এশীয় উন্নয়ন ব্যাংক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী:১৯৬৬-এ প্রতিষ্ঠিত যোগ হটক্যাটের মাধ্যমে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
৪৬ নং লাইন:
}}</ref> এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য।
 
== ইতিহাস ==
[[জাতিসংঘ|জাতিসংঘের]] [[এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক কমিশন]] (সাবেক ইউএনএসকেপ) এর সদস্য এবং অন্যান্য উন্নত দেশগুলোর সমন্বয়ে [[ব্যাংক|ব্যাংকটি]] গঠিত হয়।
 
৫৩ নং লাইন:
দেশ স্বাধীন হবার পর ১৯৭৩ সালে [[বাংলাদেশ]] এডিবি'র সদস্য পদ লাভ করে।
 
== গঠনতন্ত্র ==
বিশ্বব্যাংকের প্রায় সমরূপ ধাঁচে এশীয় উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। সদস্যভূক্ত দেশগুলোর অর্থনৈতিক বুনিয়াদের উপর নির্ভর করে [[ভোট]] প্রদানের সীমারেখা নির্ধারিত করা হয়েছে যা বিশ্বব্যাংকের সমস্তরের। বর্তমানে [[মার্কিন যুক্তরাষ্ট্র]] এবং [[জাপান]] প্রত্যেকেই ৫৫২,২১০টি শেয়ারের অধিকারী। এরফলে তারা প্রত্যেকেই মোট শেয়ারের ১২.৭৫৬% [[শেয়ার]] নিয়ে শীর্ষস্থান দখল করে আছে। এছাড়াও, [[চীন]] ২,২৮,০০০ এবং [[ভারত]] ২২৪,০১০ সংখ্যক শেয়ার নিয়ে যথাক্রমে ৬.৪২৯% এবং ৬.৩১৭% দখল করেছে। এরফলে তারা ২য় এবং ৩য় স্থান অর্জন করেছে।
 
৬৩ নং লাইন:
* কারিগরি সাহায্য তহবিল।
 
== কার্য্যালয় ==
বোর্ড অব গভর্নরস্‌ কর্তৃক ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। তিনি পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে ব্যাংক পরিচালনা করে থাকেন। প্রেসিডেন্ট ৫ বছর সময়কালের জন্য নিযুক্ত হন। প্রয়োজনে তিনি পুণরায় নির্বাচিত হতে পারেন। সচরাচর এবং সর্বোবৃহৎ মালিকানার অধিকারী বিধায় জাপানীরাই এর প্রেসিডেন্ট হয়ে থাকেন। বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন [[হারুহিকো কুরোদা]]। তিনি ২০০৫ সালে তাদাও চিনো'র স্থলাভিষিক্ত হন।
এডিবি'র সদর দফতর [[ফিলিপাইন|ফিলিপাইনে]] অবস্থিত।<ref>"[http://www.adb.org/contacts Contacts]." ([http://www.webcitation.org/65aHxBRYl Archive]) Asian Development Bank. Retrieved on February 19, 2012. "6 ADB Avenue,
Mandaluyong City 1550, Philippines"</ref><ref>"[http://www.adb.org/sites/default/files/ADB-Map.pdf How to Visit ADB]." ([http://www.webcitation.org/65aHzlnkl Archive]) Asian Development Bank. Retrieved on February 19, 2012.</ref> এর ঠিকানা হচ্ছে -
<Center>{{quote|৬ এডিবি এভিনিউ<br />
মান্দালিয়ং সিটি<br />
মেটো ম্যানিলা<br />
ফিলিপাইন।}}</Center>
এছাড়াও, বিশ্বের বিভিন্ন জায়গায় এর প্রতিনিধিত্বকারী কার্য্যালয় বা শাখা রয়েছে। ব্যাংকে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ৩,০০০। সদস্যভূক্ত ৫৫টি দেশ থেকেই কর্মরত ও নিযুক্ত রয়েছেন তারা। তন্মধ্যে - অর্ধেকেরও বেশীসংখ্যক কর্মকর্তা-কর্মচারীই ফিলিপাইনের অধিবাসী বা [[ফিলিপিনো]]।
 
== ইতিহাস ==
এশীয় উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা পেয়েছে মূলতঃ কিছুসংখ্যক জাপানীদের আগ্রহের প্রেক্ষিতে। তাঁরা ১৯৬২ সালে ব্যাংকের মাধ্যমে আঞ্চলিক উন্নয়নের লক্ষ্যে প্রাইভেট প্ল্যান বা বেসরকারী [[পরিকল্পনা]] ও চিন্তাধারা গ্রহণ করে। পরবর্তীকালে জাপান সরকার এতে সরাসরি জড়িয়ে পড়ে। জাপানীরা অনুভব করেছিল যে, বিশ্বব্যাংক এশিয়ার [[অর্থনীতি|অর্থনীতিতে]] অংশগ্রহণ করবে না। ফলে এশিয়া তথা এশীয়দের তেমন কোন উন্নয়ন ঘটবে না। ফলশ্রুতিতে একটি ব্যাংক প্রাতিষ্ঠানিকভাবে গঠনের মাধ্যমে জাপান লাভবান হবে।
 
৮০ নং লাইন:
জাপানের অর্থনৈতিক লাভের প্রেক্ষাপটে এডিবি কাজ করে যায়। এর অধিকাংশ [[ঋণ]] সহায়তা কার্যক্রমে [[ইন্দোনেশিয়া]], [[থাইল্যান্ড]], [[মালয়েশিয়া]],[[দক্ষিণ কোরিয়া]] এবং ফিলিপাইনকে সম্পৃক্ত করে। কেননা জাপানের সাথে দেশগুলোর ব্যাপক বৈদেশিক লেনদেন পরিচালিত হয়। ১৯৬৭-৭২ সাল পর্যন্ত দেশগুলো এডিবি'র মোট ঋণের ৭৮.৪৮% অর্থ পেয়েছিল।
 
== তথ্যসূত্র ==
{{reflist}}
 
== বহিঃসংযোগ ==
{{Commons category|Asian Development Bank}}
* [http://www.bicusa.org/ Bank Information Center]