কে বিস্তারিত জানা যায়। প্রথম আলোতে এগুলো নিয়ে বিস্তারিত লেখা হত বিধায় প্রথম আলো থেকে তথ্যসূত্র দিতাম। একটি মাত্র সূত্রের জন্য লেখাগুলোর সমস্যা হয়েছে। এখন যেগুলোর তথ্যসূত্র কম সেগুলো নিয়ে আমি কাজ করছি। আর [[জাগ্রত চৌরঙ্গী]] নিবন্ধের শহিদদের মারা যাওয়ার সংখ্যাটি সম্ভবত আপনার কাছে কপি পেস্ট মনে হতে পারে। সেটি বাদ দিয়ে দেখুন নিবন্ধটি আপনি আগেরবার যে বাদ দিয়েছিলেন তার সাথে মিল নেই। এবার এটা নিজস্ব লেখা কপি পেস্ট নয়।([[User:Mohd. Toukir Hamid|Mohd. Toukir Hamid]] ([[User talk:Mohd. Toukir Hamid|আলাপ]]) ১৪:৫৯, ৮ জানুয়ারি ২০১৪ (ইউটিসি))
 
==[[:হলদে চোখ ছাতারে]] নিবন্ধের [[উইকিপিডিয়া:দ্রুত অপসারণের জন্য বিচারধারা|দ্রুত অপসারণ]] প্রস্তাবনা==