সমীর রায়চৌধুরী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Addbot (আলোচনা | অবদান)
বট: আন্তঃউইকি সংযোগ সরিয়ে নেওয়া হয়েছে, যা এখন উইকিউপাত্ত ...
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
১ নং লাইন:
'''সমীর রায়চৌধুরী''' ( নভেম্বর ১, [[১৯৩৩ ]] ) বাংলা সাহিত্যের একজন বিতর্কিত কবি, ছোট-গল্পকার ও ভাবুক ।
 
[[Fileচিত্র:Samir Roy Chowdhury.jpg|thumb|right|সমীর রায়চৌধুরী]]
== পারিবারিক পরিচয় ==
 
৯ নং লাইন:
== হাংরি আন্দোলন ==
 
কলেজ জীবনে কৃত্তিবাস গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকলেও, ১৯৬১ সালের নভেম্বরে তিনি ছোট ভাই [[মলয় রায়চৌধুরী]], [[শক্তি চট্টোপাধ্যায়]] ও [[দেবী রায়]] (প্রকৃত নাম হারাধন ধাড়া )-এর সঙ্গে [[হাংরি আন্দোলন]] শুরু করে সাড়া ফেলে দেন । [[হাংরি আন্দোলন]]-এর শতাধিক বুলেটিনের অধিকাংস তাঁরই খরচে প্রকাশিত হয়েছিল। [[হাংরি আন্দোলন]]-এর কারণে ১৯৬৪ সালে তিনি গ্রেপতার বরণ করেন, যদিও তাঁর বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় অচিরে মুক্তি পান। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি তরুণদের বিপথগামী করছেন (ভারতীয় দণ্ড সংহিতার ২৯৪ ধারা)।
[[Imageচিত্র:Hungry Generation - News paper Article Malay Roy Choudhury.jpg|thumb|left|300px|Samir with Malay and Utpal in 1964]]
 
== সাহিত্যকর্ম ==
কৃত্তিবাস গোষ্ঠিতে যুক্ত থাকার সময়ে তাঁর দুটি কাব্যগ্রন্হ প্রকাশিত হয়েছিল: '''ঝর্ণার পাশে শুয়ে আছি''' এবং '''আমার ভিয়েৎনাম''' । এই সময়ে নিজ অর্থে তিনি কৃত্তিবাস পত্রিকার সম্পাদক [[সুনীল গঙ্গোপাধ্যায়]]-এর কাব্য গ্রন্হ '''একা এবং কয়েকজন''' প্রকাশ করে কবিমহলে বিশেস স্হান অর্জন করেন । কৃত্তিবাস গোষ্ঠী ত্যাগের পর, [[হাংরি আন্দোলন]]-এর কারণে তাঁর কবিতায় লক্ষণীয় বাঁকবদল ঘটে, এবং তা প্রতিফলিত হয় তাঁর পরবর্তী কাব্যগ্রন্হ '''জানোয়ার''' এ । সেই সময়ে তাঁর চাইবাসার বাড়িটি , নিমডি নামের সাঁওতাল গ্রামের পাহাড়চূড়ায়, হয়ে উঠেছিল একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকেন্দ্র । ৫০ ও ৬০ দশকের বহু কবি ও লেখকের রচনায় চাইবাসার কথা বারবার উচ্চারিত হয়েছে । গ্রেপ্তারির আপমানের কারণে, এবং ১৯৬৫ সালে [[হাংরি আন্দোলন]] প্রকৃত অর্থে ফুরিয়ে যাওয়ায়, সমীর প্রায় তিন দশক লেখালিখি থেকে দূরে সরে ছিলেন । ৯০ দশকে কলকাতায় নিজের বাড়ি তৈরি করার পর তিনি আবার লেখালিখিতে ফিরে আসেন, এবং তা ছোট-গল্পকার ও ভাবুক রূপে ।
 
== অধুনান্তিক পর্ব ==
নব্বই দশকের শুরুতে গলওকার ও ঔপন্যাসিক [[মুর্শিদ এ এম]] -এর সঙ্গে সমীর '''হাওয়া ৪৯''' নামে একটি ত্রৈমাসিক সাহিত্যপত্রিকা সম্পাদনা শুরু করেন । সাহিত্য ও বিজ্ঞানকে একটি মঞ্চে একত্রিত করে তিনি নবতর একটি সাহিত্যচিন্তা প্রণয়ন করেন যার নাম তিনি দেন অধুনান্তিক । পরবর্তীকালে পত্রিকাটি সাহিত্যতত্ব ও ভাষাতত্বের পত্রিকা হয়ে ওঠে, এবং তাকে আলোচকরা পোস্টমদার্ন মঞ্চ বলে স্বীকৃতি দেন । এই ধারায় রচিত তাঁর ছোটগল্পের সংকলন '''খুল যা সিমসিম''' সম্পূর্ণ ভিন্ন ধারার বাংলা সন্দর্ভ হিসাবে স্হান করে নিতে পেরেছে । অন্যান্য তরূন কবি ও লেখক, যাঁরা পরীক্ষা-নিরীক্ষায় আগ্রহী, তাঁদের রচনা '''হাওয়া ৪৯''' এ প্রকাশ ও তাঁদের গ্রন্হ প্রকাশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সমীর ।
 
== গ্রন্হতালিকা ==
৩৬ নং লাইন:
 
== বহিঃসংযোগ ==
* [http://www.kaurab.com/english/bengali_poetry/Hungry_Generation/ সমীর রায়চৌধুরী ও অন্যান্য আন্দোলনকারীদের ফোটো এবং পরিচিতি]
* [http://www.time.com/time/magazine/article/0,9171,830799.00.html সমীর ও অন্যান্য আন্দোলনকারীদের ফোটোসহ সংবাদ ]
* [http://www.library.northwestern.edu/spec/pdf/hungrygeneration.pdf সমীর ও আন্যান্য আন্দোলনকারীদের পান্ডুলিপির সংগ্রহশালা ]
* [http://www.milansagar.com/kobi/hungry_generation/kobi-hungry_generation.html সমীর ও আন্যান্য আন্দোলনকারীদের ফোটোসহ কবিতা ]
 
 
{{Commons category|Samir Roychoudhury}}
 
 
[[বিষয়শ্রেণী:হাংরি আন্দোলন]]