কমন জেন্ডার-দ্য ফিল্ম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
২৮ নং লাইন:
চলচ্চিত্রটি একটি [[হিজড়া]] গোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্প নিয়ে গড়ে উঠেছে। চলচ্চিত্রে অভিনয় করেছেন সোহেল খান, হাসান মাসুদ, রাশেদ মামুন অপু, রোজী সিদ্দিকী, চিত্রলেখা গুহ, ডলি জহুর, সাজু খাদেম, দিলীপ চক্রবর্তী, অয়ন চৌধুরী, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, সিন্ডি রোলিংসহ আরও শতাধিক মঞ্চ কর্মী।
 
== কাহিনী সংক্ষেপ ==
{{spoiler}}
প্রতিটি শিশুর মত সাধারণ ভাবেই জন্ম হয় [[হিজড়া]] সম্প্রদায়ের। মূলত এরা পুরুষ হয়ে জন্ম নেয় এবং বয়স বৃদ্ধির সাথে সাথে তাদের শারীরিক পরিবর্তন ঘটে তবে তা আর দশটা সাধারণ ছেলে বা মেয়ের মত নয়। এক সময় তাদের শারীরিক গঠন পরিবার ও সমাজের কাছে প্রশ্ন দাড় করিয়ে দেয়। এদেরকে তারা কোন শ্রেণীতে রাখবে [[পুরুষ]] নাকি [[নারী]]?
৫৪ নং লাইন:
জনপ্রিয় নাট্য নির্মাতা নোমান রবিন ২০১১ সালে 'কমন জেন্ডার' নামে একটি টেলিছবি নির্মাণ করেছিলেন, এটি ওই বছর [[ঈদুল আজহা|কোরবানি ঈদের]] তৃতীয় দিন [[আরটিভি|আরটিভিতে]] প্রচারিত হয়েছিল। তা ছিল ''কমন জেন্ডার-দ্য ফিল্ম'' চলচ্চিত্রের একটি পরীক্ষামূলক প্রযোজনা, পার্ল অ্যান্ড পেন্টাগন ফিল্মের ব্যানারে নির্মিত টেলিছবি ও চলচ্চিত্র দুটি।<ref name="DKK-27-01-2010" />উভলিঙ্গ, বৃহন্নলা, শিখণ্ডী বা [[হিজড়া]] সম্প্রদায়ের জীবনযাত্রা, প্রেম-ভালোবাসা আর আনন্দ-বেদনার নানা তথ্য বিনোদনের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরতেই এই চলচ্চিত্র। এটি নির্মাণ করা হয়েছে কিছুটা বাণিজ্যিক ছবির ধাছে যেমন; কোনো অশ্লীলতা ছাড়াই একটি আইটেম গান সহ মোট ছয়টি গান রয়েছে চলচ্চিত্রে। এছাড়া চলচ্চিত্রের গল্পের প্রয়োজনে প্রায় শতাধিক থিয়েটার কর্মী নিয়ে কাজ করা হয়েছে।
 
== সংগীত ==
{{Infobox Album |
| Name = কমন জেন্ডার-দ্য ফিল্ম
৭৭ নং লাইন:
|১
|''চাঁদ যেমন ঘোমটা দিয়ে''
|বালাম ও [[ন্যান্সি]]
|
|-
১২৮ নং লাইন:
{{DEFAULTSORT:কমন জেন্ডার}}
 
== বহিঃসংযোগ ==
* [http://www.facebook.com/CommonGender কমন জেন্ডার-দ্য ফিল্ম] — [[ফেসবুক]]
[[বিষয়শ্রেণী:২০১২-এর চলচ্চিত্র]]