হের্মান এমিল ফিশার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
৩৯ নং লাইন:
 
== ব্যক্তিগত জীবন ==
১৮ বছর বয়সে, বন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পূর্বে ফিসার পাকাশয় প্রদাহে ভুগছিলেন। এর ফলে এর্লাঙ্গেন বিশ্ববিদ্যালয়ের রসায়নের চেয়ারম্যান পদে আর বহাল থাকতে পারেননি। এছাড়া এই কারণে জুরিখের ফেডারেল টেকন্নিক্যাল বিশ্ববিদ্যালয়ে আরেক জার্মান রসায়নবিদ, ভিক্টোর মেয়ারের পদে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হলে তাকে তা প্রত্যাখ্যান করতে হয়। এই প্রদাহের কারণে ১৮৮৮ সালে উর্জবার্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পূর্বে তিনি এক বছরের ছুটি নেন। জীবনব্যাপী ফিসার ছিলেন অসাধারণ মেধাশক্তির অধিকারী। এজন্য তিনি যেসব বক্তৃতা লিখেছিলেন, সবগূলোর পাণ্ডুলিপি তাঁর মুখস্ত ছিল; যদিও তিনি ভাল বক্তৃতা দিতে পারতেন না।
উর্জবার্গ বিশ্ববিদ্যালয়ে থাকাকালে ফিসার পাহাড়ের পাদদেশে এবং জার্মানির ব্ল্যাক ফরেস্টে ঘুরে বেড়াতে খুব ভালবাসতেন। তিনি রসায়ন ও বিজ্ঞানের যেসব শাখায় গবেষণা করেছিলেন, তার বৈজ্ঞানিক ভিত্তি প্রতিষ্ঠার ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত ধৈর্যশীল। বৈজ্ঞানিক সমস্যার প্রতি ফিসারে গভীর অনুরাগ, সত্যের প্রতি আকর্ষণ, অন্তর্জ্ঞান এবং বৈজ্ঞানিক প্রস্তাবস্মূহের নিরীক্ষামূলক প্রমাণের প্রতি তার নির্বন্ধতা তাকে সর্বকালের সেরা বিজ্ঞানিদের অন্যতম হিসেবে প্রতিষ্ঠা করে।
 
৪৬ নং লাইন:
== সম্মাননা ও পুরস্কার ==
[[চিত্র:Emil-Fischer-Denkmal, Robert-Koch-Platz.jpg|thumb|right|[[বার্লিন|বার্লিনে]] হারম্যান এমিল ফিসারের স্মৃতিসৌধ]]
ফিসার তার অবদানের জন্যে ইংল্যান্ডের ক্রিস্টিয়ানা বিশ্ববিদ্যালয়, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, ব্রাসেলস বিশ্ববিদ্যালয় হতে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী লাভ করেন। তাকে প্রুসিয়ান অর্ডার অফ মেরিট প্রদান করা হয়। ১৯০২ সালে ফিসার সুগার রসায়ন ও পিউরিন সংশ্লেষণে অবদানের জন্য [[রসায়নে নোবেল পুরস্কার]] অর্জন করেন।
বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া এবং ধারণা ফিসারের নামে নামকরণ করা হয়েছেঃ
* ফিসার ইন্ডোল সংশ্লেষণ
৬২ নং লাইন:
 
== বহিঃসংযোগ ==
* [http://nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/1902/fischer-lecture.html Nobel Lecture] ''সুগার গ্রুপ এবং পিউরিনের সংশ্লেষণ'' Nobelprize.org থেকে
* [http://nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/1902/fischer-bio.html Biography] Nobelprize.org থেকে হারম্যান এমিল ফিসারের জীবনী
* [http://books.google.com/books?id=5OcIAAAAIAAJ&pg=PA238&dq=Hermann+Emil+Fischer#PPA217,M1 Eminent Chemists of Our Time] By Benjamin Harrow pages 216-239, published 1920 by Von Nostrand Company at books.google.com.