জোয়ান বায়েজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Addbot (আলোচনা | অবদান)
বট: আন্তঃউইকি সংযোগ সরিয়ে নেওয়া হয়েছে, যা এখন উইকিউপাত্ত ...
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
১ নং লাইন:
জোয়ান বায়েজ (জন্মঃ ৯ জানুয়ারি, ১৯৪১) একজন মার্কিন ফোক গায়িকা ও সমাজকর্মী। তিনি বোস্টন এবং কেমব্রিজের কফিহাউজগুলোতে গান গেয়ে সংগীতজীবন শুরু করেন। ১৯৫৯ সালে নিউ পোর্ট ফোক উৎসবে অংশগ্রহণের পর তিনি খ্যাতি লাভ করেন। তিনি যুদ্ধ এবং সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে গান গেয়েছেন।
[[চিত্র:Joan_baez01.jpg|thumb|জোয়ান বায়েজ,২০০৩]]
 
== জন্ম এবং বাল্যকাল ==
জোয়ান বায়েজ ১৯৪১ সালে নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার বাবা আলবার্ট বায়েজ ১৯১২ সালে মেক্সিকোতে জন্মগ্রহণ করেন এবং ২০০৯ সালের ২০মার্চ মৃত্যুবরণ করেন। বায়েজের দাদা রেভারেন্ড অালবার্টো বায়েজ ক্যাথোলিক ধর্ম ত্যাগ করেন এবং যুক্তরাষ্ট্রে চলে আসেন যখন আলবার্টের বয়স ছিলো দুই।
 
১২ নং লাইন:
 
 
== গায়ক জীবন ==
জোয়ানের বাবার এক বন্ধু তাকে একটি উকেলেলে(ukulele) গীটার উপহার দেন। তিনি ৪টি কর্ড বাজাতে শেখেন যা দিয়ে তিনি রিদম এবং ব্লুজ বাজাতে পারতেন। তার বাবা মা ভয় পেতেন যে সংগীত তাকে মাদকাসক্তির দিকে নিয়ে যেতে পারে।<ref name="ডেমো"> [http://www.democracynow.org/2009/5/4/legendary_folk_singer_activist_pete_seeger Democracy Now, May 4, 2009 (transcript).] Interview with Joan Baez, by Amy Goodman at Pete Seeger's 90th birthday celebration. </ref> ৮ বছর বয়সে তিনি ফোক গায়ক পিট সিগার এর কনসার্ট দেখে মুগ্ধ হন। <ref name="ডেমো"/> কিছুদিনের মধ্যে তিনি জনসম্মুক্ষে গান গাওয়া শুরু করেন। ১৯৫৭ সালে তিনি তার প্রথম গিবসন অ্যাকুয়াস্টিক গিটার কিনেন।
 
=== প্রথম অ্যালবাম ===
জোয়ান বায়েজের সত্যিকারে পেশাদার সংগীতজীবন শুরু হয় ১৯৫৯ সালে নিউপোর্ট ফোক ফেস্টিভালে। তাঁর রেকর্ডিং ক্যারিয়ার শুরু হয় ১৯৬০ সালে। তাঁর প্রথম তিনটি অ্যালবামে নাম "জোয়ান বায়েজ", "জোয়ান বায়েজ ভলিউম ২","জোয়ান বায়েজ ইন কনসার্ট", সবগুলো 'গোল্ড রেকর্ড' মর্যাদাপ্রাপ্ত হয় ও বিভিন্ন চার্টে দুই বছর স্থান ধরে রাখে।<ref> Ruhlemann, William (May 6, 2009). [http://www.allmusic.com/artist/p1917/biography "Joan Baez – Biography". allmusic.com]. Rovi Corporation. Retrieved 2009-12-13. </ref>
[[চিত্র:Joan_Baez_1963.jpg|thumb|জোয়ান বায়েজ ১৯৬৩ সালে ওয়াশিংটনে]]
 
তিনি ইংরেজির পাশাপাশি স্প্যানিশেও দক্ষ। এ দুই ভাষার পাশাপাশি আরো অন্ততঃ ছয়টি ভাষায় গান রেকর্ডিং করেছেন তিনি। ৫৩ বছর ধরে তিনি ৩০টির বেশি অ্যালবাম প্রকাশ করেন।
 
