ম্যাকবেথ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Addbot (আলোচনা | অবদান)
বট: আন্তঃউইকি সংযোগ সরিয়ে নেওয়া হয়েছে, যা এখন উইকিউপাত্ত ...
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
৬০ নং লাইন:
বার্নামের বনে শিবির করার সময় সৈন্যদের নির্দেশ দেওয়া হয়, নিজেদের সংখ্যা গোপন রাখতে তাঁরা যেন গাছের ডাল কেটে নিয়ে তার আড়ালে অগ্রসর হতে শুরু করে। এইভাবে ডাইনিদের আর একটি ভবিষ্যৎবাণী ফলে যায়। এদিকে লেডি ম্যাকবেথের মৃত্যুসংবাদ আসে। ম্যাকবেথ এই সময় একটি বিখ্যাত স্বগতোক্তি ("''[[টুমরো, অ্যান্ড টুমরো, অ্যান্ড টুমরো]]''") উচ্চারণ করলেন। লেডি ম্যাকবেথের মৃত্যুর কারণটি নাটকে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি। কোনো কোনো মতে, তিনি আত্মহত্যা করেছিলেন। সবশেষে ম্যালকম তাঁর সম্পর্কে বলেন, "'tis thought, by self and violent hands / took off her life"।
 
যুদ্ধে ইয়াং সিওয়ার্ড নিহত হন। ম্যাকডাফ ম্যাকবেথের মুখোমুখি হন। ম্যাকবেথ ঔদ্ধত্য প্রকাশ করে বলেন যে নারীর যোনিসম্ভূত কেউ তাঁকে হত্যা করতে পারবে না। তখনই ম্যাকডাফ তাঁকে জানান যে তাঁকে ''"মায়ের জরায়ু থেকে অসময়ে তুলে আনা হয়েছিল''" (অর্থাৎ, অস্ত্রোপচারের ফলে তাঁর জন্ম। এই কারণে তিনি [[অযোনিসম্ভূত]])। ম্যাকবেথ বুঝতে পারেন যে ডাইনিরা তাকে ভুল পথে চালনা করেছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ম্যাকডাফ ম্যাকবেথের শিরোচ্ছেদ করেন (এই দৃশ্যটি মঞ্চে অভিনীত হয়নি)। এইভাবে সর্বশেষ ভবিষ্যৎবাণীটি ফলে যায়।
 
এরপর ম্যালকম সিংহাসনে বসেন। ফ্লিয়ান্স রাজা হননি। কিন্তু ডাইনিরা ব্যাঙ্কোকে "''রাজবংশের জনক হবেন"'' বলে যে ভবিষ্যৎবাণী করেছিলেন, শেকসপিয়রের সময়কালে তাও ফলে যায়। কারণ [[ইংল্যান্ডের প্রথম জেমস]]কে (অপর নামে স্কটল্যান্ডের ষষ্ঠ জেমস) ব্যাঙ্কোর বংশধর বলে মনে করা হয়।
৮২ নং লাইন:
রচনার পরেও মূলপাঠে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয় বলে ''ম্যাকবেথ'' নাটকটির সঠিক রচনাকাল নির্ণয় করা অসম্ভব হয়ে পড়ে। অনেক গবেষক মনে করেন, ১৬০৩ থেকে ১৬০৬ সালের মধ্যবর্তী কোনো সময়ে নাটকটি রচিত হয়েছিল।<ref>Charles Boyce, ''Encyclopaedia of Shakespeare'', New York, Roundtable Press, 1990, p. 350.</ref><ref>A.R. Braunmuller, ed. ''Macbeth'' (CUP, 1997), 5-8.</ref> সম্ভবত [[হাউস অফ স্টুয়ার্ট|স্টুয়ার্ট রাজবংশের]] সিংহাসনারোহণ উপলক্ষ্যে [[ইংল্যান্ডের প্রথম জেমস|রাজা জেমসের]] পূর্বপুরুষদের গুণকীর্তনের উদ্দেশ্যেই রচিত হয় ''ম্যাকবেথ''। উল্লেখ্য, রাজা জেমস নিজেকে ব্যাঙ্কোর উত্তরসূরি মনে করতেন।<ref>Braunmuller, ''Macbeth,'' pp. 2-3.</ref> এই কারণেই গবেষকরা মনে করেন যে নাটকটি ১৬০৩ সালের পূর্বে রচিত হতে পারে না। তাঁদের বক্তব্য: চতুর্থ অঙ্কে ডাইনিরা ম্যাকবেথকে যে আট রাজার কুচকাওয়াজের মায়াদৃশ্য দেখিয়েছিলেন, তা আসলে রাজা জেমসের প্রতি নাট্যকারের অভিবাদন। অন্যান্য সম্পাদকেরা নাটকে [[গানপাউডার প্লট]] ও তৎপরবর্তী বিচারের উল্লেখের ভিত্তিতে নাটকের রচনাকাল নির্দিষ্ট করেছেন ১৬০৫-০৬ সাল। বিশেষভাবে উল্লেখ্য, দ্বাররক্ষকের সংলাপে (দ্বিতীয় দৃশ্য, দ্বিতীয় অঙ্ক, পংক্তি ১-২১) ১৬০৬ সালের বসন্তে ঘটা জেসুইট [[হেনরি গার্নেট|হেনরি গার্নেটের]] বিচারের উল্লেখ করেছে। এখানে "equivocator" (পংক্তি ৮) কথাটি গার্নেটের আত্মপক্ষ সমর্থনে ব্যবহৃত "equivocation" [দেখুন: [[ডকট্রেইন অফ মেন্টাল রিজার্ভেশন]]] এবং "farmer" (পঙ্গক্তি ৬) কথাটি গার্নেটের ছদ্মনাম হিসেবে ব্যবহৃত হয়েছে।<ref>Frank Kermode, "Macbeth," ''The Riverside Shakespeare'' (Boston: Houghton Mifflin, 1974), p. 1308; for details on Garnet, see Perez Zagorin, "The Historical Significance of Lying and Dissimulation—Truth-Telling, Lying, and self-Deception," ''Social Research,'' Fall 1996.</ref> যদিও "farmer" একটি সাধারণ শব্দ এবং "equivocation"-এর ধারণাটি [[ইংল্যান্ডের প্রথম এজিজাবেথ|রানি প্রথম এলিজাবেথের]] মুখ্য কাউন্সিলর লর্ড বার্গলের ১৫৮৩ সালের একটি ট্র্যাক্টের বিষয়। এছাড়াও উল্লেখ্য ১৫৮৪ সালে স্প্যানিশ প্রিলেট [[মার্টিন অ্যাজপিলকুয়েটা]] একটি ডকট্রেইন অফ ইকুইভোকেশন জারি করেন, যা ১৫৯০-এর দশকে ইংল্যান্ড সহ ইউরোপের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছিল।<ref> Mark Anderson, ''Shakespeare By Another Name,'' 2005, pp. 402-403</ref>
 
