জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
যাচাই করা প্রয়োজন, তথ্যসূত্র নেই।
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
১ নং লাইন:
 
{{Refimprove|নিবন্ধে|{{subst:DATE}}|talk=y}}
[[বাংলাদেশ|বাংলাদেশে]] [[নভেম্বর ৭|৭ নভেম্বর]] তারিখটিকে '''জাতীয় বিপ্লব ও সংহতি দিবস''' হিসাবে পালন করা হয়। [[১৯৭৫]] খ্রীস্টাব্দের এই দিনে সংঘটিত [[সিপাহী ও জনতার বিপ্লব]] এর স্মরণে এই দিবসটি পালিত হয়। [[আবু তাহের|কর্নেল (অবঃ) আবু তাহের]] এর নেতৃত্বে সংঘটিত এই বিপ্লব [[খালেদ মোশাররফ|জেনারেল খালেদ মোশাররফ]] এর ৩ দিনের সরকারের পতন ঘটায়। এই বিপ্লবের ফলস্রুতিতে [[জিয়াউর রহমান|জেনারেল জিয়াউর রহমান]] বন্দীদশা থেকে মুক্তি পান, এবং পরবর্তীতে ক্ষমতায় আসেন। কোন কোন সময়ে ৭ই নভেম্বর বাংলাদেশে সরকারি ছুটি হিসেবে পালিত হয়েছে।।
১৫ ⟶ ১৪ নং লাইন:
তাহের বুঝতে পারেন জিয়া তাঁদের সাথে আর থাকছেন না। তিনি পুনরায় সংগঠিত হতে থাকেন। কিন্তু জিয়া বুঝতে পারেন ক্ষমতায় টিকতে হলে তাহেরসহ জাসদকে সরাতে হবে। সেই অনুযায়ী গ্রেফতার হতে থাকেন জাসদের সব নেতারা। তাহেরও গ্রেফতার হন। শুরু হয় এক প্রহসনের এক বিচার। গোপন আদালতে চলতে থাকে সেই বিচার
১৯৭৬ সালের ২১শে জুলাই কর্নেল তাহেরের ফাঁসি হয়। অন্যান্য নেতাদের বিভিন্ন মেয়াদের জেল হয়। ৭ নভেম্বরের বিপ্লবের কারিগর ছিলেন তাহের। আর তার ফলে ক্ষমতায় বসেন জিয়া।
 
"বিপ্লব ও সংহতি" -শব্দটি সাধারণত সমাজতান্ত্রিক আন্দোলনের শ্লোগান হিসেবে ব্যাবহৃত হয়।তবে বর্তমানে দিনটিকে মূলত জিয়াউর রহমানের রাজনৈতিক দল বিএনপি "জাতীয় বিপ্লব ও সংহতি দিবস" হিসেবে পালন করে