ভিক্টর অরবান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
৪ নং লাইন:
|caption = ২০১১ সালে ব্রাসেলসে ভিক্টর অরবান
|office = [[List of Prime Ministers of Hungary|হাঙ্গেরীয় প্রধানমন্ত্রী]]
|president = [[László Sólyom|লাসজলো সলিয়ম]]<br />[[Pál Schmitt|পাল স্মিত]]<br />[[László Kövér|লাসজলো কোভার]] <small>(ভারপ্রাপ্ত)</small><br />[[János Áder|জানোস আদের]]
|term_start = ২৯ মে, ২০১০
|term_end =
|predecessor = [[Gordon Bajnai|গর্ডন বাজনাই]]
|successor =
|president1 = [[Árpád Göncz|আরপাদ গঞ্জ]]<br />[[Ferenc Mádl|ফেরেঙ্ক মাদ]]
|term_start1 = ৮ জুলাই, ১৯৯৮
|term_end1 = ২৭ মে, ২০০২
২০ নং লাইন:
|party = [[Fidesz|ফিদেজ]]
|spouse = আনিকো লিভাই <small>(১৯৮৬-বর্তমান)</small>
|children = রাহেল<br />গাসপার<br />সারা<br />রোজা<br />ফ্লোরা
|religion = [[Calvinism|কালভিনিজম]]
|alma_mater = [[Eötvös Loránd University|ইয়তভস লোর‌্যান্ড বিশ্ববিদ্যালয়]]<br />[[Pembroke College, Oxford|পেমব্রুক কলেজ, অক্সফোর্ড]]
|website = [http://orbanviktor.hu প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট]
}}
৩৯ নং লাইন:
সমাজতন্ত্র বিরোধী সংগঠন ফিদেজের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন তিনি। ১৬ জুন, ১৯৮৯ তারিখে বুদাপেস্টের [[Heroes' Square (Budapest)|হিরোজ স্কয়ারে]] সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৫৬ সালের [[হাঙ্গেরীয় বিপ্লব|হাঙ্গেরীয় বিপ্লবের]] নেতা [[Imre Nagy|ইম্রে নাগি]] ও শহীদদের স্মরণে ভাষণ প্রদান করে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। একই সাথে তিনি হাঙ্গেরি থেকে সোভিয়েত সেনা প্রত্যাহার ও মুক্ত নির্বাচনের আহ্বান জানান। এরফলে তিনি জাতীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণ হন। ১৯৮৯ সালে তিনি বিরোধী দলের গোলটেবিলে অংশ নেন।{{sfn|Martens|2009|p=192-193}} ১৯৯১ সালের মাঝামাঝি সময়ে সকল সোভিয়েত সেনা প্রত্যাহার করা হয়েছিল।
 
১৯৯০ সালে হাঙ্গেরির জাতীয় পরিষদে প্রথমবারের মতো নির্বাচিত হন। এ নির্বাচনে দল স্বল্পসংখ্যক আসন লাভ করে। সেপ্টেম্বর, ১৯৯২ সালে তিনি [[Liberal International|লিবারেল ইন্টারন্যাশনাল]] দলের সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৯৩ সাল থেকে [[Fidesz|ফিদেজ-হাঙ্গেরিয়ান সিভিক ইউনিয়নের]] নেতৃত্বে রয়েছেন অরবান। ১৯৯৪ সালে তাঁর দল আরো কম আসন পায়। ভোটারদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে দলকে মধ্য-ডানপন্থীতে রূপান্তরিত করতে মধ্য-ডানপন্থী দলের সাথে জোট বাঁধেন। ১৯৯৮ সালের নির্বাচনে ফিদেজ ও জোট দলগুলো সংসদে ৪২% ভোট পেয়ে বৃহৎসংখ্যক আসন দখল করে।{{sfn|Martens|2009|p=193}} ফিদেজ ও অন্য দু’টি দল জোট সরকার গঠন করে। [[András Hegedüs|আন্দ্রাজ হেগেদাসের]] পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ৩৫ বছর বয়সে অরবান প্রধানমন্ত্রী হন।<ref>[http://archive.is/20130217164408/http://zona.hu/article/2266/kormanyfoi-multidezes-a-jogaszok-a-nyerok.html Kormányfői múltidézés: a jogászok a nyerők] zona.hu</ref> তিনি একদল তরুণ মন্ত্রীকে সরকারে অন্তর্ভূক্ত করেন যাদের পূর্বেকার সরকারের সাথে সম্পৃক্ততা ছিল না। তিনি হাঙ্গেরিকে [[মুক্ত-বাজার অর্থনীতি|মুক্ত-বাজার অর্থনীতির]] দিকে নিয়ে যান। একই সময়ে তিনি ইউরোপ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৯৯ সালে [[ন্যাটো|ন্যাটোতে]] হাঙ্গেরির প্রবেশ নিশ্চিত করেন।
 
জানুয়ারি, ২০০০ সালে ফিদেজ দলের প্রধান থেকে পদচ্যুত হন। পার্টি কংগ্রেস প্রধানমন্ত্রী ও দলনেতার পদ আলাদা করতে এ সিদ্ধান্ত নেয়। ২০০২ সালে [[হাঙ্গেরিয়ান সোশ্যালিস্ট পার্টি]] (এমএসজেডপি) দল সংসদ নির্বাচনে জয়ী হলে তিনি প্রধানমন্ত্রীত্ব হারান। এর কিছুদিন পর তিনি ইউরোপীয়ান পিপল’স পার্টির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন। ২০০৩ সালে ফিদেজ দলে তিনি পুণরায় ফিরে আসেন। কিন্তু ২০০৬ সালে এমএসজেডপি দলের কাছে তাঁর দল পুণরায় হেরে যায়। এরফলে তিনি দলনেতা থেকে পদত্যাগ করেন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।<ref>[http://www.valasztas.hu/parval2006/main_hu.html Országos Választási Iroda – 2006 Országgyűlési Választások eredményei] valasztas.hu</ref> অরবানের জনপ্রিয়তা কমতে থাকে। কিন্তু ক্ষমতাসীন এমএসজেডপি দল কর্তৃক দেশের অর্থনীতি প্রসঙ্গে যথেচ্ছ মিথ্যাচারের ফলে ভোট সংখ্যা বাড়তে থাকে। প্রথমে বিক্ষুদ্ধ জনতাকে সমর্থন জানালেও সহিংসতার আকার ধারণ করায় তিনি দূরে সরে যান।