মিজানুর রহমান চৌধুরী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
২১ নং লাইন:
|occupation =
|}}
'''মিজানুর রহমান চৌধুরী''' ([[অক্টোবর ১৯]], [[১৯২৮]]- [[ফেব্রুয়ারি ২]], [[২০০৬]]) [[বাংলাদেশ|বাংলাদেশের]] একজন রাজনীতিবিদ যিনি রাষ্ট্রপতি [[এরশাদের]] আমলে [[জুলাই ৯]], [[১৯৮৬]] থেকে [[মার্চ ২৭]], [[১৯৮৮]] পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 
== জন্ম ==
মিজানুর রহমান [[চাঁদপুর]] জেলায় জন্মগ্রহণ করেন।
 
== রাজনীতি ==
=== পাকিস্তান আমল ===
কলেজ থেকেই তিনি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। [[১৯৬২]] সালে তিনি [[আওয়ামী লীগ|আওয়ামী লীগের]] প্রার্থি হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।১৯৬২ থেকে ১৯৬৯ পর্যন্ত পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন। যখন [[শেখ মুজিবুর রহমান]] এবং [[আওয়ামী লীগ]] নেতৃবৃন্দ কারাগারে ছিলেন তখন তিনি দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে।। [[১৯৬৭]] সালে তিনি নিজেও গ্রেফতার হন।আয়ূব খানের বিরুদ্ধে আন্দোলনের সময় তিনি সম্মিলিত বিরোধী দলের অন্যতম সংগঠক ছিলেন। <ref>[Historical dictionary of Bangladesh / by Craig Baxter and Syedur
Rahman. 2nd ed. page :62 ISBN 0-8108-3187-2]</ref>[[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ|বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে]] তিনি সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন।
 
=== স্বাধীন বাংলাদেশ ===
==== শেখ মুজিবের সরকার ====
’৭০ এর নির্বাচনে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হন। স্বাধীন [[বাংলাদেশ|বাংলাদেশে]] ১৯৭৩ এর সংসদে তিনি সংসদ সদস্য ছিলেন। [[১৯৭৩]] শেখ মুজিবুর রহমানের মন্ত্রী সভায় তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। [[১৯৭৫]] সালে শেখ মুজিব নিহত হলে [[বাকশাল]] সরকারের পতন হয় এবং [[জিয়াউর রহমান]] সরকার বহুদলীয় রাজনীতির অনুমোদন দিলে বাংলাদেশ আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হয় এবং [[আবদুল মালেক উকিল]] এবং মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের দু’টি পৃথক ধারার সৃষ্টি হয়।
 
==== এরশাদের সরকার ====
আশির দশকের শুরু দিকে [[হুসেইন মুহাম্মদ এরশাদ|হুসেইন মুহাম্মদ এরশাদের]] সামরিক সরকারকে সমর্থন দেন এবং [[জাতীয় পার্টি|জাতীয় পার্টিতে]] (সেসময়ের নাম জাতীয় দল)যোগ দেন ([[১৯৮৪]])। ১৯৮৬ তে প্রধানমন্ত্রী হন। এরশাদের রাষ্ট্রপতি থাকা কালীন তিনি দুই বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মার্চ, ১৯৮৮ তে [[মওদুদ আহমেদ]] তার স্থলে প্রধানমন্ত্রী হন। [[১৯৯০]] সালে এরশাদ ক্ষমতা ছেড়ে দেন। ১৯৯০ তে এরশাদ সরকার পতনের পর এরশাদ জেলে থাকাকালীন তিনি জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। [[২০০১]] সালে মিজানুর রহমান [[আওয়ামী লীগ|আওয়ামী লীগে]] যোগ দেন এবং মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন।
 
== মৃত্যু ==
[[২০০৬]] সালে তিনি মৃত্যু বরণ করেন।
== তথ্যসূত্র ==
<references/>