সুমিতা দেবী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
EmausBot (আলোচনা | অবদান)
বট: 1 টি আন্তঃউইকি সংযোগ স্থানান্তর করেছে, যা এখন উইকিউপাত্তের - d:Q7637152 এ রয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
১৫ নং লাইন:
'''সুমিতা দেবী''' (জন্মঃ [[২ ফেব্রুয়ারি]], [[১৯৩৬]] - মৃত্যুঃ [[৬ জানুয়ারি]], [[২০০৪]]) বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। বর্তমান বাংলাদেশের (তৎকালীন ব্রিটিশ ভারতের) মানিকগঞ্জ জেলায় তার জন্ম। প্রকৃত নাম হেনা ভট্টাচার্য্য। চলচ্চিত্রকার ফতেহ লোহানী আসিয়া ছবিতে হেনা নাম পাল্টিয়ে সুমিতা দেবী রাখেন। ধর্ম্মান্তরিত হয়ে তার নতুন নামকরণ হয় নিলুফার বেগম। খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক জহির রায়হান ছিলেন তার স্বামী।
 
== ব্যক্তিগত জীবন ==
ব্রাহ্মণ পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন সুমিতা দেবী। তখন তার নাম ছিল হেনা ভট্টাচার্য্য। ''অমূল্য লাহিড়ী'' নামীয় এক ব্যক্তির সাথে তার বিয়ে হলেও পরবর্তীতে তাদের মধ্যে বিবাহ-বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে চলচ্চিত্র জগতে প্রবেশের পর বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম পথিকৃৎ ও প্রখ্যাত বুদ্ধিজীবি [[জহির রায়হান|জহির রায়হানের]] সাথে পরিচিত হন। সুমিতা দেবী পরবর্তীকালে ধর্মান্তরিত হন ও তার নতুন নামকরণ হয় ''নিলুফার বেগম''। অতঃপর তিনি জহির রায়হানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন ১৯৬১ সালে। তাদের সংসারে দু'টো পুত্র সন্তান রয়েছে। ''অনল রায়হান'' তাদেরই একজন।<ref>[http://www.dailyjanakantha.com/news_view.php?nc=27&dd=2011-02-13&ni=48918 সুমিতা দেবী'র সন্তান অনল রায়হান]</ref> বিশিষ্ট চলচ্চিত্রকার ''ফতেহ লোহানী'' কর্তৃক আসিয়া ছবিতে নাম পাল্টিয়ে '''সুমিতা দেবী''' রাখা হয়েছিল। বিয়ের পরও চলচ্চিত্র শিল্পে পূর্বের সুমিতা দেবী নাম নিয়েই পরিচিত ছিলেন। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে [[স্বাধীন বাংলা বেতার কেন্দ্র|স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের]] একজন সক্রীয় কর্মী ছিলেন সুমিতা দেবী।
 
২০০০ সালে তিনি আশিক মোস্তফা পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ''ফুলকুমার'' ছবিতে সর্বশেষ অভিনয় করেছিলেন।
 
== চলচ্চিত্রে অংশগ্রহণ ==
১৯৫০ দশকের শেষ দিকে সুমিতা দেবী ঢাকার চলচ্চিত্র শিল্প বা ঢালিউডের অন্যতম নায়িকা ছিলেন। ''আসিয়া'' ছবির মাধ্যমে চলচ্চিত্র জীবনের শুভ সূচনা ঘটে তার। তার পরবর্তী ছবি ছিল ''আকাশ আর মাটি''। উভয় ছবিরই পরিচালক ছিলেন ''ফতেহ লোহানী''। সুমিতা দেবী উক্ত ছবির নাম ভূমিকায় অসামান্য অভিনয় করে চিরস্মরণীয় হয়ে রয়েছেন। আসিয়া ছবিটি ১৯৬০ সালের শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসাবে ''প্রেসিডেন্ট পদক'' লাভ করেছিল।
 
২৭ নং লাইন:
তার দীর্ঘ অভিনয় জীবনে [[বাংলাদেশ বেতার]] (সাবেক রেডিও বাংলাদেশ), [[বাংলাদেশ টেলিভিশন]] এবং [[মঞ্চনাটক|মঞ্চ নাটকেও]] সমান তালে অংশগ্রহণ করেছেন। চলচ্চিত্র নির্মাতা হিসেবে সুমিতা দেবী ৫টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। সেগুলো হলো - আগুন নিয়ে খেলা, মোমের আলো, মায়ার সংসার, আদর্শ ছাপাখানা এবং নতুন প্রভাত।
 
== চলচ্চিত্রের তালিকা ==
{| class="wikitable" width=100%
|+অভিনীত চলচ্চিত্রসমূহ
১০১ নং লাইন:
|}
 
== সাফল্য গাঁথা ==
{| class="wikitable" width=100%
|+সম্মাননা ও পুরস্কার
১৩১ নং লাইন:
|}
 
== মৃত্যু ==
সুমিতা দেবী ৬ জানুয়ারি, ২০০৪ সালে মৃত্যুবরণ করেন। মিরপুর শহীদ বুদ্ধিজীবি গোরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
 
== আরো দেখুন ==
* [[চলচ্চিত্র]]
* [[জহির রায়হান]]
১৪০ নং লাইন:
* [[এ দেশ তোমার আমার]]
 
== বহিঃসংযোগ ==
* [http://www.imdb.com/name/nm2159698/ ইন্টারনেট মুভি ডাটাবেজে সুমিতা দেবী]
* [http://glitz.bdnews24.com/details.php?catry=9&showns=758 নীরবেই পেরিয়ে গেলো জহির রায়হানের অর্ন্তধান দিবস]
১৪৬ নং লাইন:
* [http://www.amardeshonline.com/pages/weekly_news/2010/04/05/1507 কিংবদন্তি : [[ফার্স্ট লেডি]] সুমিতা দেবী]
 
== তথ্যসূত্র ==
{{reflist}}
 
[[বিষয়শ্রেণী: ১৯৩৬-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী: ২০০৪-এ মৃত্যু]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশী টেলিভিশন অভিনেত্রী]]