২,০০,১০৩টি
সম্পাদনা
অ (Reykjavik_Aðflug_Braut_19.JPG ফাইলটি অপসারিত হয়েছে, কারণ কমন্স হতে Taivo এটি মুছে ফেলেছেন) |
অ (বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?) |
||
}}'''রেইকিয়াভিক''' ([[আইসল্যান্ডীয় ভাষা|আইসল্যান্ডীয় ভাষায়]]: Reykjavik [[আ-ধ্ব-ব]]: [ˈreiːcaˌviːk]) [[আইসল্যান্ড|আইসল্যান্ডের]] রাজধানী শহর। শহরটি আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিম অংশে, [[সেলথিয়ার্নার উপদ্বীপ|সেলথিয়ার্নার উপদ্বীপের]] উত্তরাংশে, [[ফাখ্সাফ্লোই উপসাগর|ফাখ্সাফ্লোই উপসাগরের]] দক্ষিণ-পূর্ব কোনায় অবস্থিত। রেইকিয়াভিক আইসল্যান্ডের বৃহত্তম শহর, সাংস্কৃতিক কেন্দ্র ও একটি প্রধান মৎস্য বন্দর। এটি আইসল্যান্ডের বৃহত্তম শিল্প ও বাণিজ্যকেন্দ্র। দেশের প্রায় অর্ধেক শিল্প কারখানা এখানে অবস্থিত। এখানে খাদ্য প্রক্রিয়াকরণ, পোষাক, রঙ, ধাতব দ্রব্য, মুদ্রিত বস্তু, জাহাজ নির্মাণ, ইত্যাদির শিল্প কারখানা আছে। শহরের দক্ষিণ-পশ্চিমে ৩২ কিলোমিটার দূরে [[কেপ্লাভিক|কেপ্লাভিকে]] একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে।
রেইকিয়াভিক একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর। শহরের বেশিরভাগ দালান [[কংক্রিট]] দিয়ে নির্মিত।
এই শহরে [[আইসল্যান্ড বিশ্ববিদ্যালয়]] ([[১৯১১]]), আইসল্যান্ডের আইনসভা [[আলথিং]], [[রেইকিয়াভিক সঙ্গীতশালা]] ([[১৯৩০]]), লুথেরান ক্যাথিড্রাল, জাতীয় গ্রন্থাগার, জাতীয় সংগ্রহশালা, এবং জাতীয় নাট্যশালা অবস্থিত। [[আর্নি মাগ্নুসন ইন্সটিটিউট]] আইসল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অংশ এবং এখানে আর্নি মাগ্নুসনের লেখা খসড়ার একটি সংগ্রহ আছে (আগে এগুলি [[কোপেনহাগেন বিশ্ববিদ্যালয়|কোপেনহাগেন বিশ্ববিদ্যালয়ে]] ছিল)। শহরের বহু জাদুঘর ও গ্যালারির মধ্যে তিনটি দালান নিয়ে গঠিত [[রেইকিয়াভিক শিল্পকলা জাদুঘর]] এবং [[সিগুরজন ওলাফসন জাদুঘর]] দুইটি উল্লেখযোগ্য। আইসল্যান্ডের রাষ্ট্রপতির বাসভবন [[বেসাস্টাডহির]] শহরের বাইরে অবস্থিত।
|
সম্পাদনা