২,০০,১০৩টি
সম্পাদনা
Yahia.barie (আলোচনা | অবদান) (+) |
অ (বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?) |
||
| place of burial=[[বেগম বাজার]], [[ঢাকা]]
|}}
'''নবাব খাজা আহসানুল্লাহ''' (১৮৯৬-১৯০১) খান বাহাদুর [[Order of the Indian Empire|কেসিআইই]] [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ ভারতের]] [[ঢাকা|ঢাকার]] [[নবাব]] ছিলেন। তিনি একজন বিখ্যাত [[উর্দূ]] সাহিত্যিক ও ছিলেন। ১৮৭১ সালে খান বাহাদুর, ১৮৭৫ সালে নওয়াব, ১৮৯১ সালে সিআইই, ১৮৯২ সালে নওয়াব বাহাদুর ও ১৮৯৭ খ্রিস্টাব্দে ''কেসিআইই'' উপাধি লাভ করেন। তিনি ১৮৯০ খ্রিস্টাব্দে প্রথমবার এবং
== বাল্যকাল ==
তিনি ১৮৪৬ খ্রিস্টাব্দের ২২শে ডিসেম্বর নবাব খাজা আব্দুল গণির ঔরসে মাতা ইসমতুন্নেসার গর্ভে জন্মলাভ করেন। শৈশবে তিনি মাতৃভাষা [[বাংলা]] ছাড়াও [[আরবি]], [[উর্দূ]] ও [[ফার্সি]] ভাষা শিক্ষালাভ করেন। তিনি বাল্যকালেই [[কোরআন]] এ [[হাফেজ]] হন।<ref name="bd">[http://banglapedia.search.com.bd/HT/A_0127.htm Ahsanullah, Khwaja] - [[Banglapedia]] article by Mohammad Alamgir </ref> ২২বছর বয়সে তিনি তার পারিবারিক সম্পত্তির দ্বায়িত্তভার গ্রহন করেন।<ref name="saleem">[http://www.dawn.com/events/pml/review27.htm Salimullah: life and work] Pakistan DAWN - December 30, 2006</ref>
== দানবীর নবাব ==
নওয়াব খাজা আহসানুল্লাহ একজন দানকবীর ছিলেন। হিসাবে করা হয়েছে যে, তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অন্তত: ৫০ লক্ষাধিক টাকা দান করেছিলেন। যেমন, ঢাকার হোসেনী দালান পুনর্নির্মাণে এক লক্ষ টাকা, ঢাকার প্লেগ মহামারী নিবারণে এক লক্ষ টাকা (১৮৯৮খ্রি:), কুমিল্লা শহর উন্নয়নে (১৮৯৮) ৮০ হাজার টাকা, বড়লাটের দুর্ভিক্ষ তহবিলে ৫০ হাজার টাকা, মিটফোর্ড হাসপাতালে বিভিন্ন সময়ে দান প্রায় এক লক্ষ টাকা, ঢাকায় লেডি ডাফরিন মহিলা হাসপাতাল নির্মাণে (১৮৮৮ খ্রি:) ৫০ হাজার টাকা ইত্যাদি। প্রতি বছর ৩০-৪০ দরিদ্র মুসলমানকে হজে যাওয়ার প্রয়োজনীয় ব্যয় তিনি বহন করতেন। এছাড়া মক্কায় ''নহরে জুবায়দা'' নামে খাল সংস্কারে তিনি ৬০ হাজার টাকা দান করেছিলেন । তিনি ঢাকার সার্ভে স্কুলটিকে ইঞ্জিনিয়ারিং স্কুলে (বর্তমানে '''বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়''') উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়নের স্বার্থে
== সামাজিক অবদান ==
১৯০১ খ্রিস্টাব্দের ৭ ডিসেম্বর তারিখে ঢাকা শহরে প্রথম বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হয়। এই ব্যাপারে তিনি ছিলেন অন্যতম উদ্যোক্তা। কেবল তাই নয় এই পরিকল্পনার বাস্তবায়নের স্বার্থে তিনি সাড়ে চার লক্ষ টাকা দান করেছিলেন।
== সাহিত্য-সংস্কৃতি ==
খাজা আহসানুল্লাহ একাধারে গীতিকার, নাট্যকার ও কণ্ঠশিল্পী ছিলেন। তিনি বেশ কিছু ঠুমরী ঢংয়ের গীত রচনা করেন। তাঁর রচিত উর্দু নাটকগুলো নওয়াববাড়িতে মঞ্চস্থ হতো। তিনি উর্দু
== মৃত্যু ==
তিনি ১৯০১ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর ইন্তেকাল করেন। বেগমবাজারে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর নামে পুরান ঢাকা একটি রাস্তা এবং বুয়েটে একটি ছাত্রবাস (হল) রয়েছে।
|
সম্পাদনা