টমাস এডিসন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Aa10455 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
১৮ নং লাইন:
[[চিত্র:Thomas Edison.jpg|thumb|right|টমাস আলভা এডিসন]]
 
'''টমাস আলভা এডিসন''' ([[ফেব্রুয়ারি ১১]], [[১৮৪৭]] - [[অক্টোবর ১৮]], [[১৯৩১]]) ছিলেন [[যুক্তরাষ্ট্র|মার্কিন]] [[উদ্ভাবক]] এবং ব্যবসায়ী। তিনি [[গ্রামোফোন]], ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি (বাল্ব) সহ বহু যন্ত্র তৈরি করেছিলেন যা বিংশ শতাব্দীর জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছিল।<ref>[http://www.time.com/time/specials/packages/article/0,28804,1910417_1910419_1910460,00.html "The Electrifying Edison."- ব্রায়ান ওয়ালস] (৫ জুলাই ২০১০)</ref>
 
এডিশন [[ইতিহাস|ইতিহাসের]] [[অতিপ্রজ]] [[বিজ্ঞানী|বিজ্ঞানীদের]] অন্যতম একজন বলে বিবেচিত, যার নিজের নামে ১,০৯৩টি মার্কিন পেটেন্টসহ [[যুক্তরাজ্য|যুক্তরাজ্যে]], [[ফ্রান্স]] এবং [[জার্মানি|জার্মানির]] পেটেন্ট রয়েছে। গণযোগাযোগ খাতে বিশেষ করে [[টেলিযোগাযোগ]] খাতে তার বহু উদ্ভাবনের মাধ্যমে তার অবদানের জন্য তিনি সর্বস্বীকৃত। যার মধ্যে একটি স্টক টিকার, ভোট ধারনকারী যন্ত্র, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারী, বৈদ্যুতিক শক্তি, ধারনযোগ্য সংগীত এবং ছবি। এসব ক্ষেত্রে উন্নতি সাধনকারী তাঁর কাজগুলো তাঁকে জীবনের শুরুর দিকে একজন [[টেলিগ্রাফ]] অপারেটর হিসেবে গড়ে তোলে। বাসস্থান, ব্যবসায়-বানিজ্য বা কারখানায় [[বিদ্যুৎ শক্তি উৎপাদন]] ও [[বিদ্যুৎ শক্তি সঞ্চালন|বন্টনের]] ধারনা এবং প্রয়োগ দুটিই এডিসনের হাত ধরে শুরু হয় যা আধুনিক শিল্পায়নের একটি যুগান্তকারী উন্নতি। [[নিউইয়র্ক|নিউইয়র্কের]] [[ম্যানহাটন]] [[দ্বীপ|দ্বীপে]] তাঁর প্রথম বিদ্যুত কেন্দ্রটি স্থাপিত হয়।
 
== জীবনী ==
টমাস আলভা এডিসন [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রের]] ওহিও, মিলানে জন্ম গ্রহন করেন এবং [[মিশিগান]] রাজ্যের পোর্ট হুরনে বড় হন। এডিসন ছিলেন স্যামুয়েল অগডেন এডিসন (১৮০৪-১৮৯৬) ও ন্যন্সি ম্যাথিউস এলিয়টের (১৮১০-১৮৭১) সপ্তম এবং সর্বশেষ সন্তান। তাঁর পিতাকে [[কানাডা]] থেকে পালিয়ে যেতে হয় কারণ তিনি ম্যাকেনজি বিদ্রোহে অংশ নিয়েছিলেন। তিনি একজন ভাল বিপণন জ্ঞান সম্পন্ন ব্যক্তি ছিলেন।
 
== বিবাহ এবং সন্তান ==