নীহাররঞ্জন গুপ্ত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
১৫ নং লাইন:
| religion = [[হিন্দু]]
| notableworks = কিরীটি রায়
| parents = সত্যরঞ্জন গুপ্ত<br />লবঙ্গলতা দেবী
}}
'''ডাঃ নীহাররঞ্জন গুপ্ত''' (জন্মঃ [[৬ই জুন]], [[১৯১১]] - মৃত্যুঃ [[২০শে ফেব্রুয়ারি]], [[১৯৮৬]]) একজন ভারতীয় বাঙালি লেখক। তিনি ছিলেন জনপ্রিয় রহস্য কাহিনীকার এবং চিকিৎসক। তিনি বিখ্যাত গোয়েন্দা চরিত্র কিরীটি রায়ের স্রষ্টা হিসেবে উপমহাদেশে স্মরণীয় হয়ে আছেন।<ref name="sbc">{{cite encyclopedia |editor1-last=Sengupta |editor1-first=Subhodh Chandra |editor2-last=Basu |editor2-first=Anjali |encyclopedia=Samsad Bangali Charitabhidhan (Bibliographical Dictionary) |title=নীহাররঞ্জন গুপ্ত |trans_title=Nihar Ranjan Gupta |language=Bengali |edition=4th edition |year=2002 |month=January |publisher=Shishu Sahitya Samsad |volume=Volume 2 |location=Kolkata |isbn=81-85626-65-0 |page=168}}</ref><ref name="abp">{{cite news |title=Kolkatar Kadcha |url= |newspaper=Anandabazar Patrika |date=June 27, 2011 |page=4}}</ref><ref name="jinfo">{{cite web |url=http://www.jessore.info/index.php?option=content&page=details&value=229 |title=নীহার রঞ্জন গুপ্ত |last1=Bipul |first1=Mohammad Hasanuzzaman |last2=Shanta |first2=Samiul Amin |date= |work= |publisher=Jessore.Info |accessdate=September 10, 2011}}</ref>
২২ নং লাইন:
১৯১১ সালের ৬ই জুন তৎকালীন [[যশোর|যশোরের]] লোহাগড়া উপজেলার ইটনায় জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার ছিল বিখ্যাত কবিরাজ বংশীয়। তাঁর পিতা-মাতার নাম সত্যরঞ্জন গুপ্ত এবং লবঙ্গলতা দেবী। তিনি শৈশবকাল অতিবাহিত করেন কলকাতায়।
 
== শিক্ষা ==
পিতার স্থানান্তরিত চাকুরীর কারণে তিনি অনেক বিদ্যালয়ে পড়াশোনা করেন। তন্মধ্যে - গাইবান্দা উচ্চ বিদ্যালয় অন্যতম।<ref name="jinfo"/> ১৯৩০ সালে কোন্নগর উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন অর্জন করেন। কৃষ্ণনগর কলেজ থেকে আই.এসসি ডিগ্রী অর্জনের পর তিনি [[কলকাতা|কলকাতায়]] [[আর. জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতাল|কারমাইকেল মেডিকেল কলেজ]] থেকে ডাক্তারি বিদ্যায় কৃতকার্য হন।<ref name="jinfo"/> এরপর তিনি [[লন্ডন]] থেকে [[চর্মরোগ]] বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ছাত্রাবস্থায় তার বড় বোন [[পোকা|পোকার]] কামড়ে মারা যায়। ফলে চিকিৎসা বিজ্ঞানের মহান পেশায় নিয়োজিত থেকে এই [[রোগ]] সাড়ানোর জন্য স্বপ্ন দেখেন ও পরবর্তী জীবনে বাস্তবায়িত হয়।
 
== কর্মজীবন ==
৩৫ নং লাইন:
উপমহাদেশীয় প্রেক্ষাপট ও উপযোগী করে রচিত হয়েছে তাঁর রহস্য উপন্যাসগুলো। এ পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশটি উপন্যাসকে [[বাংলা ভাষা|বাংলা]] ও [[হিন্দি ভাষা|হিন্দি ভাষায়]] চলচ্চিত্রায়ণ করা হয়েছে যথাক্রমে [[টালিউড]] ও [[বলিউড|বলিউডের]] চলচ্চিত্রাঙ্গনে।<ref name="tds">{{cite news |title=Nihar Ranjan Gupta’s birth anniversary observed |url=http://www.thedailystar.net/story.php?nid=91614 |newspaper=The Daily Star |date=June 8, 2009 |accessdate=September 10, 2011}}</ref> এছাড়াও তিনি শিশুদের উপযোগী সাহিত্য পত্রিকা [[সবুজ সাহিত্য (সাময়িকী)|সবুজ সাহিত্যের]] সম্পাদকের দায়িত্ব পালন করেন।<ref name="sbc"/><ref name="abp"/>
 
== রচনাসমগ্র ==
বড়দের ও ছোটদের উপযোগী - উভয় ধরনের গোয়েন্দা উপন্যাস রচনায় সবিশেষ পারঙ্গমতা প্রদর্শন করেছেন নীহাররঞ্জন। মোট দুই শতাধিক গ্রন্থ তিনি রচনা করে গেছেন। উল্লেখযোগ্য রচনাগুলো হলো -
{{div col|2}}
৫১ নং লাইন:
{{div col end}}
 
== সম্মাননা ==
১৯৮৮ সালে [[বাংলাদেশ|বাংলাদেশের]] বিখ্যাত চিত্রকর [[এস এম সুলতান]] ইটনায় অবস্থিত নীহাররঞ্জন গুপ্তের বাসভবনে [[শিশুস্বর্গ|শিশুস্বর্গ-২]] প্রতিষ্ঠা করেন। ২৪ নভেম্বর, ১৯৯৩ সালে [[নড়াইল জেলা|নড়াইলের]] তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হোসেন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরবর্তীতে এস এম সুলতানের মৃত্যুর পর শিশু সংগঠনের কর্মীরা তা দখল করে। ২০০৩ সালে প্রত্নতত্ত্ব বিভাগ নীহাররঞ্জন গুপ্তের বাসভবন অধিগ্রহণ ও সংরক্ষণের জন্য উদ্যোগী হয়। কিন্তু, অদ্যাবধি এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।<ref name="bn24"/>
 
৫৯ নং লাইন:
== বহিঃসংযোগ ==
* [http://www.imdb.com/name/nm1275836/ ইন্টারনেট মুভি ডেটাবেজে ডাঃ নীহাররঞ্জন গুপ্ত]
 
 
[[বিষয়শ্রেণী:বাঙালি ঔপন্যাসিক]]