হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
৩০ নং লাইন:
এদিকে হ্যারি অনুভব করে যে, [[ডাম্বলডোর'স আর্মি#জিনি উইজলি|জিনি উইজলির]] প্রতি তার আকর্ষন রয়েছে। কিন্তু সে এ ব্যাপারে অগ্রসর না হওয়ার সিদ্বান্ত নেয় কারণ এর ফলে তার ও রনের বন্ধুত্ব নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। এদিকে রন [[ডাম্বলডোর'স আর্মি|ল্যাভেন্ডার ব্রাউন|ল্যাভেন্ডার ব্রাউনের]] সাথে ডেটিং শুরু করে, যার ফলে হারমায়োনির সাথে তার সম্পর্ক শীতল হয়। হারমায়োনি অবশ্য গোপনে রনের প্রতি আকৃষ্ট ছিল। তাদের সম্পর্ক আবার স্বাভাবিক হয় যখন রন বিষাক্ত মিড পান করে প্রায় মারা যাচ্ছিল। এই বিষাক্ত মিডটি আসলে [[অ্যালবাস ডাম্বলডোর]] এর কাছে পাঠানো হয়েছিল। হ্যারি সন্দেহ করে যে [[ড্রেকো ম্যালফয়]] এর জন্য দায়ী। যদিও কেউ তার কথা বিশ্বাস করে না।
 
পুরো বছর জুড়ে, প্রাইভেট লেসনে ডাম্বলডোর তার পেনসিভের মাধ্যমে হ্যারিকে ভলডেমর্টের অতীতের বিভিন্ন মেমোরি বা স্মৃতি দেখাতে থাকেন। স্লাগহর্নের কাছ থেকে পাওয়া একটি মেমোরির মাধ্যমে ডাম্বলডোরের সন্দেহ সঠিক বলে প্রমাণিত হয় যে, ভলডেমর্ট অমরত্ব লাভের জন্য তার আত্মাকে সাতটি অংশে বিভক্ত করে রেখেছে। আত্মার এই খন্ডিত অংশকে হরক্রাক্স বলে। ভলডেমর্টকে হত্যা করতে হলে সর্বপ্রথম এই হরক্রাক্সগুলোকে ধ্বংস করতে হবে। এদের মধ্যে দুইটি হরক্রাক্স ইতোমধ্যেই ধ্বংস হয়েছে, এগুলো হল- টম রিডলের ডায়েরি ও মারভোলো গন্টের আংটি। ডায়েরিটি হ্যারি এবং আংটিটি ডাম্বলডোর ধ্বংস করেছিল। অবশিষ্ট হরক্রাক্সগুলো হল- ভলডেমর্টের সাপ [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ন|নাগিনি]] এবং হগওয়ার্টসের প্রতিষ্ঠাতাদের সম্পদঃ [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#স|সালাজার স্লিদারিন]] এর লকেট, [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#হ|হেলগা হাফলপাফ]] এর কাপ এবং [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#গ|গড্রিক গ্রিফিন্ডর]] বা [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#র|রোয়েনা র‌্যাভেনক্লর]] একটি বস্তু।
 
এদিকে ডিটেনশনের জন্য হ্যারি অনুপস্থিত থাকা সত্ত্বেও [[হগওয়ার্টস#গ্রিফিন্ডর|গ্রিফিন্ডর]] হাউজ কুইডিচ চ্যাম্পিয়ন হয় এবং এর ধারাবাহিকতায় হ্যারি ও জিনির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।
৩৮ নং লাইন:
হ্যারি ডাম্বলডোরের মৃতদেহ থেকে লকেটটি নিজের কাছে নেয়ার সময় বুঝতে পারে যে, এটি আসলে প্রকৃত স্লিদারিনের লকেটটি নয়; বরং একটি নকল লকেট। R. A. B. নামের একজন ব্যক্তি (পরে জানা যায় সে ছিল- [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ব|রেগুলাস ব্ল্যাক]]) আসল লকেট তথা হরক্রাক্সটি চুরি করে এবং সেখানে একটি নকল লকেট রেখে যায়। ডাম্বলডোরের শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে বছরটি শেষ হয়। তাকে স্কুলের পাশে কবর দেয়া হয়। এ সময়, হ্যারি জিনির সাথে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেয়, কারণ, জিনি হ্যারির সাথে যুক্ত থাকলে, ভলডেমর্ট জিনিকে টার্গেট করবে। এরপর, হ্যারি, রন ও হারমায়োনি পরবর্তী বছরে স্কুলে ফিরে না এসে অবশিষ্ট হরক্রাক্সগুলো খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়।
 
== অধ্যায়সমূহ ==
''হাফ-ব্লাড প্রিন্স'' বইটিতে মোট ৩০ টি অধ্যায় রয়েছে। এগুলো হলঃ