অ
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
NahidSultan (আলোচনা | অবদান) (+বিষয়শ্রেণী:অস্ট্রেলিয়ার বিশ্ব ঐতিহ্যবাহী স্থান; +[[বিষয়শ্রেণী:অস্ট্রেলিয়ার দর্শনীয় স্...) |
অ (বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?) |
||
এটি পুনরুদ্ধারের কাজ শুরু হয় ১৯৯০ সালে নাগাদ এবং ২০০৪ সালে এটি অস্ট্রেলিয়ার প্রথম ভবন যা [[বিশ্ব ঐতিহ্যবাহী স্থান|বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে]]র স্বীকৃতি লাভ করে। যা বিশ্বের উনবিংশ শতাব্দীর প্রদর্শনীর ভবনগুলোর নিদর্শনের মধ্যে অন্যতম। এটি ঠিক মেলবোর্ন যাদুঘরের সন্নিকটে অবস্থিত। বর্তমানে এই প্রাসাদে বিভিন্ন ধরনের প্রদর্শনী, অন্যান্য অনুষ্ঠান সেমিনার ইত্যাদি আয়োজন করা হয়।
== ইতিহাস ==
[[
[[
[[
রয়েল এক্সিবিশন প্রাসাদটির ডিজাইন করেন স্থপতি জোসেফ রীড, যিনি মেলবোর্ন টাউন হল ভিক্টোরিয়ার স্ট্যাট্য অব লিবার্টির ডিজাইনও করেন। রীডের মতে, বিভিন্ন উৎস হতে এই প্রাসাদের ডিজাইন নির্বাচন করা হয়। এই প্রাসাদের গম্ভুজের মডেল
১৮৭৯ সালের ১৯ ফেব্রুয়ারী এই প্রাসাদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ভিক্টোরিয়ান গভর্ণর জর্জ বোউনী এওবং এর নির্মানকাজ সমাপ্ত হয় ১৮৮০ সালে, তৈরী হয় মেলবোর্ন আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্দেশ্যে। এই ভবনে সবগুলো হলের আয়তনের সমষ্টি ১২,০০০ বর্গ মিটারেরও বেশি এবং এর অনেকগুলো সাময়িক বর্ধিত হল আছে।<ref>[http://150.theage.com.au/view_bestofarticle.asp?straction=update&inttype=1&intid=500 The Age]</ref>
=== ১৮৮০-১৯০১ ===
১৮৮০’র দশকে এই প্রাসাদটিতে দুইটি বৃহৎ প্রদর্শনীর আয়োজন করা হয়। একটি ১৮৮০ সালে মেলবোর্ন আন্তর্জাতিক প্রদর্শনী এবং অন্যটি ১৮৮৮ সালে মেলবোর্ন শতবর্ষ প্রদর্শনী, যা অস্ট্রেলিয়াতে ইউরোপিয়ানদের উপনিবেশের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হয়। ১৯০১ সালে ৯ মে এই প্রাসাদে অস্ট্রেলিয়ার সংসদের উদ্বোধনী অধিবেশন আয়োজন করা হয়। ঠিক পরের বছরের জানুয়ারীর ১ তারিখে অস্ট্রেলিয়ার কমনওয়েলথের সদস্যপদ প্রাপ্তির অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাতিষ্ঠানিকভাবে উদ্বোধনের পর ফেডারেল পার্লামেন্ট ভিক্টোরিয়ান স্টেট পার্লামেন্ট হাউজে স্থানান্তরিত হয়। যদিও ভিক্টোরিয়ান পার্লামেন্ট ২৬ বছরের জন্য প্রদর্শনী ভবনে স্থানান্তরিত হলেও, স্থানান্তরের মাত্র আট বছরের মধ্যে ভিক্টোরিয়ান পার্লামেন্ট ভবন নির্মান করা হয়।
=== ১৯০১-১৯৭০ ===
[[
১৯০২ সালে এই ভবনে অস্ট্রেলিয়ান ফেডারেল আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করা হয়। এই সময়ের পর থেকে এই প্রাসাদটি বিভিন্ন উদ্দেশ্য ব্যবহৃত হয়ে আসছে।<ref>{{cite news |url=http://nla.gov.au/nla.news-article9071138 |title=AUSTRALIAN FEDERAL INTERNATIONAL EXHIBITION. |newspaper=[[
এটি ১৯৫৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ইভেন্ট ছিল বাস্কেটবল, ভারোত্তলন, কুস্তি।<ref>[http://www.iamfa.org/PapyrusWinter04.pdf?L1=2&L2=0&L3=0&L4=0&L5=0 The Royal Exhibition Building in Melbourne]</ref><ref>[http://www.la84foundation.org/6oic/OfficialReports/1956/OR1956.pdf 1956 Summer Olympics official report.] p. 43.</ref>
১৯৪০ সাল নাগাদ স্থানীয়দের কাছে এটি হোয়াইট ইলিফ্যান্ট নামে পরিচিতি লাভ করে।<ref>"[http://museumvictoria.com.au/DiscoveryCentre/Infosheets/Royal-Exhibition-Building/ The Royal Exhibition Building]" museumvictoria.com.au.
