সুলতানা জামান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Filling in 2 references using Reflinks
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
১৯ নং লাইন:
| children =
| residence =
| citizenship = [[বাংলাদেশ]] [[Imageচিত্র:Flag of Bangladesh.svg|20px]]
| nationality = বাংলাদেশী
| ethnicity = [[বাঙালি জাতি|বাঙালি]]
৩১ নং লাইন:
'''সুলতানা জামান''' (আসলনাম:সৈয়দা হোসনে আরা শরিফা বেগম মিনা <ref name="বাংলা নিউজ ২৪">{{cite web|url=http://www.banglanews24.com/detailsnews.php?nssl=37e46d8c70189663e79f9cb0780938f1&nttl=21052012113048 |title=নববর্ষের রাতে ঢাবিতে প্রবেশে কড়াকড়ি |publisher=Banglanews24.com |date= |accessdate=২০১৩-১২-৩১}}</ref>, জন্ম: [[আগস্ট ১০|১০ আগস্ট]], [[১৯৪৫]]; মৃত্যু: [[মে ২০|২০ মে]], [[২০১২]]) বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্রাভিনেত্রী। তিনি ১৯৫৯ সালে রাজিয়া নামে ‘মাটির পাহাড়’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন।<ref name="বাংলা নিউজ ২৪"/> পরবর্তী সময়ে ‘চান্দা’ ও ‘জোয়ার এলো’ ছবিতে মিনা জামান নামে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। [[খান আতাউর রহমান]] পরিচালিত ‘অনেক দিনের চেনা’ ছবিতে নাম বদলে তিনি হন সুলতানা জামান।<ref name="প্রথম আলো">{{cite web|url=http://archive.prothom-alo.com/detail/date/2012-05-20/news/259323 |title=চলে গেলেন সুলতানা জামান - প্রথম আলো |publisher=[[দৈনিক প্রথম আলো]] |date= |accessdate=২০১৩-১২-৩১}}</ref>
 
== অভিনয় জীবন ==
‘মাটির পাহাড়’ ছবিতে সুলতানা জামানের সঙ্গে অভিনয় করেছিলেন কাফি খান, রওশন আরা, কাজী খালেক। এই ছবিতে অভিনয়ের জন্য সুলতানা জামান চিত্রাকাশ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এরপর [[১৯৬২]] সালে [[কলিম শরাফী]] ও [[জহির রায়হান|জহির রায়হানের]] যৌথ পরিচালনায় ‘সোনার কাজল’, এহতেশাম পরিচালিত ‘চান্দা’, আব্দুল জব্বার খান পরিচালিত ‘জোয়ার এলো’ মুক্তি পায়। ‘চান্দা’ ও ‘জোয়ার এলো’ ছবির বাণিজ্যিক সাফল্য সুলতানা জামানকে রোমান্টিক অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে।
[[১৯৬৪]] সালে খান আতাউর রহমান নির্মাণ করেন ‘অনেক দিনের চেনা’। [[১৯৬৫]] সালে ফতেহ লোহানী পরিচালিত ‘সাতরং’, আলী মনসুর পরিচালিত ‘জানাজানি’ এবং মোস্তাফিজ পরিচালিত ‘মালা’ মুক্তি পায়। ছবিটি পূর্ব ও পশ্চিম পাকিস্তানে সুপার-ডুপার হিট ও ব্যবসা সফল হয়। ‘মালা’ ছবিটির বাণিজ্যিক সাফল্যের কারণে সুলতানা জামান সম্মাননা পেয়েছিলেন। তিনি [[১৯৬৯]] সালে ‘মনের মত বউ’ ও ‘ভানুমতি’ ছবিতে অভিনয় করেন। [[১৯৭০]] সালে ‘মিশর কুমারী’ ও ‘আঁকাঁবাঁকা’ ছবিতে অভিনয় করেন তিনি। ‘ভানুমতি’ ও ‘ছদ্মবেশী’ নামে দুটি ছবির প্রযোজনাও করেন সুলতানা জামান। <ref name="বাংলা নিউজ ২৪"/>
স্বাধীনতার পর সুলতানা জামান অভিনীত ছবির মধ্যে রয়েছে ‘নয়নমণি’, ‘নিশান’, ‘জাদুর বাঁশি’, ‘অনুভব’, ‘তৃষ্ণা’, ‘অগ্নিশিখা’।<ref name="প্রথম আলো"/>
 
== পারিবারিক জীবন ==
[[১৯৪০]] সালের [[আগস্ট ১০|১০ আগস্ট]] [[ফরিদপুর জেলা| ফরিদপুর জেলায়]] জন্মগ্রহণ করেন সুলতানা জামান।<ref name="প্রথম আলো"/> তাঁর পারিবারিক নাম সৈয়দা হোসনে আরা শরিফা বেগম। এ দেশের চলচ্চিত্র অঙ্গনে তিনি সুলতানা জামান নামেই পরিচিত হয়ে ওঠেন। তাঁর শৈশব কেটেছিল নাটোরে। চিত্রগ্রাহক ও পরিচালক কিউ এম জামানের সঙ্গে ১৯৫৬ সালের ১৫ মার্চ তাঁর বিয়ে হয়। উল্লেখ্য, ‘মুখ ও মুখোশ’ ছবির ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কিউ এম জামান।<ref name="প্রথম আলো"/>
 
== চলচ্চিত্রসমূহ ==
সুলতানা জামান অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘'চান্দা’', ‘'নতুন দিগন্ত'', ''অনেক দিনের চেনা'', ''জোয়ার এলো'', ''জানাজানি'', ''সাত রং'', ''সোনার কাজল'', ''মালা'', ‘উজালা জংলীফুল’, ‘বেয়াকুফ’, ‘আবার বনবাসে রূপবান’ ও ‘মিশর কুমারী’।<ref name="প্রথম আলো"/>
 
== সম্মাননা ==
[[২০১০]] সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য সুলতানা জামানকে আজীবন সম্মাননা দেওয়া হয়।<ref name="বাংলা নিউজ ২৪"/>
== মৃত্যু ==
বার্ধক্যজনিত সমস্যায় [[মে ২০|২০ মে]] [[২০১২]] ৭৬ বছর বয়সে [[ঢাকা|ঢাকার]] ক্যান্টনমেন্ট এলাকার বাসভবনে ইন্তেকাল করেন তিনি।<ref name="বাংলা নিউজ ২৪"/>
 
== তথ্যসূত্র ==
{{Reflist}}