দাসত্ব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jayantanth (আলোচনা | অবদান)
+
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
৭ নং লাইন:
[[আন্তর্জাতিক শ্রম সংস্থা]] জোরপূর্বক শ্রম দেওয়াকে দাসত্ব হিসেবে ধরে না। তাদের হিসাব অনুযায়ী এখনো বিশ্বের ১ কোটি ২০ লক্ষ মানুষ জোরপূর্বক শ্রম, দাসত্ব, ও দাসত্ব সংশ্লিষ্ট প্রথার কাছে বন্দী।<ref>{{cite web|url=http://www.ilo.org/global/Themes/Forced_Labour/lang--en/index.htm |title=Forced labour - Themes |publisher=Ilo.org |date= |accessdate=2010-03-14}}</ref>
 
এই দাসের বেশির ভাগই ঋণ শোধের জন্য দাসে পরিণত হয়েছে। [[দক্ষিণ এশিয়া|দক্ষিণ এশিয়ায়]] একটি বৃহৎ জনগোষ্ঠী মহাজনদের কাছ থেকে অর্থ ধার নিয়ে পরবর্তী অর্থ শোধ দিতে না পারায় দাসে পরিণত হয়েছে। এদের মধ্যে কিছু আছে যারা কয়েক প্রজন্মের জন্য দাস।<ref>[http://www.newint.org/issue337/facts.htm Slavery in the 21st century]</ref> [[মানুষ পরিবহন]] মূলত হয়ে থাকে [[নারী]] ও [[শিশু|শিশুদের]] [[পতিতাবৃত্তি|যৌন ব্যবসায়]] ব্যবসায় খাটানোর জন্য।<ref name=voa>[http://www1.voanews.com/english/news/a-13-2009-05-15-voa30-68815957.html?rss=human+rights+and+law Experts encourage action against sex trafficking]</ref> এটিকে বর্ণনা করা হয় ‘ইতিহাসের সর্ববৃহৎ দাস বাণিজ্য’ হিসেবে। অবৈধ মাদকদ্রব্য পরিবহনে ব্যবহার করার কারণে একই সাথে এটি বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অপরাধ ক্ষেত্র।<ref name=voa/><ref>[http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/2783655.stm Asia's sex trade is 'slavery']</ref>[[প্রাচীন]] কালে এবং [[মধ্যযুগে]] সমাজে মানুষ কেনা বেচার একটি প্রথা ছিল । যা দ্বারা বিভিন্ন মুল্যের বিনিময়ে [[মানুষ]] কেনা যেত । এই প্রচলিত প্রথাটিকেই দাস প্রথা বলা হয়ে থাকে ।দাস অথবা দাসী বর্তমান বাজারের পণ্যর মতই বিক্রি হত । বতমার্নে যেমন পণ্য বেচা কেনার বাজার আছে অতীতেও দাসদাসী বিক্রি অথবা ক্রয় এর জন্য আলাদা [[বাজার]] ছিল । তখন দাসদাসী আমাদানী এবং রপ্তানীতে প্রচুর বৈদেশিক [[মুদ্রা]] অর্জন হত এবং এটা দেশের অর্থনীতিতে প্রভাব পড়তো । সাধারণত দাসদাসীরা [[আফ্রিকান]] হত । আফ্রিকান দাস এর মধ্যে '''[[হাবশি]]''' ও '''[[কাফ্রি]]''' র চাহিদা ছিল বেশী । বাংলায় এসব দাসদাসী [[৫]] থেকে [[৭]] টাকায় কেনা যেত এবং স্বাস্থ্যবান দাস প্রায় [[২০]] থেকে [[২২]] টাকায় কেনা যেত ।দাসদের দিয়ে [[২]] ধরনের কাজ করানো হত । [[কৃষি]] কাজ এবং গার্হস্থ্য কাজ । তখন সমাজে গুটি কয়েক [[দাস]] রাখা একটি সামাজিক মযাদার্র ব্যাপার ছিল ।তাছাড়া উচ্চ বিত্তরা তাদের দাসদের দিয়ে বিভিন্ন [[কৃষি]] কাজ করাতেন ।যেমন :[[হালচাষ]],সেচ এর পানি,মাটি উবর কারানো,গবাদী পশু পালন,তাদের রক্ষনাবেক্ষন ইত্যাদি কাজ করতো ।দাসীদের সাধারণত রাখা হতে যৌন লোভ লালসা পূরণ করার জন্য ।তাদের উপপত্নি করে রাখা হত এবং তাদের সন্তানদেরও দাস রুপে রাখা হত বা বিক্রি করা হত ।ব্রিটেনের সরকার এই দাস প্রথা নিরুৎসাহিত করে এবং [[১৮৪৩]] সালে [[আক্ট ফাইভ]] আইন দ্বারা দাসদাসী আমদানী ও রপ্তানী র্সম্পূন নিষিদ্ধ করা হয় ।
 
== তথ্যসূত্র ==