রাষ্ট্রপতি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
৪ নং লাইন:
উৎপত্তিগতভাবে নেতৃত্বে আসীন হয়ে যিনি সভাপতিত্ব করেন তিনিই প্রেসিডেন্ট বা সভাপতি। ল্যাটিন শব্দ প্রেইজেস থেকে প্রেসিডেন্ট শব্দের উৎপত্তি। প্রকৃতপক্ষে যিনি কোন [[অনুষ্ঠান]] বা [[সভা]] পরিচালনা করেন তিনি প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত। প্রেসিডেন্ট শব্দটি অনেক সময় কোন সংস্থা, প্রতিষ্ঠান, শ্রমিক সংঘ, বিশ্ববিদ্যালয়েও ব্যবহার করা হয়। কিন্তু বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধানগণকে সম্মানজনক [[পদবী|পদবীরূপে]] প্রেসিডেন্ট বা [[রাষ্ট্রপতি]] বলা হয়। সচরাচর অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্বগণই [[নির্বাচন|নির্বাচনের]] মাধ্যমে কিংবা সাংবিধানিক গঠনতন্ত্র মোতাবেক প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হন।
 
== রাষ্ট্রপতি শাসনব্যবস্থা ==
সাধারণতঃ বিশ্বের [[গণতন্ত্র|গণতান্ত্রিক]] দেশগুলোর সরকার ব্যবস্থায় প্রেসিডেন্ট নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়ে থাকেন কিংবা মনোনীত হয়ে থাকেন। কখনো কখনোবা তিনি পুণরায় নির্বাচিত বা মনোনীত হতে পারেন। পরবর্তীতে [[শপথ|শপথগ্রহণপূর্বক]] নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকেন তিনি। তিনি ব্যাপক ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। প্রধানমন্ত্রী কিংবা [[সরকার]] ভেঙ্গে দিতে পারেন, [[যুদ্ধ]] ঘোষণা করতে পারেন, [[সংবিধান|সংবিধানের]] উপর [[ভেটো]] প্রয়োগ করারও অধিকারী তিনি। অনেক দেশেই একজন প্রেসিডেন্ট দেশের [[সামরিক বাহিনী|সামরিক বাহিনীর]] শীর্ষ প্রধান হয়ে থাকেন। তবে সবক্ষেত্রেই তাঁর এ [[ক্ষমতা]] সরকারের [[গঠনতন্ত্র|গঠনতন্ত্রের]] উপর নির্ভরশীল।
 
১৪ নং লাইন:
[[দক্ষিণ আমেরিকা|দক্ষিণ আমেরিকার]] অনেক দেশ, [[মধ্য আমেরিকা]] এবং [[আফ্রিকা|আফ্রিকার]] দেশগুলো এ পদ্ধতি অবলম্বন করে থাকে।
 
== সংসদীয় গণতন্ত্র ==
সংসদীয় পদ্ধতিতে প্রেসিডেন্টের পদ শুধুমাত্র আনুষ্ঠানিকতায় পরিপূর্ণ। এখানে তিনি নামেমাত্র রাষ্ট্রের প্রধান হয়ে থাকেন যা সরকারের প্রধান হিসেবে [[প্রধানমন্ত্রী]] ও তাঁর দলীয় [[সংসদ সদস্য]] কর্তৃক মনোনীত হন তিনি। [[বাংলাদেশ]], [[ভারত]], পাকিস্তান, ইসরায়েল, আয়ারল্যান্ড, মাল্টা, ইতালি, অস্ট্রিয়া, হাঙ্গেরী, পোল্যান্ড, তুরস্ক, আইসল্যান্ড, জার্মানি, গ্রীস প্রমূখ দেশসমূহে এ ব্যবস্থায় প্রেসিডেন্ট মনোনীত করা হয়।
 
২২ নং লাইন:
[[২০০৮]] সালের নবম [[জাতীয় সংসদ]] নির্বাচনে [[শেখ হাসিনা|শেখ হাসিনার]] নেতৃত্বাধীন মহাজোট বিপুল ভোটে জয়লাভ করে। পরবর্তীতে [[বাংলাদেশ আওয়ামী লীগ]] জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি [[নির্বাচন|নির্বাচনে]] প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। এতে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় [[২০০৯]] সালে [[বাংলাদেশের রাষ্ট্রপতি|বাংলাদেশের ১৯-তম রাষ্ট্রপতি]] হিসেবে নির্বাচিত হন এবং [[ফেব্রুয়ারি ১২|১২ ফেব্রুয়ারি]] [[২০০৯]] শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন।
 
== তথ্যসূত্র ==
{{reflist}}