হগওয়ার্টস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
File Renamed
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
৭৩ নং লাইন:
র‌্যাভেনক্ল কমনরুম স্কুলের পশ্চিম দিকে র‌্যাভেনক্ল টাওয়ারে অবস্থিত। যার প্রবেশপথ একটি ঈগল আকৃতির নকার বিশিষ্ট দরজার পিছনে। অন্যান্য হাউজের কমনরুমে প্রবেশের ক্ষেত্রে পাসওয়ার্ড প্রয়োজন হলেও এই হাউজের কমনরুমে প্রবেশ করতে হলে, একটি বাস্তবসম্মত ধাঁধার সমাধান করতে হয়।
 
সিরিজে র‌্যাভেনক্ল হাউজের গুরুত্বপূর্ণ সদস্যরা হলঃ
* [[ডাম্বলডোর'স আর্মি#লুনা লাভগুড|লুনা লাভগুড]]
* [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#ফ|ফিলিয়াস ফ্লিটউইক]]
১০০ নং লাইন:
 
=== ডিফেন্স অ্যাগেইনস্ট দ্য ডার্ক আর্টস ===
'''ডিফেন্স অ্যাগেইনস্ট দ্য ডার্ক আর্টস''' ('''Defence Against the Dark Arts''') বা কালো জাদুর বিরুদ্ধে প্রতিরোধ (সংক্ষেপে ডি.এ.ডি.এ./DADA)<ref>{{HPref|book=6|chapter=12}}</ref> হচ্ছে ছাত্রছাত্রীদের কালো জাদু এবং বিপজ্জনক প্রাণীদের বিরুদ্ধে আত্মরক্ষার কৌশল শিখানোর বিদ্যা।
এই বিষয়টিতে কোন শিক্ষকই এক বছরের বেশি টিকতে পারেন না। কারণ, [[লর্ড ভলডেমর্ট|ভলডেমর্ট]] এই বিষয়ে শিক্ষকতার অনুমতি না পেয়ে পদটিকে অভিশপ্ত করে দিয়েছিল।<ref> [http://www.accio-quote.org/articles/2007/0726-today-vieira1.html 2007: Accio Quote!, the Largest Archive of J.K. Rowling quotes on the web], quick-quote.quill.org</ref> প্রথম বইয়ে [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র|কুইরিনাস কুইরেল]], দ্বিতীয় বইয়ে [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র|গিল্ডরয় লকহার্ট]], তৃতীয় বইয়ে [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র|রেমাস লুপিন]], চতুর্থ বইয়ে [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র|ম্যাড-আই মুডি]], পঞ্চম বইয়ে [[জাদু মন্ত্রক|ডলোরেস আমব্রিজ]], ষষ্ঠ বইয়ে [[সেভেরাস স্নেইপ]] এবং সপ্তম বইয়ে [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র|অ্যামিকাস ক্যারো]] এই বিষয়ের শিক্ষক হিসেবে নিযুক্ত হন। রাউলিং বলেছেন যে, ভলডেমর্টের মৃত্যুর পর এই বিষয়টির উপরে থাকা অভিশাপটি আর থাকে না। ফলে, পরবর্তীতে, অন্য বিষয়ের মত এই বিষয়েও একজন স্থায়ী শিক্ষক নিয়োগ করা সম্ভব হয়।<ref>{{cite news |first=Jen |last=Brown |authorlink= |coauthors= |title=Stop your sobbing! More Potter to come |url=http://www.msnbc.msn.com/id/19935372/ |work=TODAYshow.com |publisher=NBC |date=July 24, 2007 |accessdate=2007-07-24 }}</ref>
১৫৬ নং লাইন:
O.W.L. পরীক্ষা আসলে ও-লেভেল আর N.E.W.T. পরীক্ষা এ-লেভেল পরীক্ষার প্রতিরূপ। N.E.W.T. পর্যায়ে কোন বিষয় অধ্যয়ন করতে চাইলে O.W.L. পরীক্ষায় সেই বিষয়ে কমপক্ষে E গ্রেড লাভ করতে হয়। যদি কোন শিক্ষার্থী কোন বিষয়ে ফেল করে বা নির্দিষ্ট গ্রেড পেতে ব্যর্থ হয়, তারা ষষ্ঠ ও সপ্তম বর্ষে উক্ত বিষয় অধ্যয়ন করতে পারে না।
 
পঞ্চম বর্ষের শেষদিকে শিক্ষার্থীরা, তাদের হাউজ প্রধানদের সাথে ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে আলোচনা করার সুযোগ পায়। N.E.W.T. পর্যায়ের ক্লাসগুলো অত্যন্ত উচ্চতর মানের বলে ধারণা করা হয়। কারণ এই সময়ে শিক্ষার্থীরা এক বা একাধিক গৌণ বিষয় অধ্যয়ন করা ছেড়ে দেয়। ষষ্ঠ ও সপ্তম বর্ষের শিক্ষার্থীরা অনেক ফ্রি পিরিয়ড পেয়ে থাকে। তবে এই অবসর সময়গুলো তাদের হোমওয়ার্ক বা পড়াশোনা করেই কাটাতে হয়। সপ্তম বর্ষের শেষে শিক্ষার্থীরা N.E.W.T. পরীক্ষায় অংশগ্রহণ করে, যা তাদের গত দুই বছরের লেখাপড়ার মূল্যায়ণ করে। ভবিষ্যতে ভাল কোন পেশায় যোগ দিতে হলে, এই পরীক্ষায় ভাল ফলাফল করা জরুরি।
 
== হগওয়ার্টসের গোপনীয় স্থানসমূহ ==
২০২ নং লাইন:
* ইউনিকর্ন (Unicorns) (অতি পবিত্র এবং নিরীহ প্রাণী, শিংযুক্ত ঘোড়ার ন্যায়। এদের হত্যা করা ভয়াবহ রকমের অপরাধ হিসেবে বিবেচিত হয়)
* থেস্ট্রাল (Thestrals) (ড্রাগন সদৃশ ঘোড়া। এরা উড়তে সক্ষম)
* ট্রল (Trolls)
* বাউট্রাকল (Bowtruckles)
* ফ্লাফি (Fluffy/Cerbarus) (সার্বারাস/তিন মাথাযুক্ত কুকুর)<ref> [http://www.quick-quote-quill.org/articles/2001/0301-bluepeter.htm 2001: Accio Quote!, the largest archive of J.K. Rowling interviews on the web<!-- Bot generated title -->], quick-quote.quill.org</ref>