বাংলাদেশ কোস্ট গার্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
১ নং লাইন:
[[চিত্র:Bd cost guard.jpg|thumb|right|বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিক]]
'''বাংলাদেশ কোস্ট গার্ড''' বাংলাদেশের উপকূল অঞ্চলে নিয়োজিত একটি [[আইন প্রয়োগকারী সংস্থা]]। এই সংস্থা জাতীয় ও আন্তর্জাতিক বিবিধ আইন প্রয়োগের মাধ্যমে উপকূল অঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা বিধান এবং জাতীয় স্বার্থ রক্ষা করে। সংস্থাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন।
 
== ইতিহাস ==
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হতে [[বাংলাদেশ নৌ বাহিনী|নৌ বাহিনী]] অতিরিক্ত দায়িত্ব হিসেবে কোস্ট গার্ডের ভূমিকা পালন করত। এতে তার নিজের কর্মকাণ্ড ব্যাহত হতো এবং কিছু আইনী সমস্যা সৃষ্টি হতো। এই সমস্যা নিরসনের জন্য সরকার একটি কোস্ট গার্ড গঠনের জন্য সংসদে আইন পাশ করে যা ''কোস্ট গার্ড এ্যাক্ট ১৯৯৪'' নামে পরিচিত। আনুষ্ঠানিক ভাবে [[১৪ই ফেব্রুয়ারি]] [[১৯৯৫]] সালে বাংলাদেশ কোস্ট গার্ড গঠিত হয় এবং ডিসেম্বর [[১৯৯৫]] সালে নৌ বাহিনী হতে ধার নেয়া দুটি টহল জাহাজের সমন্বয়ে তার কর্মকাণ্ড শুরু করে।
 
== গঠন ==
বাংলাদেশ কোস্ট গার্ড একটি সদর দফতরের মাধ্যমে পরিচালিত হয়। সংস্থার নিয়ন্ত্রিত অঞ্চলকে তিনটি জোন এবং একটি অতিরিক্ত সাব-জোনে ভাগ করা হয়েছে। এগুলো হলো:- ইষ্ট জোন (চট্টগ্রাম), ওয়েস্ট জোন (বাগেরহাট), সাউথ জোন (ভোলা) এবং ঢাকা সাব-জোন।
<br /><br />কোস্ট গার্ডের প্রধানকে ''ডিরেক্টর জেনারেল'' বলা হয়। বর্তমান প্রধান হলেন রিয়ার এডমিরাল কাজী সরোয়ার হোসেন (ট্যাজ) এনসিসি পিএসসি বিএন।
 
== দায়িত্ব ও কর্তব্য ==
 
== জলযান সমূহ ==
* সিজিএস তওফিক
* সিজিএস তাওহিদ
* সিজিএস তামজীদ
* সিজিএস তানভীর
* সিজিএস শীতগাং
* সিজিএস পোর্টে গ্র্যান্ডে
* সিজিএস রুপসী বাংলা
* সিজিএস পাবনা
* সিজিএস নোয়াখালী
* সিজিএস পাটুয়াখালি
* সিজিএস রাঙ্গামাটি
* সিজিএস বগুড়া
* সিজিএস আত্রাই
 
== বাইরের উৎস ==
* [http://www.coastguard.gov.bd/ বাংলাদেশ কোস্ট গার্ডের ওয়েবসাইট]
 
[[Categoryবিষয়শ্রেণী:বাংলাদেশের সামরিক বাহিনী]]
 
[[Category:বাংলাদেশের সামরিক বাহিনী]]