নৃসিংহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Addbot (আলোচনা | অবদান)
বট: আন্তঃউইকি সংযোগ সরিয়ে নেওয়া হয়েছে, যা এখন উইকিউপাত্ত ...
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
১৫ নং লাইন:
'''নৃসিংহ''' ([[সংস্কৃত]]: नरसिंह, বানানান্তরে '''নরসিংহ''') [[বিষ্ণু|বিষ্ণুর]] [[দশাবতার|চতুর্থ]] [[অবতার]]। [[পুরাণ]], [[উপনিষদ]] ও অন্যান্য প্রাচীন [[হিন্দুধর্ম|হিন্দু]] ধর্মগ্রন্থে তাঁর উল্লেখ রয়েছে।<ref> [http://srimadbhagavatam.com/1/3/18/en1 Bhag-P 1.3.18] "In the fourteenth incarnation, the Lord appeared as Nrisimha and bifurcated the strong body of the atheist Hiranyakasipu with His nails, just as a carpenter pierces cane." </ref> তিনি হিন্দুদের জনপ্রিয়তম দেবতাদের অন্যতম। প্রাচীন মহাকাব্য, মূর্তিতত্ত্ব, মন্দির ও উৎসব ইত্যাদির তথ্যপ্রমাণ থেকে জানা যায় এক হাজার বছরেরও বেশি সময় ধরে তাঁর পূজা প্রচলিত রয়েছে।<ref name="Soifer">{{cite book |author=Soifer, Deborahof Narasiṁha and Vāmana: two avatars in cosmological perspective |publisher=State University of New York Press |location=Albany, N.Y |year=1991 |pages= |isbn=0-7914-0799-3 |oclc= |doi= |accessdate=}}</ref> নৃসিংহকে শৌর্যের মূর্তিস্বরূপ এবং তাঁর মন্ত্র শত্রুনিধন ও অমঙ্গল দূরীকরণে বিশেষ ফলপ্রসূ বলে মনে করা হয়; তাই অতীতে শাসক ও যোদ্ধারা নৃসিংহের পূজা করতেন।<ref>''Hindu Gods and Goddesses'', Swami Harshananda, Sri Ramakrishna Math, Chennai, p. 30</ref>
 
নৃসিংহ অর্ধ-মনুষ্য অর্ধ-[[এশীয় সিংহ|সিংহ]] আকারবিশিষ্ট। তাঁর দেহ মনুষ্যাকার, কিন্তু সিংহের ন্যায় মস্তক ও নখরযুক্ত।<ref> [http://srimadbhagavatam.com/7/8/19-22/en1 Bhag-P 7.8.19-22] </ref> ''[[মৎস্যপুরাণ]]'' অনুযায়ী নৃসিংহ অষ্টভূজ হলেও, ''[[অগ্নিপুরাণ]]'' অনুযায়ী তিনি চতুর্ভূজ।<ref>''পৌরাণিকা: বিশ্বকোষ হিন্দুধর্ম'', অমলকুমার বন্দ্যোপাধ্যায়, ফার্মা কেএলএম প্রাঃ লিঃ, কলকাতা, ২০০১, পৃ. ৭৯১</ref> একাধিক [[বৈষ্ণবধর্ম|বৈষ্ণব]] সম্প্রদায়ে তাঁর পূজা প্রচলিত। [[দক্ষিণ ভারত|দক্ষিণ ভারতে]] নৃসিংহ পূজার বিশেষ প্রচলন দেখা যায়। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী, নৃসিংহ ‘মহারক্ষক’; তিনি ভক্তকে তার প্রয়োজনের সময় সর্বদা রক্ষা করে থাকেন।<ref> Steven J. Rosen, ''Narasimha Avatar, The Half-Man/Half-Lion Incarnation'', p5 </ref>
 
