পিয়ের-জোসেফ প্রুদোঁ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
১৮ নং লাইন:
'''পিয়েরে জোসেফ প্রুধোঁ''' (১৮০৯-১৮৬৫) [[ফরাসী]] প্রাবন্ধিক, অর্থনীতিবিদ ও সমাজতাত্ত্বিক। তিনি ছিলেন ক্ষুদে বুর্জোয়ার তত্ত্বপ্রবক্তা ও [[নৈরাজ্যবাদ|নৈরাজ্যবাদের]] আদি তাত্ত্বিকদের একজন।<ref>মার্কস এঙ্গেলস রচনাবলী; দ্বিতীয় খণ্ড দ্বিতীয় অংশ; প্রগতি প্রকাশন মস্কো; ১৯৭২; পৃষ্ঠা-২০৭।</ref> তিনিই প্রথম [[নৈরাজ্যবাদ]] ও ফরাসী সিন্ডিক্যালবাদের তত্ত্ব রচনা করেন। তিনি বলেন সরকারের অবলুপ্তি আর শোষণের অবলুপ্তি একই সাথে চলবে। দুটি একই, অভিন্ন কাজ। তাঁর মতে রাজনৈতিকভাবে নয়, অর্থনৈতিকভাবে শ্রমিকদের নিজস্ব অর্থনৈতিক সংস্থা গড়ে তুলতে হবে। বৈপ্লবিক দিক থেকে বিকেন্দ্রীভূত এবং বহুকেন্দ্রিক সামাজিক ব্যবস্থা হবে তাঁর চরিত্র। তাঁর গ্রন্থ "সম্পত্তি কী" [[কার্ল মার্ক্স]] কর্তৃক প্রশংসিত হয়। তিনি প্রুধোঁকে রাজনৈতিক অর্থনীতির বিজ্ঞানসম্মত রচয়িতা বলে উল্লেখ করেন। মার্ক্সের [[পবিত্র পরিবার]] গ্রন্থে প্রুধোঁর প্রশংসা রয়েছে। কিন্তু প্রুধোঁর গ্রন্থ দারিদ্রের দর্শনকে বিরূপ সমালোচনা করে দর্শনের দারিদ্র গ্রন্থে মার্ক্স পরবর্তী সময়ে প্রুধোঁর কঠোর সমালোচক হয়ে ওঠেন। তিনি বলেন অর্থনৈতিক বর্গগুলি হলো তাত্ত্বিক ধারনা, সামাজিক উৎপাদন সম্পর্কের বিমূর্তকরণ। কিন্তু প্রুধোঁ এই সত্য উলটোভাবে দেখেছেন, যেমন [[ভাববাদ|ভাববাদী]] দার্শনিকেরা দেখে থাকেন।<ref>[[সমীরণ মজুমদার]]; মার্ক্সবাদ, বাস্তবে ও মননে; স্বপ্রকাশ, কলকাতা; ১ বৈশাখ, ১৪০২; পৃষ্ঠা-১৬০।</ref>
 
== তথ্যসুত্র ==
{{reflist}}
 
== বহিঃসংযোগ ==
{{wikiquote}}
{{Commons category|Pierre-Joseph Proudhon}}