বিশ্বসাহিত্য কেন্দ্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Addbot (আলোচনা | অবদান)
বট: আন্তঃউইকি সংযোগ সরিয়ে নেওয়া হয়েছে, যা এখন উইকিউপাত্ত ...
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
১ নং লাইন:
[[Imageচিত্র:BSK_Dhaka_Prize_Giving_Ceremony_2011.JPG|thumb|350px|দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম এর পুরস্কার বিতরণী উৎসব ২০১১]]
 
''বিশ্ব সাহিত্য কেন্দ্র'' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি সামাজিক সংগঠন যার মূল লক্ষ্য কিশোর ও যুব সমাজকে আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলা। এই সংগঠনের মূল কৌশল হলো গ্রন্থপাঠের মাধ্যমে তরুণদের সঠিক পথে পরিচালিত করা। ''আলোকিত মানুষ চাই'' - এই শ্লোগানের উপর ভিত্তি করে সংগঠনটি [[বাংলাদেশ|বাংলাদেশে]] বই পড়া ও সৎ চিন্তা বিকাশ ঘটানোর জন্য কাজ করে থাকে। এর মূল কার্যালয় [[ঢাকা|ঢাকার]] বাংলামটর এলাকায় অবস্থিত। তবে দেশব্যাপী শাখা রয়েছে। [[আবদুল্লাহ আবু সায়ীদ|আবদুল্লাহ আবু সায়ীদ]] এর উদ্যোগে ১৯৭৭ সনে এ সংগঠন প্রতিষ্ঠিত হয়। সপ্তাহের বিভিন্ন দিনে চলচিচত্র প্রদশনী ও চলমান বিষয়ের উপর আলোচনাসভা হয়। তবে সপ্তাহের প্রতিদিন বিকাল থেকে লাইব্রেরিতে বসে বই পড়া যায় ।
 
এছাড়া ভ্রাম্যমান গ্রন্থাগার প্রকল্পের অধীনে সংগঠনটি বাসে করে শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিন বই প্রেরণের কাজও করে থাকে।
== লক্ষ্য ==
''আলোকিত মানুষ চাই'' - এই শ্লোগান নিয়ে কাজ করে চলেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। সারাদেশে সবখানে আলোকিত মানুষ – যাঁরা জাতীয় জীবনের বিভিন্ন অঙ্গনে শক্তিমান নেতৃত্ব দিয়ে এই জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে – গড়ে তোলা, জাতীয় শক্তি হিসাবে তাদের সংঘবদ্ধ করা এবং এর পাশাপাশি জাতীয় চিত্তের সামগ্রিক আলোকায়ন ঘটানোই বিশ্বসাহিত্য কেন্দ্রের লক্ষ্য।
 
১০ নং লাইন:
[[চিত্র:AbdullahAbuSayeed2011.jpg|thumb|left|200px|অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, ২০১১।]]
 
== কার্যক্রম ==
=== দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম ===
==== শাখাভিত্তিক কর্মসূচি ====
বাংলাদেশের যেখানেই একসঙ্গে দুটি বা তিনটি স্কুল ও একটি বা দুটি কলেজ রয়েছে সেখানে গড়ে উঠেছে বিশ্বসাহিত্য কেন্দ্রের শাখা। এসব শাখায় দু' ধরণের কাজ চলে:
* ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী – এই ৭ শ্রেণীর সদস্যরা প্রতিবছর তাদের মন ও বয়সের উপযোগী ১৬টি সুন্দর, রুচিসম্মত ও উন্নতমানের বই পড়ার সুযোগ পায়। বইপড়াকে উৎসাহিত করার লক্ষ্যে সদস্যদের জন্যে রয়েছে পুরস্কারের পর্যাপ্ত ব্যবস্থা। বাইশ সপ্তাহ স্থায়ী এই কর্মসূচির মধ্য দিয়ে যারা ৭ টি বই পড়ে তাদের পায় 'স্বাগত পুরস্কার', ১০ টি বই পড়ুয়ারা পায় 'শুভেচ্ছা পুরস্কার', ১৩ টি বই পড়লে মেলে 'অভিনন্দন পুরস্কার' এবং সবকটি বই পড়লে পাওয়া যায় 'বিশ্বসাহিত্য কেন্দ্র পুরস্কার'। পুরস্কার হিসেবেও বই প্রদান করা হয়।
* বইপড়া কর্মসূচির পাশাপাশি প্রতি শুক্রবার কেন্দ্রের সদস্যরা অংশ নেয় সাংস্কৃতিক অনুষ্ঠানে। বিভিন্ন ধরণের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পঠিত বই এর ওপর আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী, অতিথি বক্তৃতা, সঙ্গীত শ্রবণ কর্মসূচি, মানুষ ও দেশ সম্বন্ধে জানার বিভিন্ন কর্মসূচি, পরিবেশ পরিচিতি, বছরের শেষে দর্শনীয় স্থান ভ্রমণ, পিকনিক – এমনি নানাধরণের কর্মসূচির ভিতর দিয়ে ভাব ও অনুভূতির সজীব বিনিময়েবং আনন্দমুখর সহমর্মিতার পরিবেশে ছাত্রছাত্রীদের হৃদয়কে সুস্মিত করে গড়ে তোলা হয়।
 
