আজিমপুর গোরস্থান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ, সূত্র+
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
১ নং লাইন:
'''আজিমপুর গোরস্থান''' বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত একটি মুসলমান সমাধিস্থল। একে [[আজিমপুর কবরস্থান]] হিসেবেও প্রায়শ উল্লেখ করা হয়। সপ্তদশ শতাব্দীতে ঢাকা শহরের পত্তনের সমসময়ে এই গোরস্থানের সূচনা হয়েছিল বলে অনুমান করা হয়।
 
== বর্ণনা ==
সর্বমোট মোট আয়তন ২৭ একর জমির ওপর আজিমপুর গোরস্থান গড়ে উঠেছে। এই গোরস্থানের দুটি অংশ রয়েছে যথা নতুন গোরস্থান ও আরেকটি পুরাতন গোরস্থান। পুরাতন গোরস্থানটি নতুন গোরস্থানের তুলনায় বিশ ছোট।
 
== সুবিধাদি ==
আজিমপুর গোরস্থান লাশ দাফন করা ছাড়াও লাশ ধোয়ানো এবং জানাজা পড়ার ব্যবস্থা আছে।
 
== লাশের সংখ্যা ==
এখানে কতটি লাশ দাফর করা হয়েছে তার কোনো হিসাব নেই। ২০১৩ খ্রিস্টাব্দে এই গণনায় দেখা যায় যে যায়, এখানে প্রতিদিন গড়ে ৩০-৩৫টি লাশ দাফন করা হয়। সপ্তাহে প্রায় ২০০-২৫০টি লাশ দাফন করা হচ্ছে। এখানে ব্রিটিশ আমল ও পাকিস্তান আমলের বেশ কিছু কবর সংরক্ষিত আছে।
 
== বিধি-বিধান ==
ঢাকা সিটি কর্পেরেশান এই গোরস্থানের ব্যবস্থানার দায়িত্বে নিয়োজিত।
 
== লাশ দাফনের ব্যয় ==
 
== তথ্যসূত্র ==
* [http://www.alokitobangladesh.com/nature-&-environment/2013/10/23/29725#prettyPhoto আজিমপুর কবরস্থান : নগরবাসীর চিরনিদ্রালয়]
 
 
 
[[বিষয়শ্রেণী:সমাধিস্থল]]