অবুঝ মন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
২৬ নং লাইন:
'''অবুঝ মন''' [[১৯৭২]] সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র <ref>[http://www.amardeshonline.com/pages/weekly_news/2010/11/11/2900 কিংবদন্তী : রত্না থেকে শাবানা] দৈনিক আমার দেশ, ১১ নভেম্বর ২০১০</ref>। ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের বিখ্যাত পরিচালক [[কাজী জহির]]। এই বছরই স্বাধীনতার পরপর [[১৯৭২]] সালে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘[[ওরা ১১ জন]]’ ও পরে ‘অবুঝ মন’ ছবি দুটি সারাদেশে অসম্ভব জনপ্রিয়তা ও খ্যাতি লাভ করে। ছবির প্রধান দুইটি চরিত্রে অভিনয় করেছেন [[রাজ্জাক]] ও [[শাবানা]] এছাড়াও কয়েকটি গুরুপ্তপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুজাতা, শওকত আকবর, নারায়ন চক্রবর্তী, খান জয়নুল, সাইফুদ্দিন ও হাসমত।
== কাহিনী সংক্ষেপ ==
মাসুম (রাজ্জাক) তার বন্ধুর (বিজয়) সাহায্যে পড়াশুনা করে সদ্য ডাক্তারী পাস করে গ্রামে যাবে ডাক্তারী করার জন্য। গ্রামের পথে ট্রেনে তার পরিচয় হয় জমিদার মেয়ে মাধবীর (শাবানা) সাথে এবং অনতিবিলম্বে প্রেম। মাধবীর পিতা মাসুমের গ্রামের জমিদার। কিন্তু এই প্রেমের বাধা হয়ে দাড়ায় তাদের অসম সামাজিক পরিচয়। মাধবীর পিতার অনুরোধে মাসুম কাউকে না জানিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। মাধবীর পিতা মাধবীকে বিজয়ের সংগে বিয়ে দেয়।
 
== শ্রেষ্ঠাংশে ==