এন্টিক্রাইস্ট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Addbot (আলোচনা | অবদান)
বট: আন্তঃউইকি সংযোগ সরিয়ে নেওয়া হয়েছে, যা এখন উইকিউপাত্ত ...
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
২০ নং লাইন:
| gross =
}}
'''''এন্টিক্রাইস্ট''''' ২০০৯ সালের একটি [[হরর ছবি]] যা লিখেছেন ও পরিচালনা করেছেন লারস ভন ট্রাইয়ার যা একটি জুটিকে কেন্দ্র করে যারা তাদের শিশুর মৃত্যুর পর বনে একটি কুটিরে গিয়ে নানা অভিজ্ঞতার সম্মুখীন হন। পুরুষটি অদ্ভুত দৃশ্য দেখতে পান ও মহিলাটি ক্রমবর্ধমান নৃশংস যৌনাচারণের প্রকাশ ঘটান।ছবিতে মাত্র ২ টি চরিত্র থাকে যারা হলেন উইলিয়াম ডাফো এবং চার্লোত্তে গেইন্সবূর্গ। ছবিটি ২০০৯ সালের উৎসবে প্রথম প্রদর্শিত হয় এবং গেইন্সবূর্গ শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার জিতে নেন।ছবিটি সমালোচনার জন্ম দেয়। সমালোচকরা ছবিটির শৈল্পিক প্রকাশভঙ্গির প্রশংসা করলেও এর বিষয়বস্তুর যথার্থতা নিয়ে বিভক্ত হয়ে পড়েন।ছবিটি রাশিয়ান ছবি নির্মাতা আন্দ্রেই [[তারাকোভস্কি]]কে উৎসর্গ করা হয়।
 
== অভিনয় শিল্পী ==
{{double image|right|WillemDafoe09TIFF.jpg|110|Charlotte Gainsbourg Cannes.jpg|134|অ্যান্টিক্রাইস্ট ছবির অভিনয় শিল্পীরাঃ উইলিয়াম ডাফো টরেন্টো চলচ্চিত্র উৎসবে এবং চার্লোত্তে গেইন্সবূর্গ কান্নেস চলচ্চিত্র উৎসবে}}
* উইলিয়াম ডাফো : ডাফো লারস ভন ট্রাইয়ারের তৈরি ২০০৫ সালের চলচ্চিত্র মান্ডারডেতে অভিনয় করেছিলেন । তার সাথে ট্রাইয়ার যোগাযোগের পর তিনি রাজী হন চরিত্রটা গ্রহণ করতে এবং পরে তিনি ব্যাখা করেনঃ " আমি মনে করি যে অন্ধকার চরিত্রটি, যে কিনা অব্যক্ত চরিত্র বেশী শক্তিশালী একজন অভিনেতার জন্য। এটা এমন একটা চরিত্র যার সম্পর্কে আমরা কথা বলতে চাই না, তাই তোমার সুযোগ আছে চরিত্রটাকে ক্রিয়াশীল ও সৃষ্টিশীল উপায়ে প্রয়োগ করতে।এজন্য আমি এটা করতে আকৃষ্ট হয়েছি।"<ref name=movieline>Bourgeois, David (2009-05-20) "[http://www.movieline.com/2009/05/willem-dafoe-on-his-acting-lars-von-trierand-toilet-bowl-cleaner.php ''Antichrist'''s Willem Dafoe: 'We Summoned Something We Didn't Ask For']". Movieline.com. Retrieved 2009-06-11.]</ref> ডাফো কথাবলা শিয়ালের কন্ঠ নিজেই দেন, যদিও শব্দ ধরনে অনেক প্রক্রিয়া চালানো হয়েছে।<ref>[Goodsell, Luke (2009-11-23). "[http://www.rottentomatoes.com/m/1210830-antichrist/news/1856901/i_dont_hate_women_lars_von_trier_on_antichrist 'I Don't Hate Women': Lars von Trier on ''Antichrist'']". [[Rotten Tomatoes]]. Retrieved 2009-12-14.]</ref>
* চার্লোত্তে গেইন্সবূর্গ: ফরাসি অভিনেত্রী ইভা গ্রীনকে প্রস্তাব করা হয়েছিল মেয়ে চরিত্রটির জন্য। তিনি ইতিবাচক সাড়া দিলেও, তার এজেন্ট তাকে সিনেমাটা করার ব্যাপারে মানা করে। এই ব্যর্থ চরিত্র নিয়োগের চেষ্টাটা ২ মাস সময় নেয় ছবি তৈরির আগের প্রক্রিয়াতে।ঘটনাক্রমে গেইন্সবূর্গ চরিত্রটিতে নিয়োগ পেতে উৎসুক হয়ে ওঠেন। ট্রাইয়ারের বয়ানেঃ "গেইন্সবূর্গ এসেছিলেন একদিন এবং বলেন যে আমি মরে যাচ্ছি অংশ গ্রহণ করার জন্য চরিত্রটা যেমনই হোক না কেন।তাই মনে করি খুব প্রাথমিকভাবেই সে সিদ্ধান্তটা নিয়েছিল। তার সাথে এ পর্যন্ত আমার কোন সমস্যা হয়নি।""<ref>[Crocker, Jonathan (2009-07-22) "[http://www.rottentomatoes.com/m/1210830-antichrist/news/1833302/rt_interview_lars_von_trier_on_antichrist RT Interview: Lars von Trier on ''Antichrist'']." [[Rotten Tomatoes]]. Retrieved on 2009-07-22.]</ref>
অতিরিক্তভাবে , বাচ্চাটাকে খেলিয়েছিল স্ট্ররম আচেচে সাহ্লস্ট্রম। ডামি ব্যবহার করা হয়েছিল ডাফো এবং গেইন্সবুর্গের সবচেয়ে খোলামেলা চরিত্রে। পেশাদার [[পর্ণোগ্রাফিক]] অভিনেতা হোর্স্ট স্ট্রামকা ও ম্যান্ডি স্টারশিপকে নিয়োগ দেয়া হয়েছিল এই কাজের জন্য।<ref name=dfi>{{cite web|url=http://www.dfi.dk/faktaomfilm/nationalfilmografien/nffilm.aspx?id=60888|title=Antichrist|language=Danish|work=Nationalfilmografien|publisher=[[Danish Film Institute]]|accessdate=2009-12-07}}</ref>
 
=== পুরস্কার এবং মনোনয়ন ===