২০০৭ সালের হিসাব অনুযায়ী সারাদেশে এ কর্মসূচির ৫০০টি শাখা স্থাপন করা হয়েছে এবং প্রায় ১,০০,০০০ ছাত্র-ছাত্রী নিয়মিতভাবে এতে অংশ নিচ্ছে। গত ২৫ বছরে এ কর্মসূচিতে অংশ নিয়েছে প্রায় ২,৫০,০০০ ছাত্র-ছাত্রী।
==== স্কুল ও কলেজভিত্তিক কর্মসূচি ====
স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের জন্যে বইপড়ার পাশাপাশি পর্যাপ্ত সাংস্কৃতিক কর্মকান্ডের ব্যবস্থা করে করে এই কর্মসূচি। এটি পরিচালিত হয় স্কুল-কলেজগুলোর প্রধান শিক্ষক ও অধ্যক্ষের সহযোগিতায় এবং একজন যোগ্য ও সংস্কৃতিবান শিক্ষক বা অধ্যাপকের উদ্দীপ্ত নেতৃত্বে। এখন পর্যন্ত ৮০০ টি স্কুলের ৪২,০০০ ছাত্রছাত্রী এই কার্যক্রমের অন্তর্ভুক্ত হয়েছে।
 
=== পাঠচক্র কার্যক্রম ===
==== দীর্ঘমেয়াদী পাঠচক্র ====
দীর্ঘমেয়াদী এই পাঠচক্রগুলোয় পৃথিবীর শ্রেষ্ঠ দু'শো বই পড়ার সুযোগ রয়েছে। সাহিত্য, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজবিদ্যাসহ বিশ্বজ্ঞানের শ্রেষ্ঠ বইগুলোর পঠন-পাঠন এই চক্রের পাঠ্যতালিকার অন্তর্ভুক্ত।
 
==== অন্যান্য পাঠচক্র ====
এই কার্যক্রমের আওতায় বিভিন্ন বিষতের ওপর স্বল্পমেয়াদী পাঠচক্র আয়োজিত হয়। এ যাবৎ দর্শন পাঠচক্র, রবীন্দ্র অধ্যয়ন পাঠচক্র, রাজনীতি পাঠচক্র, বিশ্ব ইতিহাস পাঠচক্র, বিজ্ঞান পাঠচক্র – এমনি নানাধরণের পাঠচক্র আয়োজিত হয়েছে ও হচ্ছে।
 
== পুরস্কার ==
* ২০০৮ - [[ইউনেস্কো]]র জ্যঁ আমোস কমেনিউয়াস পুরস্কার। <ref name=palo>[http://prothom-alo.com/index.news.details.php?nid=MTkwNjc= বিশ্ব সাহিত্য কেন্দ্র জ্যঁ আমোস কমেনিউয়াস পুরস্কার পেয়েছে], [[প্রথম আলো]], [[সেপ্টেম্বর ২৬]], ২০০৮।</ref>
 
== তথ্যসূত্র ==
<references />
 
[[বিষয়শ্রেণী:বাংলাদেশের গ্রন্থাগার]]
[[Categoryবিষয়শ্রেণী:বাংলাদেশের সংগঠন]]
 
 
[[Category:বাংলাদেশের সংগঠন]]