=== ১৯৮০-বর্তমান ===
১৯৮০ সালের ১৩ আগষ্ট, হামার সরকারের শিল্পকলা মন্ত্রী হন নরমান লেসি এই প্রদর্শনী ভবনের ২৯ মে, ১৮৮০ সালে জনগণের জন্য উন্মুক্ত হওয়ার শতবার্ষিকী উপলক্ষ্যে একটি প্রস্তর ফলক উন্মোচন করেন ( যা পূর্ব তৌরণে অবস্থিত)।<ref>http://museumvictoria.com.au/collections/items/1701579/photograph-plaque-commemorating-the-centenary-of-the-first-opening-of-the-great-hall-exhibition-building-29-may-1880</ref><ref>http://museumvictoria.com.au/collections/items/1701582/photograph-unveiling-of-the-plaque-commemorating-the-centenary-of-the-first-opening-of-the-great-hall-exhibition-building-14-aug-1980</ref>
১৯৮৪ সালে ভিক্টোরিয়া পরিভ্রমনের সময় প্রিন্সেস অ্যালেক্সজান্দ্রিয়া (রাণী ইলিজাবেথ II এর চাচাতো বোন) এই ভবনকে রাজকীয় উপাধী দেন এবং এর পর থেকে এই ভবনের নামকরণ হয় রয়েল এক্সিবিশন প্রাসাদ। ১৯৮০ ও ১৯৯০ দশকের<ref>[http://www.theage.com.au/articles/2002/10/20/1034561388451.html "Global status for our greatest building"], 21 October 2002.
[[
[[
জন ব্রাম্বি রাজ্যের বিরোধী নেতা মেলবোর্ন সিটি কাউন্সিলের সমর্থনে রয়েল এক্সিবিশন বিল্ডিংকে বিস্ব ঐতিহ্য স্থান হিসেবে তালিকাভূক্ত করার প্রস্তাব দেয়। ১৯৯৯ সালে ভিক্টোরিয়ান লেবার পার্টি দেশপরিচালনার ক্ষমতা না পাওয়া পর্যন্ত এই মনোনয়নের কোন অগ্রগতি হয় নি।
২০০৪ সালের ১ জুলাই, রয়েল এক্সিবিশন বিল্ডিং ও কার্লটন বাগান বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে তালিকাভূক্ত স্বীকৃতি পায়, যা অস্ট্রেলিয়ার প্রথম ভবন হিসেবে বিশ্ব ঐতিহ্যে স্থান করে নেয়। এই স্বীকৃতিপত্রে বলা হয়, এই প্রদর্শনী ভবনটি উনবিংশ শতাব্দীর অন্যতম প্রদর্শনী ভবন।
[[
২০০৯ সালের অক্টোবর মাসে ভিক্টোরিয়া যাদুঘরের পাশাপাশি জার্মান বাগান পুনরায় ফিরিয়ে আনার জন্য একটা বিশাল প্রকল্প গ্রহণ করা হয়। এই বাগানটি ১৯৫০ সাল থেকে গাড়ি পার্কিং এর কাজে ব্যবহৃত হয়ে আসছে।<ref>"[http://museumvictoria.com.au/reb/about-us/world-heritage-world-futures/ World Heritage, World Futures"] museumvictoria.com.au.
== বর্তমান ব্যবহার ==
রয়েল এক্সিবিশন বিল্ডিং এখনো বাণিজ্যিক প্রদর্শনীর স্থান হিসেবে ব্যবহৃত হয়। এর কিছু নিয়মিত প্রদর্শনীর অন্যতম হল মেলবোর্ন আন্তর্জাতিক ফুল ও বাগান মেলা। মেলবোর্ন যাদুঘরেরও কিছু প্রদর্শনী এখানে অনুষ্ঠিত হয়।
রয়েল এক্সিবিশন বিল্ডিংটি ইউনিভার্সিটি অব মেলবোর্ন, রয়্যাল মেলবোর্ন ইনিস্টিটিউট অব টেকনোলজী, মেলবোর্ন হাই স্কুল, ম্যাক রবার্টসন গার্লস হাই স্কুল, নিস্যাল হাই স্কুল এবং সুজান কোরি হাই স্কুলের পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।
যাহোক, এটা এখন মেলবোর্ন এর বৃহত্তম বাণিজ্যিক প্রদর্শনী কেন্দ্র। রয়েল এক্সিবিশন বিল্ডিং আধুনিক বিকল্প মেলবোর্ন এক্সিবিশন এবং কনভেনশন সেন্টার হল। এটা কেন্দ্রীয় শহর এলাকার দক্ষিণে সাউথব্যাঙ্কে মধ্যে অবস্থিত
== তথ্যসূত্র ==
{{reflist|33em}}
== বহিঃসংযোগ ==
{{Commonscat|Royal Exhibition Building|{{PAGENAME}}}}
* [http://www.environment.gov.au/heritage/places/world/royal-exhibition/index.html World heritage listing for the Royal Exhibition Building]
* [http://museumvictoria.com.au/reb/ Royal Exhibition Building at Museum Victoria]
== আরো দেখুন ==
* [[অস্ট্রেলিয়ার ইতিহাস]]
* [[অস্ট্রেলিয়ার ভূগোল]]
* [[গ্রীষ্মকালীন অলিম্পিক গেম্স]]
[[বিষয়শ্রেণী:অস্ট্রেলিয়ার বিশ্ব ঐতিহ্যবাহী স্থান]]
|