জাতিসংঘ সচিবালয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Addbot (আলোচনা | অবদান)
বট: আন্তঃউইকি সংযোগ সরিয়ে নেওয়া হয়েছে, যা এখন উইকিউপাত্ত ...
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
১ নং লাইন:
'''জাতিসংঘ সচিবালয়''' জাতিসংঘের ছয়টি গুরুত্বপূর্ণ শাখা বা সংস্থার অন্যতম একটি শাখা। এ শাখাটি ''সেক্রেটারিয়েট'' কিংবা ''সম্পাদকীয় দপ্তর'' কিংবা ''শাসন বিভাগীয় সংস্থা'' হিসেবেও পরিচিত। এটি জাতিসংঘের প্রশাসনিক বিভাগ হিসেবে দায়িত্ব পালন করছে। সংস্থার প্রধান হিসেবে রয়েছেন একজন [[জাতিসংঘের মহাসচিব|মহাসচিব]]। মহসচিবকে সহযোগিতা করছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা একদল কর্মকতা-কর্মচারী। জাতিসংঘের অন্যান্য সংগঠনের সভা অনুষ্ঠানের লক্ষ্যে পঠন-পাঠন, তথ্য প্রদান এবং আনুষ্ঠানিক সুযোগ-সুবিধাদি প্রদান করাই এর মূল কাজ। এছাড়াও সংস্থাটি অন্যান্য কাজ-কর্ম করে থাকে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ সাধারণ পরিষদ, জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ-সহ জাতিসংঘের অন্যান্য সংস্থার দিক-নির্দেশনায় এটি পরিচালিত হয়।
 
== গঠন প্রণালী ==
সম্পাদকীয় দপ্তরে একজন সেক্রেটারী জেনারেল বা মহাসচিব, কয়েকজন ডেপুটি সেক্রেটারী জেনারেল বা উপ-মহাসচিব এবং আন্ডার সেক্রেটারী জেনারেল-সহ প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে গঠিত হয়েছে। জাতিসংঘের সেক্রেটারী জেনারেল বা মহাসচিবকে মনোনয়নের জন্য [[জাতিসংঘ নিরাপত্তা পরিষদ]] সুপারিশ করে। পরবর্তীতে [[জাতিসংঘ সাধারণ পরিষদ]] তাঁকে ৫ বছরের জন্য নিযুক্ত করেন। ইচ্ছে করলে একজন মহাসচিবকে পরের মেয়াদের জন্যও মনোনীত হতে পারেন।
 
== কার্যাবলী ==
জাতিসংঘের একটি প্রশাসনিক বিভাগ হিসেবে জাতিসংঘ সচিবালয় নিম্নোক্ত কার্যাবলী সম্পাদন করে থাকে। Normal 0 false false false MicrosoftInternetExplorer4 <ref name = "C">"আধুনিক পৌরবিজ্ঞানের ভূমিকা", মোঃ রফিকুল ইসলাম সেলিম, আজিজিয়া বুক ডিপো, ঢাকা, ২য় প্রকাশ, ১৯৯৫, পৃষ্ঠা-৩৮৪</ref>
* জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের কার্যক্রম সম্বলিত প্রতিবেদন করে।
* জাতিসংঘ সচিবালয়ের একটি তথ্য বিভাগ রয়েছে। এখান থেকে যে সকল তথ্য প্রকাশ করে তার ভিত্তিতে [[জাতিসংঘ|জাতিসংঘের]] বিভিন্ন সংস্থা ও কমিশন পরিচালিত হয়।
১১ নং লাইন:
* [[জাতিসংঘের সদস্য দেশ|সদস্য দেশসমূহের]] কাছ থেকে [[অর্থ]] আদায়ের জন্য [[চিঠি-পত্র]] প্রদান করে।
 
== তথ্যসূত্র ==
{{reflist}}