== সামাজিক এবং রাজনৈতিক কর্মকান্ড ==
=== যুদ্ধবিরোধী আন্দোলন ===
==== বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ====
১৯৭১ সালে মেডিসন স্কয়ার গার্ডেনে কনসার্ট ফর বাংলাদেশ নামক বিখ্যাত কনসার্টে "স্টোরি অফ বাংলাদেশ" গানটি পরিবেশন করেন। গানটিতে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ,পাকিস্তানের গণহত্যা,বিশ্ববিদ্যালয়ের অস্ত্রহীন ছাত্রদের হত্যার কথা উঠে আসে।<ref> [http://www.joanbaez.com/Lyrics/bangladesh.html Words and Music by Joan Baez, Song of Bangladesh, lyrics joanbaez.com.]</ref> পরে চান্দস মিউজিক থেকে ১৯৭২ সালে "সং অফ বাংলাদেশ" নামে গানটি প্রকাশ করেন। <ref>[http://mukto-mona.net/Articles/avijit/joan_baez260306.htm http://mukto-mona.net/Articles/avijit/joan_baez260306.htm]</ref>পুরো গানটিতে ২২বার বাংলাদেশ শব্দটি উচ্চারিত হয়েছে।
 
==== ইরাক যুদ্ধ ====
১৯৯১ সালে জোয়ান বায়েজ গাল্ফ যুদ্ধের বিরুদ্ধে কনসার্ট করেন। ২০০৩ সালে ৬২বছর বয়সে তিনি সানফ্রান্সিস্কোতে প্রচুর দর্শকের সামনে ২টি কনসার্ট করেন ইরাক যুদ্ধের অবসান চেয়ে। ২০০৫ সালের আগস্টে তিনি টেক্সাসে সিন্ডি শিহানের শুরু করা যুদ্ধবিরোধী আন্দোলনে যোগ দেন।
 
==== ভিয়েতনাম যুদ্ধ ====
ভিয়েতনামের যুদ্ধের প্রতিবাদ করতে গিয়ে তিনি ১৯৬৭ সালে ২বার গ্রেপ্তার হন। <ref>[http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/october/16/newsid_2535000/2535301.stm http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/october/16/newsid_2535000/2535301.stm]</ref>মার্কিন সরকারকে ট্যাক্স দিতে অস্বীকার করে রেভেনিউ সার্ভিসের কাছে পাঠানো চিঠিতে তিনি বলেন, "আমি যুদ্ধে বিশ্বাসী নয়,আমি যুদ্ধের অস্ত্রে বিশ্বাসী নই,আমি আমার বছরের আয়করের ৬০% অস্ত্রের জন্য খরচ হতে দিবোনা"।
 
=== রাজনৈতিক আন্দোলন ===
১৯৮৯ সালে বেইজিং এ টিয়ানম্যান গণহত্যার বায়েজ "চায়না" নামক একটি গান লিখেন যেখানে তিনি চীনের কমিউনিস্ট দলের নিন্দা করেন যারা গণতন্ত্রের জন্য আন্দোলন কারো হাজার হাজার ছাত্রকে হত্যা করে।
 
=== সমকামীদের অধিকার ===
জোয়ান বায়েজ সমকামীদের অধিকারের আন্দোলনের জন্য বিশেষভাবে পরিচিত। ১৯৭৮ সালে তিনি অনেকগুলো কনসার্ট করেন ব্রিগসে উদ্যোগকে পরাজিত করার জন্য যেখানে বলা হয়েছিলো ক্যালিফোর্নিয়াতে কোনো সমকামী শিক্ষক স্কুলে পড়াতে পারবেনা।
 
৪৭ নং লাইন:
<references/>
 
== বহিঃসংযোগ ==
* [http://www.joanbaez.com/ অফিসিয়াল ওয়েবসাইট]
* [http://escritorasunidas.blogspot.com/2011/05/joan-baez-bbc-concert-1965-live.html বিবিসি লাইভ কনসার্ট ১৯৬৫]
৫৩ নং লাইন:
* [http://www.newfilmco.com/CIOpage.htm “Carry It On”, ১৯৭০ সালের ডকুমেন্টারি জোয়ান বায়েজ এবং ডেভিড হ্যারিসকে নিয়ে]
 
== আরো পড়ুন ==
* Baez, Joan. 1968. Daybreak — An Intimate Journal. New York City, New York: Dial Press.
* Baez, Joan, 1987. And a Voice to Sing With: A Memoir. New York City, New York: Summit Books. ISBN 0-671-40062-2