সাহিত্য অকাদেমি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Anubhab91 (আলোচনা | অবদান)
সুনীল গঙ্োপাধ্যায়
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
৩ নং লাইন:
বিশিষ্ট [[বাঙালি]] সাহিত্যিক [[সুনীল গঙ্গোপাধ্যায়]] সাহিত্য অকাদেমীর সভাপতিপদে আসীন ছিলেন। এস এস নুর এই সংস্থার সহ-সভাপতি এবং প্রসিদ্ধ কন্নড় সাহিত্যিক [[অগ্রহর কৃষ্ণমূর্তি]] এর সচিব।
 
== উদ্দেশ্য ==
সাহিত্য অকাদেমীর মুখ্য উদ্দেশ্য হল ভারতের বহুভাষিক সমাজব্যবস্থার মধ্যে সমন্বয় সাধন, ভারতীয় সাহিত্যের উন্নতিসাধন, উচ্চ সাহিত্যমান স্থাপন এবং ভারতের রাষ্ট্রভাষাগুলিতে রচিত সাহিত্যের পৃষ্ঠপোষকতার মাধ্যমে জাতীয় সংহতিকে সুসংবদ্ধ করা। সাহিত্য অকাদেমী প্রতিটি ভারতীয় ভাষায় পত্রিকা, মনোগ্রাফ, বিভিন্ন শ্রেণির রচনা, সাহিত্যসংগ্রহ, বিশ্বকোষ, অভিধান, গ্রন্থপঞ্জি ও সাহিত্যের ইতিহাস প্রকাশ করেন। ভারতের বিভিন্ন ভাষার মধ্যে অনুবাদ কর্ম এই সংস্থার দায়িত্বেই মূলত হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ভাষা থেকে ভারতীয় ভাষাগুলিতে বিভিন্ন গ্রন্থের অনুবাদ করে থাকে অকাদেমী। এছাড়াও প্রতিবছ ৫০০০০ ভারতীয় টাকা মূল্যের সাহিত্য অকাদেমী পুরস্কার প্রদান করে অকাদেমী।
 
== অবস্থান ==
[[১৯৬১]] সালে [[রবীন্দ্রনাথ ঠাকুর|রবীন্দ্রনাথ ঠাকুরের]] জন্মশতবর্ষে নির্মিত নয়াদিল্লির রবীন্দ্র ভবনে সাহিত্য অকাদেমী স্থানান্তরিত হয়। প্রসিদ্ধ স্থপতি এইচ রেহমান নির্মিত এই ভবন অন্যান্য জাতীয় আকাদেমি যথা [[সঙ্গীত নাটক অকাদেমী]] ও [[ললিত কলা অকাদেমী|ললিত কলা অকাদেমীর]] সঙ্গে বর্তমানে এই সংস্থারও ঠিকানা।
 
== গঠন ==
সাহিত্য অকাদেমীর সর্বোচ্চ শাসন কর্তৃত্ব অর্পিত থাকে একটি ৯৭ সদস্যবিশিষ্ট জেনারেল কাউন্সিল এবং ২৫ সদস্যবিশিষ্ট একজিকিউটিভ বোর্ডের হাতে। এই দুই সভাই অকাদেমীর নীতিনির্দেশিকা প্রণয়ণ করে থাকেন।
 
১৬ নং লাইন:
এছাড়াও সাহিত্য অকাদেমীতে প্রতিটি রাষ্ট্রভাষার জন্য একটি উপদেষ্টা বোর্ড থাকে। এই বোর্ড সংশ্লিষ্ট ভাষার প্রথিতযশা সাহিত্যব্যক্তিত্বদের নিয়ে গঠিত হয়। এঁরা সংশ্লিষ্ট ভাষার উন্নতিসাধনে বিভিন্ন কর্মসূচির প্রস্তাবনা রাখেন। একজিকিউটিভ বোর্ড এই উপদেষ্টা বোর্ডকে নিয়োগ করেন।
 
== তথ্যসূত্র ==
[http://www.sahitya-akademi.gov.in/old_version/home.htm সাহিত্য অকাদেমীর ওয়েবসাইট (ইংরেজিতে)]
 
== আরও দেখুন ==
* [[সাহিত্য অকাদেমী ফেলোশিপ]]
* [[সাহিত্য অকাদেমী পুরস্কার]]
{{সাহিত্য অকাদেমি}}
 
[[Categoryবিষয়শ্রেণী:ভারতীয় সাহিত্য]]
[[Category:সাহিত্য সংগঠন]]
[[Categoryবিষয়শ্রেণী:সাহিত্য অকাদেমীসংগঠন]]
[[বিষয়শ্রেণী:সাহিত্য অকাদেমী]]