গবেষকরা আরো দেখিয়েছেন যে ১৬০৫ সালের গ্রীষ্মে [[অক্সফোর্ড|অক্সফোর্ডে]] রাজা জেমস একটি প্রমোদানুষ্ঠান দেখেছিলেন। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ডাইনি বোনেদের মতো তিন "[[সিবিল]]"। কারমোড অনুমান করেন যে শেকসপিয়র এই ঘটনার কথা শুনে ডাইনি বোনেদের দৃশ্যায়িত করার কথা ভাবেন। <ref name="Kermode, 1308">Kermode, ''Riverside Shakespeare,'' p. 1308.</ref> যদিও নিউ কেমব্রিজ সংস্করণে এ. আর. ব্রনমুলার এই অভিমত প্রকাশ করেছেন যে ১৬০৫-০৬ সালে ''ম্যাকবেথ'' নাট্যরচনার তত্ত্বটি প্রশ্নাতীত নয়। তাঁর মতে, এই নাটক রচনার সম্ভাব্য প্রথম তারিখটি হল ১৬০৩।<ref>Braunmuller, ''Macbeth,'' Cambridge, Cambridge University Press, 1997;
pp. 5-8.</ref> তবে নাটকটি কোনো মতেই ১৬০৭ সালের পরে রচিত হয়নি। কারণ, কারমোড লিখেছেন, “১৬০৭ সালে এই নাটকের অস্তিত্বের স্পষ্ট উল্লেখ পাওয়া যায়।” <ref name="Kermode, 1308"/> নাট্যাভিনয়ের প্রথম বর্ণনাটি ১৬১১ সালের এপ্রিল মাসের। [[সিমোন ফরম্যান]] এই সময় [[গ্লোব থিয়েটার|গ্লোব থিয়েটারে]] এই নাটকের অভিনয় দেখার কথা লিখেছেন।<ref>If, that is, the Forman document is genuine; see the entry on [[Simon Forman]] for the question of the authenticity of the ''Book of Plays.''</ref>
 
১২৬ নং লাইন:
* [http://macbeth.publicliterature.org/ Macbeth Text-Based Game] - Full text of Macbeth with a Text-Based Game.
* [http://www.thefinalclub.org/work-overview.php?work_id=7 TheFinalClub.org] - Entire play with Commentary that anyone can add to
* [http://www.medhasnotes.com/Macbeth.html Sixteen Important Quotations Analyzed by Medha Patel-Schwarz]
 
{{Macbeth}}