জর্জ লুকাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
২ নং লাইন:
 
[[চিত্র:George Lucas cropped 2009.jpg|thumb|right|জর্জ লুকাস]]
'''জর্জ লুকাস''' (জন্ম [[মে ১৪]], [[১৯৪৪]]) একজন [[যুক্তরাষ্ট্র|মার্কিন]] চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তিনি ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে ছাত্র থাকার সময় তৈরি [[টিএইচএক্স-১১৩৮]] নামক চলচ্চিত্রের জন্য সর্ব প্রথম সমালোচকদের নজর কাড়েন। পড়ালেখা শেষে লুকাস [[ফ্রান্সিস ফোর্ড কপোলা]]র সাথে মিলে [[আমেরিকান জোয়িট্রোপ]] নামের চলচ্চিত্র প্রযোজনা কোম্পানী প্রতিষ্ঠা করেন। তাঁদের প্রথম প্রয়াস [[আমেরিকান গ্রাফিটি]] মার্কিন চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা চলচ্চিত্র বলে অভিহিত হয়েছে।
 
[[১৯৭৭]] খ্রীস্টাব্দে লুকাস নির্মান করেন তখনকার দিনের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র [[স্টার ওয়ার্স - দি নিউ হোপ]] (যা স্টার ওয়ার্স নামে অধিক পরিচিত)। এই চলচ্চিত্র ও তার সিকুয়েল [[এম্পায়ার স্ট্রাইক্‌স ব্যাক]] ও [[রিটার্ন অফ দি জেডাই]] চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র সিরিজ।
 
লুকাস তার নিজস্ব প্রযোজনা সংস্থা লুকাস ফিল্মস গঠন করেন লুকাস ফিল্মস। এই সংস্থা থেকে তৈরি হয় ইন্ডিয়ানা জোন্স নামক চরিত্র ভিত্তিক চলচ্চিত্র [[রেইডার্স অফ দা লস্ট আর্ক]], [[ইন্ডিয়ানা জোন্স এন্ড দি টেম্পল অফ ডুম]] এবং [[ইন্ডিয়ানা জোন্স এন্ড দি লাস্ট ক্রুসেড]]।
 
নব্বই দশকে লুকাস তাঁর স্টার ওয়ার্স ভিত্তিক চলচ্চিত্র সিরিজের প্রিকোয়েল বা পূর্বকাহিনীর তিনটি চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেন। এই ধারায় তৈরি হয় [[স্টার ওয়ার্স এপিসোড ওয়ান: দি ফ্যান্টম মিনেস]] , [[স্টার ওয়ার্স এপিসোড ২: এটাক অফ দি ক্লোন্স]] এবং [[স্টার ওয়ার্স এপিসোড থ্রি: রিভেঞ্জ অফ দি সিথ]]।
 
চলচ্চিত্র প্রযোজনা ছাড়াও লুকাস চলচ্চিত্রের স্পেশাল এফেক্ট তৈরি কারী প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল লাইটস আন্দ ম্যাজিক প্রতিষ্ঠা করেছেন।