মাহমুদুল হক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
৩ নং লাইন:
'''মাহমুদুল হক''' (বন্ধুমহল ও কনিষ্ঠ অনেকের কাছে তিনি '''বটু ভাই''' হিসেবে পরিচিত) ([[১৯৪০]] - [[জুলাই ২১]], [[২০০৮]]) বাংলা সাহিত্যের শক্তিমান [[বাংলাদেশ|বাংলাদেশী]] কথাশিল্পী।
 
মাহমুদুল হক ১৯৪০ সালে পশ্চিমবঙ্গের বারাসাতে জন্ম গ্রহণ। ১৯৪৭ এর দেশ ভাগের সময় পর তার পরিবার [[পুরনো ঢাকা|পুরনো ঢাকার]] গেন্ডারিয়ায় বসবাস শুরু করেন। তার পিতা সরকারী উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তিনি ছয় ভাই চার বোনের মধ্যে চতুর্থ ছিলেন। তিনি পঞ্চাশের দশকে স্কুলে থাকাকালীনই লেখালেখি শুরু করেন। তিনি ১৯৫৯ সালে জগন্নাথ কলেজ (বর্তমান [[জগন্নাথ বিশ্ববিদ্যালয়]]) থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।
 
তিনি শিশুদের কাগজ ''আলাপনী'', ''শাহীন সেতারা'' প্রভৃতি পত্রিকায় নিয়মিত লিখতেন। তার কিছু সাড়া জাগানো উপন্যাসের মধ্যে ''খেলাঘর-[[খেলাঘর (চলচ্চিত্র)|চলচ্চিত্ররূপ ২০০৬]], জীবন আমার বোন, নিরাপদ তন্দ্রা, কালো বরফ, অনুর পাঠশালা, মাটির জাহাজ, অশরীরী প্রভৃতি উল্লেখ্যযোগ্য। কিন্তু তিনি [[১৯৮২]] সালের পর আর লেখেননি।