উইন্ডসর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Addbot (আলোচনা | অবদান)
বট: আন্তঃউইকি সংযোগ সরিয়ে নেওয়া হয়েছে, যা এখন উইকিউপাত্ত ...
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
৭৫ নং লাইন:
উইন্ডসরের অনেক সড়কের নাম [[ফরাসি ভাষা|ফরাসি ভাষায়]], যা তার ফরাসি ঐতিহ্যের পরিচয় বহন করে। উলেট, পেলিসিয়ে, ফ্রাঁসোয়া, পিয়ের, ল্যাংলয়, মারিনেতেত এবং লজঁ এরকম কয়েকটি নাম। এই নগরীর সড়ক ব্যবস্থাতেও সরু লম্বা ও নদীর দিকে মুখ করে বসান [[কানাডিয়েন]] খামারগুলোর কৃষি পদ্ধতির ছাপ দেখা যায়। বর্তমানে উত্তর-দক্ষিনে বিস্তৃত রাস্তাগুলোর নাম অনেক ক্ষেত্রেই বহু বছর আগে সেই খামারের চাষী পরিবারের নাম জানান দেয়। নগর উপকণ্ঠের সড়ক ব্যবস্থায় আবার বৃটিশ জমি বন্টন ব্যবস্থার ছাপ লক্ষ করা যায়। আজও উইন্ডসরে ও তার আশেপাশের লেকশোর, টেকামসি এবং লাসাল অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক ফরাসি ভাষী বসবাস করেন।
 
১৭৯৪ এর মার্কিন আন্দোলনের পর [[স্যান্ডউইচের|স্যান্ডউইচের]] বসতীটির পত্তন হয়। পরবর্তীতে তার নামকরণ করা হয় উইন্ডসর, ইংল্যান্ডের বার্কশায়ারের একটি শহরের নামানুসারে। উইণ্ডসরের স্যান্ডউইচ পাড়ায় আজও নগরের সবচেয়ে পুরাতন ভবন গুলো দেখা যায়। ম্যাকেঞ্জি হল, যা ১৮৫৫ সালে এসেক্স কাউন্টি হল হিসেবে প্রথম নির্মিত, এর মধ্যে অন্যতম। বর্তমানে কমিউনিটি সেন্টার হিসেবে ভবনটি ব্যবহৃত হচ্ছে। তবে নগরের সবচেয়ে পুরাতন ভবনটি হল ১৭৯২ সালে নির্মিত ডাফ-বেবি হাউস। বর্তমানে অন্টারিও হেরিটেজ ট্রাস্ট এর মালিকানা ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত এবং সরকারী দপ্তর হিসেবে ভবনটি ব্যবহৃত হচ্ছে। এছাড়াও শরতলীতে আছে ১৮১২ সালে নির্মিত ফ্রাঁসোয়া-বেবি হাউস, যা এখন আঞ্চলিক ইতিহাসের সংরক্ষণাগার উইন্ডসর কমিউনিটি মিউজিয়াম।
 
আজ যেখানে উইন্ডসর অবস্থিত সেখানেই ১৮৩৭ সালে উইন্ডসরের যুদ্ধ সংঘটিত হয়। একই বছরে আবার আবার সংঘটিত হয় প্যাট্রিয়ট যুদ্ধও।
৯৩ নং লাইন:
উইন্ডসর স্টারের শতবার্ষীকি সংখ্যায় (১৯৯২) নগরীর ইতিহাস, রেলওয়ে কেন্দ্র হিসেবে সাফল্য, প্রথম ও দ্বীতিয় বিশ্বযুদ্ধের অবদান প্রকাশিত হয়। এছাড়াও ১৮৯২ সালে নগরের নামকরণ সংক্রান্ত জটিলতার কথা উঠে আশে। সর্বাধিক জনপ্রিয় নামগুলো ছিল "দক্ষিন-ডেট্রয়েট", "ফেরি"(ডেট্রয়েট ও উইন্ডসরের মাঝে সংযোগ স্থাপনকারী ফেরি থেকে), "উইন্ডসর" এবং "রিচমন্ড"(জনপ্রিয়তার বিচারে দ্বীতিয়)। নাম হিসেবে উইন্ডসর বেছে নেয়া হয় এর পত্তনকারীদের ইংরেজ ঐতিহ্যের কারনে, বার্কশায়ারের উইন্ডসর কেল্লার নামানুসারে। তবে দ্বীতিয় বিশ্বযুদ্ধের সময় পর্যন্তও স্থানীয় জনগন এবং ডাকবিভাগ একে রিচমন্ড নামটাই ব্যবহার করত।
 
== অর্থনীতি ==
উইন্ডসরের অর্থনীতি মূলতঃ শিক্ষা, পর্যটন, শিল্প এবং সরকারী বিভাগ সমূহের উপর নির্ভরশীল।
উইন্ডসর বিশ্ববিদ্যালয় এবং সেইন্ট ক্লেয়ার কলেজ ঊল্লেখযোগ্য সংখ্যক লোকের কর্মসংস্থান যোগায় এবং সাম্প্রতিক কালে উভয়েরই পরিসর বৃদ্ধি পেয়েছে। উইন্ডসর বিশ্ববিদ্যালয়ের সাথে পশ্চিম অন্টারিও বিশ্ববিদ্যালয়ের সহযোগীতায় ২০০৮ সালে স্থাপিত মেডিকাল স্কুলটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান এবং স্থানীয় অর্থনীতিতে তার অবদানকে জোরদার করেছে। বর্তমানে প্রায় ১১২ মিলিয়ন ডলার ব্যায়ে প্রকৌশল ভবন নির্মানাধিন রয়েছে।