উইলিয়াম কিড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Rotlink (আলোচনা | অবদান)
fixing dead links
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
১৩ নং লাইন:
'''ক্যাপ্টেন উইলিয়াম কিড''' (সি. [[১৬৪৫]] - [[২৩ মে]] [[১৭০১]]<ref>{{cite web| year =2003| title =William Kidd| publisher =UXL Encyclopedia of World Biography| url =http://findarticles.com/p/articles/mi_gx5229/is_2003/ai_n19152123| accessdate =13 December 2007|archiveurl=http://archive.is/6gQ9|archivedate=18 July 2012}}</ref>) ছিলেন একজন স্কটিশ নাবিক যাকে [[ভারত মহাসাগর]] থেকে জলযাত্রা সম্পন্ন করে ফেরার পথে জলদস্যুতার অভিযোগে মৃত্যুদন্ড দেওয়া হয়। আধুনিক কিছু কিছু ইতিহাসবিদ তার জলদস্যুতার অভিযোগ অগ্রহনযোগ্য বলে মনে করেন, বরং তারা মনে করেন, তিনি শুধুমাত্র একজন প্রাইভেটিয়ার (শত্রু-জাহাজ আক্রমণ ও লুণ্ঠনের অধিকারপ্রাপ্ত বেসরকারী জাহাজ) ছিলেন। মূলত কিডের খ্যাতি বৃদ্ধি পেয়েছিল, যখন ব্রিটিশ সংসদে তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে উত্তেজনাপূর্ণ আলোচনা ও তার আসন্ন বিচার নিয়ে আলোচনা করা হয়।
 
== জীবনী ==
ক্যাপ্টেন উইলিয়াম কিড হয় পৃথিবীর সবচেয়ে কুখ্যাত জলদস্যু ছিলেন অথবা তিনি সাম্রাজ্যবাদের ভুল সিদ্ধান্তের বলি একজন সফল প্রাইভেটিয়ার ছিলেন। তার চরিত্রের সঙ্গে আলোচিত কিংবদন্তী বা কাল্পনীক কাহিনী বাদে, তার নাম প্রমান করার জন্য এটিই যথেষ্ঠ যে, তিনি অতন্ত্য দক্ষ ও নিয়ম মেনে চলা একজন সৈনিক ছিলেন। কিড স্কটল্যান্ডের ড্যান্ডিতে ১৬৪৫ সালের জানুয়ারিতে জন্মগ্রহন করেন। শৈশবেই তিনি সমুদ্র বেছে নেন এবং শীঘ্রই তিনি নিজেকে একজন দক্ষ ও কঠোর পরিশ্রমী নাবিকে পরিণত করেন। উচ্চ আদালতের অ্যাডমিরালিটিতে তার জন্মসনদে ১৬৯৫ বা ১৬৯৪ এ তার বয়স ৪১ বলে ‍উল্লেখ করা হয়েছে। গবেষক ডেভিড ডবসন ১৬৫৪ সালে তার সনদ খুজে পান। তার পিতা ছিলেন ক্যাপ্টেন জন কিড যিনি সমুদ্রে হারিয়ে গিয়েছিলেন। স্থানীয় একটি প্রতিষ্ঠান তার পরিবারকে দেখাশোনা করত। দ্য পাইরেট হান্টার জীবনীতে (২০০২) রিচার্ড জ্যাক বলেন, কিড ড্যান্ডির বাসিন্দা ছিলেন। কিড গিনকের বাসিন্দা ছিলেন এই ধারনা ড. ডবসন বাতিল করে দেন। তিনি বলেন, এরকম কোন নথি পত্র খোঁজে পাওয়া যায়নি। এটাও ধারনা করা হয় যে তার পিতা চার্চ অফ স্কটল্যান্ডের মন্ত্রী ছিলেন, তবে এটিও প্রমানিত হয়নি। ঐ সময়কার গির্জার কোন নথি পত্রেই এরকম কোন তথ্য পাওয়া যায়নি। ধারনা করা হয় পরবর্তীতে কিড নিউ ইয়র্কে বসবাস করা শুরু করেন।<ref>{{cite web| title =Pirates: William Kidd| publisher =Genealogy & Family History Achievements Heraldry and Research| url =http://www.achievements.co.uk/articles/william_kidd.html| accessdate =13 December 2007}}</ref><ref>{{cite web| title =WELCOME TO THE ULTIMATE CAPTAIN WILLIAM KIDD WEB SITE |url =http://www.pfrh.supanet.com/HISTORYBODY.htm| accessdate =13 December 2007}}</ref> তবে এরকমও তথ্য প্রচলিত যে, তিনি নিজে তার বিখ্যাত সমুদ্রাভিযান পরিচালনার পূর্বে, প্রথম দিকে একটি জলদস্যু জাহাজে নাবিকের সহকারী হিসেবে কিছুকাল কাজ করেছেন।
 
