শেখ মনসুর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Faizan (আলোচনা | অবদান)
সাধারণ ফিক্স using AWB
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
২০ নং লাইন:
'''শেখ আল-মনসুর''' (১৭৩২ – ১৭৯৪) একজন [[চেচেন জাতি|চেচেন]] নেতা। ১৮শ শতাব্দীতে [[ককেসাস]] অঞ্চলে [[ক্যাথেরিন দ্য গ্রেট]] পরিচালিত সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সংঘটিত সংগ্রামে তিনি নেতৃত্ব দেন। চেচেন জনগণের কাছে তিনি একজন জাতীয় বীর হিসেবে বিবেচিত হন।
 
== জীবনী ==
[[সানজা নদী|সানজা নদীর]] নিকটবর্তী [[আউল]] অঞ্চলে শেখ মনসুর জন্মগ্রহণ করেন। তাকে উশুরমা নাম দেয়া হয়। পরবর্তীতে তিনি শেখ মনসুর নামে পরিচিত হয়ে উঠেন। [[দাগেস্তান|দাগেস্তানে]] [[নকশবন্দিয়া]] [[সুফিবাদ|সুফি তরিকায়]] শিক্ষা লাভের পর তিনি [[চেচনিয়া|চেচনিয়ায়]] ফিরে আসেন।
 
২৭ নং লাইন:
১৭৮৫ সালে শেখ মনসুর ও তার যোদ্ধারা [[সানজার যুদ্ধ|সানজার যুদ্ধে]] অগ্রসরমান একটি রুশ সেনাদলকে পরাজিত করেন। রুশ কমান্ডার কর্নেল পিয়েরিসহ ৬০০ এরও বেশি সৈন্য এই যুদ্ধ মারা যায়।<ref>John Frederick Baddeley, ''The Russian Conquest of the Caucasus'', London, Curzon Press, 1999, p. 49.</ref> এরপর শেখ মনসুর প্রতিরোধ যোদ্ধাদের নিয়ে দাগেস্তান থেকে [[কাবরাডা]] অগ্রসর হন। তার অধিকাংশ যোদ্ধারাই দাগেস্তানি এবং চেচেন বংশোদ্ভূত ছিল। ১৭৮৫ এর ডিসেম্বর পর্যন্ত তাদের সংখ্যা ১২০০০ এ পৌছায়। রুশ অঞ্চলে প্রবেশের চেষ্টা করার সময় তিনি পরাজয়ের সম্মুখীন হন ফলে তার [[কিযলায়ার]] দুর্গ দখলের চেষ্টা ব্যর্থ হয়।
 
এরপর রুশ জনগণ তাদের বসতিগুলোর প্রতিরোধ ক্ষমতা মজবুত করে তোলে। রুশ সম্রাজ্ঞী [[ক্যাথরিন দ্য গ্রেট]] তার সৈন্যবাহিনীকে [[জর্জিয়া]] থেকে [[তেরেক নদী|তেরেক নদীর]] দিকে সরিয়া আনেন। ১৭৮৬ সালে রুশ সৈন্যরা নবনির্মিত [[ভ্লাদিকাভকাজ]] দুর্গ ত্যাগ করে চলে আসে। ১৮০৩ সাল পর্যন্ত এ দুর্গ তারা নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয়নি। ১৭৮৭-১৭৯১ সময়কালে [[রুশ-তুর্কি যুদ্ধ]] চলাকালিন সময় শেখ মনসুর [[আদিগেয়া]] চলে যান। রুশদের বিরুদ্ধে লড়াইয়ে তিনি [[আদিগ]] ও [[নোগাই]] জনগণকে নেতৃত্ব দেন। কিন্তু তারা বেশ কয়েকবার পরাজিত হয়।
 
১৭৯১ সালের জুন শেখ মনসুর [[কৃষ্ণ সাগর|কৃষ্ণ সাগরের]] তীরবর্তী অঞ্চলে [[আনাপা|আনাপার]] তুর্কি দুর্গ থেকে গ্রেপ্তার হন। এরপর তাকে [[সেইন্ট পিটার্সবার্গ]] আনা হয়। তিনি যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হন। ১৭৯৪ সালের এপ্রিলে তিনি [[শ্লিসেলবার্গ]] দুর্গে মৃত্যুবরণ করেন।
 
== আরো দেখুন ==
* [[ককেশীয় ইমামত]]
* [[ককেশীয় যুদ্ধ]]
 
== তথ্যসূত্র ==