রেহমান সোবহান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বট ওয়েব লিঙ্ক ঠিক করেছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
৯ নং লাইন:
| nationality = বাংলাদেশী
| ethnicity = [[বাঙালি জাতি|বাঙালি]]
| citizenship = [[বাংলাদেশ]] [[Imageচিত্র:Flag of Bangladesh.svg|20px]]
|death_date=
|death_place=
১৭ নং লাইন:
|occupation = অর্থনীতিবিদ
}}
'''রেহমান সোবহান''' (জন্ম: [[মার্চ ১২]], [[১৯৩৫]]) [[বাংলাদেশ|বাংলাদেশের]] একজন অন্যতম খ্যাতিমান অর্থনীতিবিদ। তিনি [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ের]] অর্থনীতি বিভাগের শিক্ষক। তিনি বাংলাদেশে [[তত্ত্বাবধায়ক সরকার|তত্ত্বাবধায়ক সরকারের]] উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। গবেষণা সংস্থা [[সিপিডি|সিপিডির]] তিনি সভাপতি।
 
== জন্ম ও শিক্ষাজীবন ==
রেহমান সোবহানের জন্ম [[১৯৩৫]] সালের [[মার্চ ১২|১২ মার্চ]] [[কলকাতা|কলকাতায়]]। তাঁর বাবার নাম কে.এফ.সোবহান। তিনি ছিলেন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা এবং রাষ্ট্রদূত। তাঁর মায়ের নাম হাসমত আরা বেগম। তিনি দার্জিলিং-এর সেন্ট পলস্ স্কুলে এবং লাহোরের অ্যাচিসন কলেজ থেকে পাশ করেন। [[১৯৫৬]] সালে [[ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়]] থেকে অর্থনীতিতে এম.এ ডিগ্রী অর্জন করেন।
 
== কর্মজীবন ==
রেহমান সোবহান [[১৯৫৭]] সালের অক্টোবর মাসে দেশে ফিরে আসেন এবং [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ে]] প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। [[১৯৭৭]] সালে অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন রেহমান সোবহান। অধ্যাপক হিসেবে অবসর গ্রহণের পূর্বে তিনি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে (স্বরাষ্ট্র মন্ত্রীর পদমর্যাদায়); শিল্প, বিদ্যুত্‍ এবং প্রাকৃতিক সম্পদ বিভাগ এবং অবকাঠামো বিভাগে (১৯৭২-৭৪) যথাক্রমে চেয়ারম্যান, গবেষণা পরিচালক, মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। [[১৯৭২]] থেকে [[১৯৭৪]] সাল পর্যন্ত বিআইডিএস- এ এমিরিটাস ফেলো হিসেবে কাজ করেন। এছাড়াও কুইন এলিজাবেথ হাউজে [[১৯৭৬]]-[[১৯৭৯]] পর্যন্ত ভিজিটিং ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ প্রেসিডেন্ট এর এ্যাডভাইজরী কাউন্সিল (ক্যবিনেট মিনিস্টার এর পদমর্যাদায়), পরিকল্পনা মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ([[১৯৯১]]) সদস্য ছিলেন। তিনি সাউথ এশিয়া সেন্টার ফর পলিসি ষ্টাডিজ-এ ([[২০০১]]-[[২০০৫]]) নির্বাহী পরিচালক ছিলেন। তিনি [[১৯৯৪]]- [[১৯৯৯]] সাল পর্যন্ত সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি বিআইডিএসের পরিচালকের দায়িত্বও পালন করেন। <ref>[http://archive.prothom-alo.com/detail/date/2010-03-12/news/48195 দৈনিক প্রথম আলো]</ref>
 
== প্রকাশনা ==
রেহমান সোবহানের প্রকাশিত মনোগ্রাফের সংখ্যা ৪২ টি। এছাড়া তাঁর বিভিন্ন জার্নালে প্রায় ২০০ এর উপরে লেখা প্রকাশিত হয়েছে। তাঁর কাজের প্রধান বিষয়বস্তুর মধ্যে অন্যতম হচ্ছে আইয়ুব খানের কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর রাজনৈতিক সম্পর্ক, মধ্যবর্তী শাসন পদ্ধতিতে সার্বজনীন সাহসী উদ্যোগের ভূমিকা, বৈদেশিক নির্ভরশীলতার সংকট, ঋণ পরিশোধে ব্যর্থতা, কৃষিজ সংস্কার, সমন্বয় নীতি সংস্করণের সমালোচনামূলক নিবন্ধ, দুঃশাসনের ব্যবচ্ছেদ এবং সর্বশেষে দারিদ্র বিমোচনের কৌশল।
 
== পুরস্কার ও স্বীকৃতি ==
* [[স্বাধীনতা পদক]] ([[২০০৮]])
 
== তথ্যসূত্র ==
<references/>
 
== বহি:সংযোগ ==
* [http://gunijan.org.bd/GjProfDetails_action.php?GjProfId=85 গুণীজন]
* [http://www.eaward.org.bd/eaward_new/index.php?option=com_content&view=article&id=75&Itemid=119 ই-অ্যাওয়ার্ড]