সংবাদ সংস্থা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Rotlink (আলোচনা | অবদান)
fixing dead links
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
২ নং লাইন:
'''সংবাদ সংস্থা''', দেশ-বিদেশে কর্মরত ও বিভিন্ন [[সংবাদপত্র|সংবাদপত্রের]] সাথে জড়িত বিভিন্ন স্তরের [[সাংবাদিক|সাংবাদিকদের]] সংগঠন। সংবাদকর্মীরা বিভিন্ন বিষয় ও ঘটনা নিয়ে তাদের সৃষ্ট [[সংবাদ]], প্রতিবেদন, প্রবন্ধ-নিবন্ধ, আলোকচিত্র ইত্যাদি ঐ সংগঠনে প্রেরণ করেন। সংবাদ সংস্থাগুলো দেশে-বিদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন সংবাদপত্র, [[সাময়িকী]], [[বেতার]], [[টেলিভিশন]] ইত্যাদি গণমাধ্যমে নির্দিষ্ট শর্তাবলীর মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ নির্দিষ্ট দিন কিংবা সময়ে প্রেরণ করে।
 
== ইতিহাস ==
{{মূল|এএফপি (বার্তা সংস্থা)}}
 
১১ নং লাইন:
ব্যয়ভার হ্রাস এবং [[ব্যবসায়|ব্যবসায়ে]] অত্যন্ত লাভজনক [[বিজ্ঞাপন]] প্রচারের স্বার্থে ১৮৫২ সালে উত্তরাধিকারী হিসেবে হাভাসের পুত্র রয়টার এবং ওল্ফের সাথে চুক্তিতে আবদ্ধ হন এএফপি'র কর্ণধার। এরফলে তারা পারস্পরিকভাবে [[ইউরোপ|ইউরোপের]] বিভিন্ন অংশে সংবাদ এলাকা নির্ধারণ করেন।<ref>[http://archive.is/20120723113711/revolutionsincommunication.wordpress.com/timelines/ch7-telegraph/ media history]]</ref>
 
== বাণিজ্যিক সেবা ==
সংবাদ সংস্থাগুলো সমিতিরূপে সংবাদ বিক্রির মাধ্যম হিসেবে কাজ করতে পারে। তন্মধ্যে - ''প্রেস এসোসিয়েশন'', ''থমসন রয়টার্স'', ''এল হেডলাইন নিউজ'' বা এএইচএন অন্যতম। অন্যান্য সংস্থাগুলো বৃহৎ প্রচার মাধ্যমের প্রতিষ্ঠানগুলোতে সহযোগিতামূলক কাজ করে। কেন্দ্রীয়ভাবে সংবাদগুলোকে একত্রিত করা হয় এবং স্থানীয় সংবাদ মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হয়। বৃহৎ সংবাদ সংস্থাগুলো এগুলো সংগ্রহ করতে পারে এবং পুণরায় বিতরণের ব্যবস্থা করে। [[এপি]] বা এসোসিয়েটেড প্রেস, এএফপি কিংবা এপিএ বা আমেরিকান প্রেস এজেন্সী অন্যতম। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সংবাদকে ঘিরে ব্যবসা করার লক্ষ্যে তাদের তৈরীকৃত সংবাদগুলো অন্যান্য সংবাদপত্রে প্রেরণ করে। ''বিজনেস ওয়্যার, দ্য হাগিন গ্রুপ, গ্লোবনিউজওয়্যার, মার্কেওয়্যার, পিআর নিউজওয়্যার, সিশনওয়্যার'' এবং ''এবিএন নিউজওয়্যার'' অন্যতম।
 
== সরকার নিয়ন্ত্রিত ==
সরকার কর্তৃকও সংবাদ সংস্থা পরিচালিত হয়। চীনের [[জিনহুয়া]], কানাডা, রাশিয়ার [[ইতার-তাস]] এবং বিশ্বের অন্যান্য অনেক দেশেও সংবাদ সংস্থা নিয়ন্ত্রিত হচ্ছে। এ ধরণের প্রতিষ্ঠানও অন্যান্য সংবাদ সংস্থা থেকে সংবাদ বা খবর সংগ্রহ করতে পারে।<ref>Boyd-Barrett, Oliver, ed. (2010). ''[http://llibreria.gencat.cat/product_info.php?products_id=4585 News Agencies in the Turbulent Era of the Internet]''. Generalitat de Catalunya. ISBN 978-84-393-8303-1</ref>
 
== কার্যাবলী ==
প্রধান সংবাদ সংস্থাগুলো সাধারণতঃ প্রধান ও অতীব জরুরী সংবাদ এবং বৈশিষ্ট্যমূলক মূল প্রবন্ধ তৈরী করে থাকে। পরবর্তী পর্যায়ে এগুলো অন্যান্য সংবাদ সংগঠনগুলোর কাছে প্রেরণ করা হয়। অতঃপর যৎকিঞ্চিৎ পরিবর্তন অথবা কোনরূপ পরিবর্তন ছাড়াই পুণঃব্যবহারের উদ্দেশ্যে ঐ সংবাদ ও প্রবন্ধগুলো অন্যান্য সংবাদ প্রতিষ্ঠানের কাছে বিক্রয় করে দেয়া হয়।
 
উৎপত্তিগতভাবে বা শুরু থেকেই তারা [[টেলিগ্রাফ]] ব্যবহার করতো। বর্তমানকালে উন্নত ও উচ্চ [[প্রযুক্তি|প্রযুক্তির]] যুগে [[ইন্টারনেট|ইন্টারনেটের]] মাধ্যমে সাবলীল ও সহজভাবে খুব দ্রুতলয়ে সংবাদ প্রেরণ করা হয়। ভোক্তা হিসেবে বিভিন্ন কর্পোরেশন, ব্যক্তি, বিশ্লেষক এবং [[গোয়েন্দা]] সংস্থাসহ বিভিন্ন স্তর ও পর্যায়ে গ্রাহকদের কাছে প্রেরণ করা হয়।
 
== তথ্যসূত্র ==
{{reflist}}