মনপুরা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
২৬ নং লাইন:
'''মনপুরা''' [[২০০৯]] সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র<ref>[http://www.amardeshonline.com/pages/weekly_news/2010/04/22/1721 বদলে যাচ্ছে সিনেমা]</ref>। গিয়াসউদ্দিন সেলিম এই ছবিটি পরিচালনার মাধ্যমে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলেন। সম্পূর্ণ গ্রামবাংলার পটভূমিতে নির্মিত, পারিবারিক ও প্রেমের গল্পের এই ছবিটি ২০০৯ সালের সেরা ব্যবসা সফল ছবি ছিল।<ref>''প্রকাশনাঃ আমার দেশ, ২৭ এপ্রিল, ২০১০'' [http://www.amardeshonline.com/pages/weekly_news/2010/04/27/1721 বদলে যাচ্ছে সিনেমা] ''সগৃহীত হয়েছেঃ ১২ মে, ১০১১''</ref> ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টিভি অভিনেতা [[চঞ্চল চৌধুরী]] ও ফারহানা মিলি ।
 
== কাহিনী সংক্ষেপ ==
গভীর রাতে প্রভাবশালী গাজীর মানসিক প্রতিবন্ধী ছেলে হালিম একটা খুন করে ফেলে। গাজী সাহেবের ছেলেকে রক্ষা করতে স্ত্রীর পরামর্শে বাড়ির এতিম কাজের ছেলে সোনাইকে মনপুরা দ্বীপে নির্বাসনে পাঠানো হয় যাতে সবাই সোনাইকে দোষী ভাবে।
মনপুরা চরে সোনাইয়ের সঙ্গে দেখা হয় পরীর। পরী মাঝির মেয়ে, চরের দিকে মাছ ধরতে আসে বাবার সঙ্গে। যত দিন গড়ায় সোনাই আর পরী ততই একে অপরের কাছাকাছি আসে। একদিন চরে এসে গাজী দেখে ফেলে পরীকে। ঠিক করে পাগল ছেলে হালিমের সঙ্গে পরীর বিয়ে দেবে। হুজুরও বলেছে বিয়ে দিলে ছেলের মাথা ঠিক হবে। তাছাড়া কোনো অবস্থাসম্পন্ন ঘরের মেয়ে তো আর পাগলের বউ হবে না, এই মেয়ে সুন্দর এবং গরিব। অতএব মেয়ের বাবাকে লোভ দেখিয়ে পাগল ছেলের বিয়ে ঠিক করে গাজী।
সোনাই আর পরী পালিয়ে যাবে, এমনটাই পরিকল্পনা হয়। কিন্তু সোনাই ধরা পড়ে পুলিশের হাতে। এরপর হালিমের সঙ্গে অনেকটা জোর করেই বিয়ে হয় পরীর। দিন যায়, সোনাইকে ভুলতে পারে না পরী। শ্বশুরবাড়িতে পরীকে শোনানো হয় সোনাইয়ের ফাঁসি হবে। এ খবর সহ্য হয় না পরীর। বিষ খেয়ে আত্মহত্যা করে সে।
 
৩৯ নং লাইন:
* মনির খান শিমুল - হালিম
 
=== [[জাতীয় চলচ্চিত্র পুরস্কার]] ===
''মনপুরা'' ছবিটি ২০০৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এর শ্রেষ্ঠ অভিনেতা সহ মোট পাঁচটি বিভাগে পুরস্কার লাভ করে।<ref>''প্রকাশনাঃ জনকণ্ঠ, ২৫ মার্চ ২০১১'' [http://www.dailyjanakantha.com/news_view_all.php?nc=42&dd=2011-03-25 জাতীয় চলচ্চিত্র পুরস্কার- ২০০৯] ''রেজাউর রহমান/মনিরুল ইসলাম, সগৃহীত হয়েছেঃ ১২ মে, ১০১১''</ref>
 
৪৬ নং লাইন:
* '''বিজয়ী''' শ্রেষ্ঠ খল অভিনেতাঃ [[মামুনুর রশীদ]] [[২০০৯]]
* '''বিজয়ী''' শ্রেষ্ঠ চিত্রনাট্যকারঃ গিয়াস উদ্দিন সেলিম
* '''বিজয়ী''' নারী কণ্ঠশিল্পীঃ চন্দনা মজুমদার ও কাজী কৃষ্ণকলি ইসলাম (যৌথভাবে)
 
== সঙ্গীত ==
'''মনপুরা''' ছবিটির সঙ্গীতায়োজন করেছেন [[অর্ণব_শায়ান_চৌধুরীঅর্ণব শায়ান চৌধুরী|অর্ণব]] এবং সংগীত পরিচালনা করেছেন ইকবাল এ. কবির।
 
=== সাউন্ড ট্র্যাক ===
৬৮ নং লাইন:
|৩
|''সোনার ময়না – অর্ণব''
|[[অর্ণব_শায়ান_চৌধুরীঅর্ণব শায়ান চৌধুরী|অর্ণব]]
|
|-
৯৮ নং লাইন:
{{end}}
 
== প্রচারণা ==
এই চলচ্চিত্রটির ছন্দময় গানগুলো চলচ্চিত্র মুক্তির পূর্বে ব্যাপক প্রচার করা হয়, ফলে চলচ্চিত্র লাভজনক হতে অনেক সাহায্য করে। এইটি কেবল এবং স্যাটেলাইট টিভি নেটওয়ার্কে ব্যাপক প্রচার করা হয়েছিল।
== ডিভিডি-ভিসিডি সত্ব ==
চলচ্চিত্রের ডিভিডি এবং ভিসিডি ডিসেম্বর ২০০৯ সালেই মুক্তি দেওয়া হয়েছিল লেজার ভিশনের ব্যানারে।
 
১১৩ নং লাইন:
{{DEFAULTSORT: মনপুরা}}
 
[[Categoryবিষয়শ্রেণী:২০০৯-এর চলচ্চিত্র]]
[[Categoryবিষয়শ্রেণী:বাংলাদেশী চলচ্চিত্র]]
[[Categoryবিষয়শ্রেণী:বাংলা ভাষার চলচ্চিত্র]]