২০ নং লাইন:
নিউ ইয়র্কে অবস্থানের সময় [[১৬ মে]], [[১৬৯১]] সালে কিড সারা ব্রেডলি কক্স উড নামে একজন সম্ভ্রান্ত ইংরেজ বিধবাকে বিয়ে করেন।<ref>Zacks, p. 82-83, 86.</ref>
 
== বিচার ও মৃত্যুদন্ড ==
[[Fileচিত্র:Hanging of William Kidd.jpg|right|thumb|250px|শিকলে ঝুলন্ত ক্যাপ্টেন কিড]]
 
নিউ ইয়র্কে প্রত্যাবর্তনের পূর্বে কিড জানতে পারেন জলদস্যুতার অভিযোগে তাকে খুঁজা হচ্ছে এবং ইংরেজ কিছু ম্যান অফ ওয়ারও তাকে খুঁজছে। এটা জানতে পেরে কিড তার সাথে থাকা স্বর্ণ-মুদ্রা ভেসেলটি ক্যরিবীয় সাগরের গুপ্ত স্থানে লুকিয়ে রেখে তিনি পুনরায় নিউ ইয়র্কের দিকে যাত্রা করেন। তিনি তার কিছু ধন-সম্পদ গার্ডিনারস দ্বীপে জমা রাখেন এই আশায় যে এই সম্পদ আলোচনা চালানোর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে।
৩১ নং লাইন:
কিডের পক্ষে আইনী লড়াই করার জন্য দুজন আইনজীবী ছিলেন।<ref>Zacks, p. 364.</ref> তিনি এটি জেনে দুঃখ পান যে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। বিচারে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগেই (হত্যা ও জলদস্যুতার অভিযোগ ৫টি) তিনি দোষী প্রমানিত হন। [[২৩ মে]], [[১৭০১]] সালে লন্ডনের ওয়াপিং-এর এক্সিকিউসন ডেকে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হয়। ফাঁসি দেওয়ার সময় প্রথমে জল্লাদের দড়ি ছিড়ে গিয়েছিল এবং দ্বিতীয় বারের চেষ্ঠায় তাকে ফাঁসি দেওয়া হয়। তার মৃতদেহ [[টেম্‌স নদী|টেম্‌স নদীর]] উপর টিলবারি পয়েন্টে পরবর্তী তিন বছরের জন্য ফাঁসিকাঠে ঝুলিয়ে রাখা হয় এই বার্তা দিতে যে, কারো বিরোদ্ধে জলদস্যুতার অভিযোগ প্রমানিত হলে এই পরিণতিই বরণ করতে হবে।<ref>{{cite web|url=http://www.royalnavalmuseum.org/info_sheets_piracy.htm|title=A brief history of piracy|publisher=Royal Navy Museum|accessdate=23 June 2011}}</ref>
 
== পদটীকা ==
{{reflist|2}}
 
== তথ্যসূত্র ==
* {{cite book| author = Douglas Botting| title = The Pirates| date = 1978-05-01| isbn = 978-0-8094-2650-8 }}
* Cordingly, David (1995). ''Under The Black Flag : The Romance and the Reality of Life Among the Pirates''. Harcourt Brace & Company.
* Hamilton, Cochran, et al. (1961). ''Pirates of the Spanish Main, 1st Edition''. New York: American Heritage Publishing Co., Inc.
 
== আরো পড়ুন ==
;বই
* Campbell (1853). ''An Historical Sketch of Robin Hood and Captain Kid''. New York.