ব্ল্যাক পার্ল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী:ভৌতিক জাহাজ যোগ হটক্যাটের মাধ্যমে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
১ নং লাইন:
{{Pirates of the Caribbean ship |
| name = ''ব্ল্যাক পার্ল''
| image = [[Fileচিত্র:BlackPearl.jpg|250px]]
| caption = চলচ্চিত্রের শুটিংয়ের স্থানে ''ব্ল্যাক পার্ল''
| captained by = [[ক্যাপ্টন জ্যাক স্প্যারো|জ্যাক স্প্যারো]]&mdash;৩ বছর (সত্যিকারের অধিনায়ক) <br /> [[হেক্টর বারবোসা]]&mdash;১০ বছরের বেশি (জ্যাক স্প্যারোর বিরুদ্ধে এক বিদ্রোহের পর অধিনায়কত্ব পায়)
| First Mate = [[হেক্টর বারবোসা]] (প্রাক্তন)
| ship type = [[ইস্ট ইন্ডিয়ানম্যান]]
| weapons = ৩২ &times; ১২-পাউন্ডের কামান
| appearances = ''[[‎পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অফ দ্য ব্ল্যাক পার্ল|‎দ্য কার্স অফ দ্য ব্ল্যাক পার্ল]]<br />[[‎পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্ট|‎ডেড ম্যান’স চেস্ট]]<br />[[‎পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ড’স এন্ড|‎অ্যাট ওয়ার্ল্ড’স এন্ড]]''}}
 
'''''ব্ল্যাক পার্ল''''' ({{lang-en|''Black Pearl''}}), মূল '''''উইকড ওয়েঞ্চ''''' ({{lang-en|''Wicked Wench''}}) হচ্ছে একটি কাল্পনিক জাহাজ। এটি দেখা যায় ‎''[[‎পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অফ দ্য ব্ল্যাক পার্ল]]'', ''[[পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্ট]]'', ও ''[[‎পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ড’স এন্ড]]'' চলচ্চিত্রে। চিত্রনাট্য অনুসারে কালো মাস্তুল ও পাল দেখে ''ব্ল্যাক পার্ল''-কে সহজেই চেনা যায়। এর ফলে বিভিন্নভাবে সুবিধা হতো। [[কাটলার বেকেট|কাটলার বেকেটের]] নির্দেশে জাহাজটি পুড়িয়ে ও ডুবিয়ে দেওয়ার আগে এর নাম ছিলো ''উইকড ওয়েঞ্চ''। পরবর্তীতে [[ক্যাপ্টেন জ্যাক স্প্যারো|জ্যাক স্প্যারোর]] সাথে হওয়া এক চুক্তি অনুসারে [[ডেভি জোন্স (পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান)|ডেভি জোন্স]] এটিকে সমুদ্রগর্ভ থেকে তুলে আনে। স্প্যারো এর নতুন নাম দেয় ''ব্ল্যাক পার্ল''। জাহাজটিকে ‘নাই আনক্যাচেবল’ (‘{{lang||Nigh Uncatchable}}’) বা ‘ছোঁয়া অসম্ভব’ বলে ডাকা হয়। নামকরণের স্বার্থকতা বিচার করে, তিনটি চলচ্চিত্রেই দেখা যায় যে, কোনো না কোনোভাবে জাহাজটি ধরা পড়ার হাত থেকে পালিয়ে গেছে, বা অতিক্রম করে চলে গেছে। এর মধ্যে আছে ''[[ইন্টারসেপ্টর (পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান)|ইন্টারসেপ্টর]]'' (যাকে ক্যারিবিয়ানের সবচেয়ে দ্রুতগামী জাহাজ হিসেবে ধরা হয়) ও ''[[দ্য ফ্লাইং ডাচম্যান (পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান)|দ্য ফ্লাইং ডাচম্যান]]'' (যা প্রকৃতপক্ষে বাতাসের প্রতিকূলে পার্লের থেকেও দ্রুতগামী একটি জাহাজ)। অনেকগুলো পাল ধারণ করার কারণে জাহাজটি এতো বেশি দ্রুতগামী। ''অ্যাট ওয়ার্ল্ড’স এন্ড''-এ উল্লেখ করা হয় যে, এটিই একমাত্র জাহাজ যা কী না ''দ্য ফ্লাইং ডাচম্যান''-কে পরাজিত করতে পারে।
১৫ নং লাইন:
 
== বহিঃসংযোগ ==
* [http://pirates.wikia.com/wiki/Black_Pearl Black Pearl] at the [http://pirates.wikia.com ''Pirates of the Caribbean'' wiki]
* [http://movies.ign.com/articles/717/717853p1.html In depth article on the Black Pearl] from [[IGN]]
 
[[বিষয়শ্রেণী:পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান]]