== শাস্ত্রোল্লেখ ==
৩৫ নং লাইন:
আমাকে এমন বর দিন যে বরে আমার বাসস্থানের অন্দরে বা বাহিরে আমার মৃত্যু ঘটবে না; দিবসে বা রাত্রিতে, ভূমিতে বা আকাশে আমার মৃত্যু হবে না। আমাকে এমন বর দিন যে বরে শস্ত্রাঘাতে, মনুষ্য বা পশুর হাতে আমার মৃত্যু হবে না।
 
আমাকে এমন বর দিন যে বরে কোনো জীবিত বা মৃত সত্তার হাতে আমার মৃত্যু হবে না; কোনো উপদেবতা, দৈত্য বা পাতালের মহানাগ আমাকে হত্যা করতে পারবে না; যুদ্ধক্ষেত্রে আপনাকে কেউই হত্যা করতে পারে না; তাই আপনার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আমাকেও বর দিন যাতে আমারও কোনো প্রতিযোগী না থাকে। এমন বর দিন যাতে সকল জীবসত্তা ও প্রভুত্বকারী দেবতার উপর আমার একাধিপত্য স্থাপিত হয় এবং আমাকে সেই পদমর্যাদার উপযুক্ত সকল গৌরব প্রদান করুন। এছাড়া আমাকে তপস্যা ও যোগসাধনার প্রাপ্তব্য সকল সিদ্ধাই প্রদান করুন, যা কোনোদিনও আমাকে ত্যাগ করবে না।<ref> [http://srimadbhagavatam.com/7/3/en1 Bhag-P, Canto 7] 7.3.35-38 </ref>
</blockquote>
 
৫১ নং লাইন:
''[[কূর্মপুরাণ]]''-এর বর্ণনা অনুসারে, এরপর [[পুরুষ (হিন্দুধর্ম)|পুরুষ]] ও দৈত্যদের মধ্যে এক প্রবল সংগ্রাম শুরু হয়। এই যুদ্ধে তিনি পাশুপত নামে এক মহাস্ত্রকে প্রতিহত করেন। পরে প্রহ্লাদের ভাই অনুহ্রদের নেতৃত্বাধীন দৈত্যবাহিনীকে নৃসিংহ অবতারের দেহ হতে নির্গত এক মহাসিংহ যমালয়ে প্রেরণ করেন।<ref name="Soifer">p.85: K.P.1.15.70</ref> ''[[মৎস্যপুরাণ]]'' (১৭৯) গ্রন্থেও নৃসিংহ অবতারের বর্ণনার পর এই ঘটনার উল্লেখ করা হয়েছে।<ref name = "Soifer"/>
 
''[[ভাগবত পুরাণ]]''-এ আরও বলা হয়েছে: হিরণ্যকশিপুকে বধ করার পর সকল দেবতাই নৃসিংহদেবের ক্রোধ নিবারণে ব্যর্থ হন। বিফল হন স্বয়ং [[শিব|শিবও]]। সকল দেবগণ তখন তাঁর পত্নী [[লক্ষ্মী|লক্ষ্মীকে]] ডাকেন; কিন্তু লক্ষ্মীও স্বামীর ক্রোধ নিবারণে অক্ষম হন। তখন ব্রহ্মার অনুরোধে প্রহ্লাদ এগিয়ে আসেন। ভক্ত প্রহ্লাদের স্তবগানে অবশেষে নৃসিংহদেব শান্ত হন।<ref> [http://srimadbhagavatam.com/7/9/en1 Bhag-P 7.9] </ref> নৃসিংহদেব "প্রহ্লাদকে কোলে লইয়া গা চাটিতে লাগিলেন।"<ref>''দশাবতার চরিত'', ইন্দ্রদয়াল ভট্টাচার্য, উদ্বোধন কার্যালয়, কলকাতা, ২০০৯ মুদ্রণ, পৃ. ৪৮</ref> প্রত্যাবর্তনের পূর্বে নৃসিংহদেব প্রহ্লাদকে রাজা করে দেন।<ref name="Soifer">p.84</ref>
 
[[চিত্র:Sarabha Narasinmha Kangra.jpg|thumb|210px|নৃসিংহের সঙ্গে [[শরভ]] (ডানে)]]