শফিউর রহমান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
১২ নং লাইন:
|occupation = সরকারি চাকুরে
}}
'''শফিউর রহমান''' (জন্মঃ [[জানুয়ারি ২৪]], [[১৯১৮]] - মৃত্যুঃ [[ফেব্রুয়ারি ২২]], [[১৯৫২]]) মহান [[ভাষা আন্দোলন|ভাষা আন্দোলনের]] অন্যতম শহীদ। তাঁর শহীদস্মৃতি পরবর্তীকালে বাঙালি জাতিকে জাতীয় চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এ চেতনার বলেই [[১৯৭১]] সালের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কাঙ্খিত স্বাধীনতা অর্জিত হয়।
 
== সংক্ষিপ্ত জীবনী ==
শফিউর রহমান বর্তমানে [[ভারত|ভারতের]] [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] হুগলী জেলার কোন্নগরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাহবুবুর রহমান ছিলেন ঢাকার পোস্ট এন্ড টেলিগ্রাফ অফিসের সুপারিনটেনডেন্ট। কলকাতা গভর্ণমেন্ট কমার্শিয়াল কলেজ হতে আই.কম পাস করে শফিউর রহমান [[চব্বিশ পরগণা]] সিভিল সাপ্লাই অফিসে কেরানীর চাকরি গ্রহণ করেন। [[১৯৪৫]] সালে কলকাতার তমিজউদ্দিনের কন্যা আকিলা খাতুনের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। দেশ বিভাগের পর পিতার সঙ্গে ঢাকায় এসে ঢাকা হাইকোর্টে হিসাব রক্ষণ শাখায় কেরানী পদে যোগ দেন। 01911146126
 
== যেভাবে শহীদ হলেন ==
[[Imageচিত্র:Safiur grave.jpg|right|thumb|আজিমপুর কবরস্থান, ঢাকায় শহীদ শফিউর রহমানের কবর]]
[[Fileচিত্র:Grave of Safuir Rahman 21 Feb 1953.png|right|thumb|২১ ফেব্রুয়ারি, ১৯৫৩ সালে শহীদ শফিউর রহমানের কবর]]
[[১৯৫২|১৯৫২‌-র]] ২২ ফেব্রুয়ারি সকাল দশটার দিকে ঢাকার রঘুনাথ দাস লেনের বাসা থেকে সাইকেলে চড়ে অফিসের উদ্দেশ্যে রওনা হন শফিউর। সকাল সাড়ে দশটার দিকে [[নওয়াবপুর রোড|নওয়াবপুর রোডে]] বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্বদিনের পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে পুলিশ পুণরায় গুলিবর্ষণ করে। পুলিশের গুলি শফিউর রহমানের পিঠে এসে লাগে। আহত অবস্থায় তাঁকে [[ঢাকা মেডিকেল কলেজ|ঢাকা মেডিকেল কলেজে]] ভর্তি করা হয়। তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল না হওয়ায় ঐদিন সন্ধ্যা সাতটায় মৃত্যুবরণ করেন।
 
== দাফন ==
কর্তৃপক্ষের নির্দেশক্রমে ২২ ফেব্রুয়ারি'র মধ্যরাতে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। তাঁর কবরের পাশেই রয়েছে পূর্বদিনের শহীদ [[আবুল বরকত|আবুল বরকতের]] কবর।<ref>Al-Helal, Bashir. Bhasha Andoloner Itihash. pp.482-83</ref>
 
== একুশে পদক ==
২০০৫ সালে তৎকালীন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শফিউর রহমানকে [[একুশে পদক]] (মরণোত্তর) প্রদান করা হয়। এছাড়াও, ২০০৬ সালে অন্যান্য ভাষা আন্দোলনে শহীদ অন্যান্য পরিবারের পাশাপাশি তাঁর স্ত্রী বেগম আকিলা খাতুনকে আজীবন ভাতা প্রদান করা হচ্ছে।
 
== তথ্যসূত্র ==
{{reflist}}
 
== আরো দেখুন ==
* [[ভাষা আন্দোলন]]
* [[একুশে পদক]]
৩৯ নং লাইন:
* [[রফিকউদ্দিন আহমদ]]
 
== বহিঃসংযোগ ==
* [http://www.bssnews.net/index.php?genID=BSS-01-2005-02-19&id=7 BSS news article on 2005 ceremony]
* [http://www.financialexpress-bd.com/index3.asp?cnd=7/5/2006&section_id=2&newsid=30010&spcl=no article on 2006 Ekushey Padak ceremony]
* [http://www.pmo.gov.bd/21february/imld_back.htm Short biography] in Prime Minister's official website, Govt. of Bangladesh.
 
[[categoryবিষয়শ্রেণী:ভাষা শহীদ]]
[[categoryবিষয়শ্রেণী:১৯১৮-এ জন্ম]]
[[categoryবিষয়শ্রেণী:১৯৫২-এ মৃত্যু]]
[[বিষয়শ্রেণী:একুশে পদক বিজয়ী]]